ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা বারাবনীতে, পুলিশ চেকপোস্টে আগুন

author img

By

Published : Jun 2, 2019, 11:29 PM IST

দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে । পুলিশ চেকপোস্ট জ্বালাল উত্তেজিত জনতা

পুড়িয়ে দেওয়া ম্যাটাডোর ভ্যান

বারাবনী, 2 জুন : বাইক আরোহীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে আসানসোলের বারাবনী থানার রুণাকুড়াঘাট এলাকায় । মৃতের নাম জীবন বাউরি (31) । তাঁর বাড়ি জামুড়িয়ার দরবারডাঙা এলাকায় । দুর্ঘটনায় সঞ্জয় বাউরি ও অজয় বাউরি নামে আরও দু'জন আহত হয়েছেন । তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ।

ঝাড়খণ্ড থেকে বিয়েবাড়ি সেরে একটি মোটর সাইকেলে তিনজন ফিরছিলেন । রুণাকুড়াঘাট পেরিয়ে রাজ্যে ঢুকতেই একটি ম্যাটাডোরে ধাক্কা মারে বাইকটি । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় জীবন বাউরির । দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালিয়ে, আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা । পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের দুটি বাইক ও বারাবানী থানার পুলিশ চেকপোস্টে আগুন ধরায় তারা ।

স্থানীয়দের অভিযোগ, রুণাকুড়াঘাটের পুলিশ চেকপোস্টে ঝাড়খণ্ডের দিক থেকে যে গাড়িগুলো আসে রাজ্যে, সেই গাড়িগুলোর থেকে তোলা আদায় করছিল সিভিক ভলান্টিয়াররা । ম্যাটাডোর ভ্যানটি ঢোকামাত্র রাস্তায় ব্যারিকেড টেনে দেওয়া হয়। ম্যাটাডোরটি ব্রেক কষে দাঁড়িয়ে গেলেও পিছনে আসা বাইকটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি । তারপরই ধাক্কা মারে ম্যাটাডোরের পিছনে ।

আহত সঞ্জয় বাউরি ও অজয় বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে চিকিত্সাধীন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনার জন্য দায়ি বারাবনী থানার পুলিশ ।

বারাবনী, 2 জুন : বাইক আরোহীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে আসানসোলের বারাবনী থানার রুণাকুড়াঘাট এলাকায় । মৃতের নাম জীবন বাউরি (31) । তাঁর বাড়ি জামুড়িয়ার দরবারডাঙা এলাকায় । দুর্ঘটনায় সঞ্জয় বাউরি ও অজয় বাউরি নামে আরও দু'জন আহত হয়েছেন । তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ।

ঝাড়খণ্ড থেকে বিয়েবাড়ি সেরে একটি মোটর সাইকেলে তিনজন ফিরছিলেন । রুণাকুড়াঘাট পেরিয়ে রাজ্যে ঢুকতেই একটি ম্যাটাডোরে ধাক্কা মারে বাইকটি । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় জীবন বাউরির । দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালিয়ে, আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা । পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের দুটি বাইক ও বারাবানী থানার পুলিশ চেকপোস্টে আগুন ধরায় তারা ।

স্থানীয়দের অভিযোগ, রুণাকুড়াঘাটের পুলিশ চেকপোস্টে ঝাড়খণ্ডের দিক থেকে যে গাড়িগুলো আসে রাজ্যে, সেই গাড়িগুলোর থেকে তোলা আদায় করছিল সিভিক ভলান্টিয়াররা । ম্যাটাডোর ভ্যানটি ঢোকামাত্র রাস্তায় ব্যারিকেড টেনে দেওয়া হয়। ম্যাটাডোরটি ব্রেক কষে দাঁড়িয়ে গেলেও পিছনে আসা বাইকটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি । তারপরই ধাক্কা মারে ম্যাটাডোরের পিছনে ।

আহত সঞ্জয় বাউরি ও অজয় বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে চিকিত্সাধীন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনার জন্য দায়ি বারাবনী থানার পুলিশ ।

Intro:
দুর্ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল ঝাড়খন্ড বাংলা সীমান্তে আসানসোলের বারাবনী থানার রুণাকুড়াঘাট এলাকায়। ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু ঘটেছে। দুজন আহত। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে ঘটনাস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
Body:জানা গেছে ঝাড়খন্ড থেকে বিয়েবাড়ি সেরে একটি মোটর সাইকেলে তিনজন ফিরছিল। রুণাকুড়াঘাট পেরিয়ে এ রাজ্যে ঢুকতেই একটি ম্যাটাডোর ভ্যান ওই বাইকটিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের। পুলিশ সুত্রে জানা গেছে মৃতের নাম জীবন বাউরি(৩১)। তার বাড়ি জামুড়িয়ার দরবারডাঙা এলাকায়। ঘটনায় সঞ্জয় বাউরি ও অজয় বাউরি নামে আরও দুজন আহত হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যদিকে ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এলে পুলিশের সাথেও বচসা হয়। ঘাতক গাড়িকে আটক করে নিয়ে যেতে পুলিশকেও বাধা দেওয়া হয়। পরে বারাবনী থানা থেকে প্রচুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার জেরে রুণাকুড়াঘাট থেকে আসানসোল আসার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক গাড়িটির চালক ও খালাসী পালিয়ে যায়।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.