ETV Bharat / bharat

আট রকমের শ্রাদ্ধ হয় পিতৃপক্ষে, পিণ্ডদান থেকে শাস্ত্রাচারে রয়েছে একাধিক ফারাক - Pitru Paksha 2024 - PITRU PAKSHA 2024

Different Types of Shraddha: পিতৃপক্ষ শুরু হতেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান ও শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে ৷ তবে জানেন কি শ্রাদ্ধ কত প্রকারের হয় ? কোন উদ্দেশ্যে সেগুলি করা হয় ? পণ্ডিত নীরজ পান্ডে সবিস্তারে জানালেন সেই কথা ৷

Etv Bharat
রকমফেরে শ্রাদ্ধের গুরুত্ব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 10:08 PM IST

বারাণসী, 20 সেপ্টেম্বর: পিতৃপক্ষ উপলক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান ও তর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে । পিতৃপক্ষ শুরু হওয়ায় অনেকেই নিজের মতো করে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু করেছেন । এই পিতৃপক্ষ শেষ হচ্ছে 2 অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন ৷ পিতৃপক্ষে জল, তিল, ধান, যব ও কুশ দিয়ে পিতৃপুরুষদের পিণ্ডদান ও তর্পণ নিবেদনের নিয়ম । শ্রাদ্ধানুষ্ঠানের সময়, গরু, কুকুর এবং কাকের জন্য খাবার আলাদা করে রাখা হয় ।

পণ্ডিত নীরজ পান্ডে বলেছেন যে,"আমাদের সনাতন ধর্মে যে কোনও ব্যক্তির তিন প্রকার ঋণ রয়েছে । যার মধ্যে প্রথমটি ঈশ্বরের ঋণ, দ্বিতীয়টি ঋষির ঋণ এবং তৃতীয়টি পিতৃ ঋণ । শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পাই এবং আমাদের পূর্বপুরুষদের জল নিবেদন করে তাদের আশীর্বাদ লাভ করি । তাই 15 দিন ধরে বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করার প্রথা রয়েছে । নারায়ণ বালি ও ত্রিপিণ্ডির বিশেষ গুরুত্ব রয়েছে এতে ।"

Shraddha
শ্রাদ্ধশান্তির কাজ চলার মুহূর্ত (ইটিভি ভারত)

পন্ডিত নীরজ পান্ডের কথায়, এই 15 দিনের পাক্ষিক সময়ে শ্রাদ্ধ ও তর্পণ করা বাধ্যতামূলক বলে মনে করা হয় । এই 15 দিনে, মৃত্যুর পরে পৃথিবীতে আসা পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করা হয় । যেটিতে নিত্য শ্রাদ্ধ করা হয়, যার অধীনে নিয়মিত পিতৃপুরুষদের জল নিবেদনের পাশাপাশি অন্নের মাধ্যমে তৃপ্তি দেওয়া হয় । পিতামাতা এবং শিক্ষকদের নিয়মিত পূজাকে নিত্য ভক্তিও বলা হয় । এছাড়া সপিন্ডি শ্রাদ্ধও করা হয় । এতে সপিন্ডন মানে পিন্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা । এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে ভূতের যোনি থেকে পিতৃপুরুষের যোনিতে নিয়ে যেতে হয় । এটি খুব সংকোচন বিশ্বাসের শ্রেণিতে রাখা হয় ৷

তিনি আরও জানান যে, শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তর্পণ প্রয়োজনীয় কারণ সনাতন ধর্মে একজন মানুষকে 84 লক্ষ প্রজাতি বলে মনে করা হয় । এই দেহ যখন মানবরূপ ত্যাগ করে অন্য জীবের রূপে নতুন জীবন লাভের দিকে অগ্রসর হয়, তখন শ্রাদ্ধ ও তর্পণের সঠিক প্রক্রিয়ার ফলে আত্মা বিচরণ না করে পিতৃজগতে পৌঁছয় । এরপরে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করে তিনি পুনর্জন্মের দিকে এগিয়ে যান । এটি বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষের সময় শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পিতৃ দোষের কোনও প্রভাব থাকে না ৷ কারণ, পূর্বপুরুষরা 15 দিন আমাদের সঙ্গে থাকেন । তাই তাকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিদায় জানানো হয় ।

Rituals of Shraddha
শ্রাদ্ধের প্রস্তুতি (ইটিভি ভারত)

পণ্ডিত নীরজ কুমার পান্ডের মতে, শ্রাদ্ধ ও তর্পণের প্রধানত পাঁচ প্রকার প্রক্রিয়া রয়েছে । জেনে নিন কোনটির কী কাজ :

নিত্য শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং 10 দিন ধরে চলতে থাকে ।

মহাপাত্রের শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ আচারে দশমীর দিনে মহাপাত্রকে অন্ন ও অন্যান্য দান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় । এই অধিকার শুধু মহাপাত্রেরই আছে । অন্য কোনও পুরোহিত বা কেউ এর অন্তর্ভুক্ত নয় ।

একাদশীর শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ দশমীর পর একাদশীর দিনে করা হয় । এরপর ব্রাহ্মণ দুই দিন অর্থাৎ 13 দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্ন ও পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ এছাড়াও ব্রাহ্মণকে দানও করা হয় ।

অর্ধবার্ষিক শ্রাদ্ধ : মৃত্যুর পর ষষ্ঠ মাসে এই শ্রাদ্ধ করা হয় ৷ মৃত্যুর তিথিতে, ব্রাহ্মণকে দান এবং অন্ন-সহ পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন হয় ।

বার্ষিক শ্রাদ্ধ : মৃত্যুর এক বছর পরে এই শ্রাদ্ধ করা হয়ে থাকে ৷ যা বাধ্যতামূলক বলে মনে করা হয় । এটিকে বার্ষিক শ্রাদ্ধের শ্রেণিতে রাখা হয়েছে । এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পছন্দের খাবারের সঙ্গে তাঁর পছন্দের সমস্ত জিনিস ব্রাহ্মণদের পরিবেশন করা হয় ৷ এছাড়াও পিণ্ডদান ও তর্পণ করা হয় ।

নারায়ণ বালি : এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের জন্য । আত্মহত্যা, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বা যে কোনও ধরনের দুর্ঘটনায় মৃত্যু হলে নারায়ণ বলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৷ কারণ অপ্রাকৃতিক মৃত্যুর পর আত্মা ভূতুড়ে রূপে চলে যায় এবং নারায়ণ বালি পূজা না করা হলে সেটি সেখান থেকে ঘুরে বেড়াতে থাকে । এতে আর্থিক, মানসিক ও শারীরিকভাবেও অনেক সমস্যা হয় । এমতাবস্থায় নারায়ণ বালিকে সাধনার পর আত্মা মুক্তি পায় ৷ ভূতের রূপ থেকে বের হয়ে পিতৃলোকে চলে যায় ।

ত্রিপিণ্ডি শ্রাদ্ধ : ত্রিপিন্ডি শ্রাদ্ধে, 44টি আত্মা একসঙ্গে মুক্তি পায় । নারায়ণ বালিতে, একটি আত্মা মুক্তি পায় ৷ যেখানে ত্রিপিন্ডি শ্রাদ্ধে, 44টি আত্মা একসঙ্গে মুক্তি পায় । পুরাণে তিনটি তীর্থস্থানের উল্লেখ আছে: প্রয়াগ মুন্ডে, কাশী পিন্ডে এবং গয়া দুন্দে । যার মধ্যে প্রথমে প্রয়াগে, তারপর কাশীর পিণ্ড ও গয়ায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তির কাজ করা হয় ।

সপিণ্ডন : এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে, কোনও আত্মা 13 দিনের জন্য পৃথিবী ত্যাগ করে না এবং এটি ঘুরে বেড়াতে থাকে । এমতাবস্থায় সেই আত্মার শান্তির জন্য সপিণ্ডন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক । এতে মৃত ব্যক্তির নাম পূর্বপুরুষদের দেহের সঙ্গে মিশে যায় । যাতে আত্মা ভূত জগৎ থেকে বেরিয়ে পিতৃজগতে চলে যায় ।

(এই খবর ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা । ইটিভি ভারত বিষয়টি নিশ্চিত করে না ৷ )

বারাণসী, 20 সেপ্টেম্বর: পিতৃপক্ষ উপলক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান ও তর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে । পিতৃপক্ষ শুরু হওয়ায় অনেকেই নিজের মতো করে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু করেছেন । এই পিতৃপক্ষ শেষ হচ্ছে 2 অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন ৷ পিতৃপক্ষে জল, তিল, ধান, যব ও কুশ দিয়ে পিতৃপুরুষদের পিণ্ডদান ও তর্পণ নিবেদনের নিয়ম । শ্রাদ্ধানুষ্ঠানের সময়, গরু, কুকুর এবং কাকের জন্য খাবার আলাদা করে রাখা হয় ।

পণ্ডিত নীরজ পান্ডে বলেছেন যে,"আমাদের সনাতন ধর্মে যে কোনও ব্যক্তির তিন প্রকার ঋণ রয়েছে । যার মধ্যে প্রথমটি ঈশ্বরের ঋণ, দ্বিতীয়টি ঋষির ঋণ এবং তৃতীয়টি পিতৃ ঋণ । শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পাই এবং আমাদের পূর্বপুরুষদের জল নিবেদন করে তাদের আশীর্বাদ লাভ করি । তাই 15 দিন ধরে বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করার প্রথা রয়েছে । নারায়ণ বালি ও ত্রিপিণ্ডির বিশেষ গুরুত্ব রয়েছে এতে ।"

Shraddha
শ্রাদ্ধশান্তির কাজ চলার মুহূর্ত (ইটিভি ভারত)

পন্ডিত নীরজ পান্ডের কথায়, এই 15 দিনের পাক্ষিক সময়ে শ্রাদ্ধ ও তর্পণ করা বাধ্যতামূলক বলে মনে করা হয় । এই 15 দিনে, মৃত্যুর পরে পৃথিবীতে আসা পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করা হয় । যেটিতে নিত্য শ্রাদ্ধ করা হয়, যার অধীনে নিয়মিত পিতৃপুরুষদের জল নিবেদনের পাশাপাশি অন্নের মাধ্যমে তৃপ্তি দেওয়া হয় । পিতামাতা এবং শিক্ষকদের নিয়মিত পূজাকে নিত্য ভক্তিও বলা হয় । এছাড়া সপিন্ডি শ্রাদ্ধও করা হয় । এতে সপিন্ডন মানে পিন্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা । এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে ভূতের যোনি থেকে পিতৃপুরুষের যোনিতে নিয়ে যেতে হয় । এটি খুব সংকোচন বিশ্বাসের শ্রেণিতে রাখা হয় ৷

তিনি আরও জানান যে, শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তর্পণ প্রয়োজনীয় কারণ সনাতন ধর্মে একজন মানুষকে 84 লক্ষ প্রজাতি বলে মনে করা হয় । এই দেহ যখন মানবরূপ ত্যাগ করে অন্য জীবের রূপে নতুন জীবন লাভের দিকে অগ্রসর হয়, তখন শ্রাদ্ধ ও তর্পণের সঠিক প্রক্রিয়ার ফলে আত্মা বিচরণ না করে পিতৃজগতে পৌঁছয় । এরপরে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করে তিনি পুনর্জন্মের দিকে এগিয়ে যান । এটি বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষের সময় শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পিতৃ দোষের কোনও প্রভাব থাকে না ৷ কারণ, পূর্বপুরুষরা 15 দিন আমাদের সঙ্গে থাকেন । তাই তাকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিদায় জানানো হয় ।

Rituals of Shraddha
শ্রাদ্ধের প্রস্তুতি (ইটিভি ভারত)

পণ্ডিত নীরজ কুমার পান্ডের মতে, শ্রাদ্ধ ও তর্পণের প্রধানত পাঁচ প্রকার প্রক্রিয়া রয়েছে । জেনে নিন কোনটির কী কাজ :

নিত্য শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং 10 দিন ধরে চলতে থাকে ।

মহাপাত্রের শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ আচারে দশমীর দিনে মহাপাত্রকে অন্ন ও অন্যান্য দান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় । এই অধিকার শুধু মহাপাত্রেরই আছে । অন্য কোনও পুরোহিত বা কেউ এর অন্তর্ভুক্ত নয় ।

একাদশীর শ্রাদ্ধ : এই শ্রাদ্ধ দশমীর পর একাদশীর দিনে করা হয় । এরপর ব্রাহ্মণ দুই দিন অর্থাৎ 13 দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্ন ও পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ এছাড়াও ব্রাহ্মণকে দানও করা হয় ।

অর্ধবার্ষিক শ্রাদ্ধ : মৃত্যুর পর ষষ্ঠ মাসে এই শ্রাদ্ধ করা হয় ৷ মৃত্যুর তিথিতে, ব্রাহ্মণকে দান এবং অন্ন-সহ পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন হয় ।

বার্ষিক শ্রাদ্ধ : মৃত্যুর এক বছর পরে এই শ্রাদ্ধ করা হয়ে থাকে ৷ যা বাধ্যতামূলক বলে মনে করা হয় । এটিকে বার্ষিক শ্রাদ্ধের শ্রেণিতে রাখা হয়েছে । এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পছন্দের খাবারের সঙ্গে তাঁর পছন্দের সমস্ত জিনিস ব্রাহ্মণদের পরিবেশন করা হয় ৷ এছাড়াও পিণ্ডদান ও তর্পণ করা হয় ।

নারায়ণ বালি : এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের জন্য । আত্মহত্যা, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বা যে কোনও ধরনের দুর্ঘটনায় মৃত্যু হলে নারায়ণ বলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৷ কারণ অপ্রাকৃতিক মৃত্যুর পর আত্মা ভূতুড়ে রূপে চলে যায় এবং নারায়ণ বালি পূজা না করা হলে সেটি সেখান থেকে ঘুরে বেড়াতে থাকে । এতে আর্থিক, মানসিক ও শারীরিকভাবেও অনেক সমস্যা হয় । এমতাবস্থায় নারায়ণ বালিকে সাধনার পর আত্মা মুক্তি পায় ৷ ভূতের রূপ থেকে বের হয়ে পিতৃলোকে চলে যায় ।

ত্রিপিণ্ডি শ্রাদ্ধ : ত্রিপিন্ডি শ্রাদ্ধে, 44টি আত্মা একসঙ্গে মুক্তি পায় । নারায়ণ বালিতে, একটি আত্মা মুক্তি পায় ৷ যেখানে ত্রিপিন্ডি শ্রাদ্ধে, 44টি আত্মা একসঙ্গে মুক্তি পায় । পুরাণে তিনটি তীর্থস্থানের উল্লেখ আছে: প্রয়াগ মুন্ডে, কাশী পিন্ডে এবং গয়া দুন্দে । যার মধ্যে প্রথমে প্রয়াগে, তারপর কাশীর পিণ্ড ও গয়ায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তির কাজ করা হয় ।

সপিণ্ডন : এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে, কোনও আত্মা 13 দিনের জন্য পৃথিবী ত্যাগ করে না এবং এটি ঘুরে বেড়াতে থাকে । এমতাবস্থায় সেই আত্মার শান্তির জন্য সপিণ্ডন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক । এতে মৃত ব্যক্তির নাম পূর্বপুরুষদের দেহের সঙ্গে মিশে যায় । যাতে আত্মা ভূত জগৎ থেকে বেরিয়ে পিতৃজগতে চলে যায় ।

(এই খবর ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা । ইটিভি ভারত বিষয়টি নিশ্চিত করে না ৷ )

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.