ETV Bharat / state

বাবুল-মেননের সামনে দলীয় সম্মেলনে বিশৃঙ্খলা - অরবিন্দ মেনন

আজ দু'নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির জেলা অফিসে কুলটি এবং বারাবনি বিধানসভার কর্মী-নেতাদের নিয়ে দলীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল ।

বাবুল সুপ্রিয়-অরবিন্দ মেননের সামনে বিজেপির দলীয় সম্মেলনে বিশৃঙ্খলা
বাবুল সুপ্রিয়-অরবিন্দ মেননের সামনে বিজেপির দলীয় সম্মেলনে বিশৃঙ্খলা
author img

By

Published : Jan 21, 2021, 5:45 PM IST

আসানসোল, 21 জানুয়ারি : গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তিতে জড়াল বিজেপি কর্মীরা ৷ আজ আসানসোলে দলের সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সামনে বিজেপির দলীয় সম্মেলনে তীব্র বিশৃঙ্খলা শুরু হয় । ঝামেলা এতটাই বেড়ে যায় যে কর্মসূচী ছেড়ে অনেকেই বেরিয়ে আসেন । বেশ কয়েকজন মহিলা অসুস্থও হয়ে পড়েন । সংবাদ মাধ্যমকে বাধা দিতে জেলা দপ্তরের সাটার নামিয়ে দেওয়া হয় ।

আজ দু'নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির জেলা অফিসে কুলটি এবং বারাবনি বিধানসভার কর্মী-নেতাদের নিয়ে দলীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল । ছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং সাংসদ বাবুল সুপ্রিয় । সম্মেলন চলাকালীন হঠাৎই তীব্র চিৎকার শোনা যায় । এরপরেই দেখা যায় প্রচুর মানুষ সভাকক্ষ থেকে বেরিয়ে আসছে । কর্মীরা বাইরে এসে জানান ভিতরে অশান্তি ও হাতাহাতি চলছে । বিজেপি কর্মীদের দাবি, জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বেশ কিছু তৃণমূল কর্মীদের দলে নিয়ে তাদের পদ দিয়েছেন । এই সিদ্ধান্ত পুরানো বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না ৷ যদিও অরবিন্দ মেনন এবং বাবুল সুপ্রিয়র হস্তক্ষেপে অশান্তি থামে এবং সভাকক্ষে থাকা বাকি বিজেপি কর্মীদের নিয়ে সম্মেলন শেষ হয় ।

বাবুল সুপ্রিয়-অরবিন্দ মেননের সামনে বিজেপির দলীয় সম্মেলনে বিশৃঙ্খলা

সম্মেলন শেষে অবশ্য গোষ্ঠীকোন্দলের কথা মানতে চাননি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "পরিবারের মধ্যে সবাই কথা বললে একটু চেঁচামেচি হয় । সবাই নিজেদের কথা বলতে চায় । কিন্তু শেষ পর্যন্ত বৈঠক ভালোভাবেই হয়েছে ।" অরবিন্দ মেনন অবশ্য বিষয়টি এড়িয়ে যান ৷ অন্যদিকে জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "দল বড় হচ্ছে । বিভিন্ন দল থেকে আমাদের দলে অনেকেই যোগ দিয়েছে । তাদের দায়িত্ব দেওয়া প্রয়োজন । আবার পুরানো কর্মীরাও দায়িত্ব চাইছেন । সব নিয়েই কথা হয়েছে । কোনও বিশৃঙ্খলা হয়নি । সবার সঙ্গে সমন্বয় করেই আমরা চলব ।"

আসানসোল, 21 জানুয়ারি : গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তিতে জড়াল বিজেপি কর্মীরা ৷ আজ আসানসোলে দলের সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সামনে বিজেপির দলীয় সম্মেলনে তীব্র বিশৃঙ্খলা শুরু হয় । ঝামেলা এতটাই বেড়ে যায় যে কর্মসূচী ছেড়ে অনেকেই বেরিয়ে আসেন । বেশ কয়েকজন মহিলা অসুস্থও হয়ে পড়েন । সংবাদ মাধ্যমকে বাধা দিতে জেলা দপ্তরের সাটার নামিয়ে দেওয়া হয় ।

আজ দু'নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির জেলা অফিসে কুলটি এবং বারাবনি বিধানসভার কর্মী-নেতাদের নিয়ে দলীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল । ছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং সাংসদ বাবুল সুপ্রিয় । সম্মেলন চলাকালীন হঠাৎই তীব্র চিৎকার শোনা যায় । এরপরেই দেখা যায় প্রচুর মানুষ সভাকক্ষ থেকে বেরিয়ে আসছে । কর্মীরা বাইরে এসে জানান ভিতরে অশান্তি ও হাতাহাতি চলছে । বিজেপি কর্মীদের দাবি, জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বেশ কিছু তৃণমূল কর্মীদের দলে নিয়ে তাদের পদ দিয়েছেন । এই সিদ্ধান্ত পুরানো বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না ৷ যদিও অরবিন্দ মেনন এবং বাবুল সুপ্রিয়র হস্তক্ষেপে অশান্তি থামে এবং সভাকক্ষে থাকা বাকি বিজেপি কর্মীদের নিয়ে সম্মেলন শেষ হয় ।

বাবুল সুপ্রিয়-অরবিন্দ মেননের সামনে বিজেপির দলীয় সম্মেলনে বিশৃঙ্খলা

সম্মেলন শেষে অবশ্য গোষ্ঠীকোন্দলের কথা মানতে চাননি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "পরিবারের মধ্যে সবাই কথা বললে একটু চেঁচামেচি হয় । সবাই নিজেদের কথা বলতে চায় । কিন্তু শেষ পর্যন্ত বৈঠক ভালোভাবেই হয়েছে ।" অরবিন্দ মেনন অবশ্য বিষয়টি এড়িয়ে যান ৷ অন্যদিকে জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "দল বড় হচ্ছে । বিভিন্ন দল থেকে আমাদের দলে অনেকেই যোগ দিয়েছে । তাদের দায়িত্ব দেওয়া প্রয়োজন । আবার পুরানো কর্মীরাও দায়িত্ব চাইছেন । সব নিয়েই কথা হয়েছে । কোনও বিশৃঙ্খলা হয়নি । সবার সঙ্গে সমন্বয় করেই আমরা চলব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.