ETV Bharat / state

Police Car hits Bike : বাইক আরোহীকে পুলিশের গাড়ির ধাক্কা, রণক্ষেত্র আসানসোল - আসানসোলে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা

বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে আসানসোল (Police Car hits Bike) ৷

Police car hits bike
পুলিশের গাড়িতে বাইক আরোহীকে ধাক্কা
author img

By

Published : Dec 17, 2021, 6:41 AM IST

Updated : Dec 17, 2021, 7:07 AM IST

আসানসোল, 17 ডিসেম্বর : একটি বোলেরো গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারায় রণক্ষেত্র হয়ে উঠল আসানসোল ৷ অভিযোগ, নীলবাতি লাগানো ওই গাড়িটি পুলিশের ৷ আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের উষাগ্রাম এলাকায় ৷ উত্তেজিত জনতা বোলেরো গাড়িটি ভাঙচুর করে ৷ পাল্টা লাঠিচার্জ করে পুলিশ ৷ সবমিলিয়ে বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের আসানসোল (Chaos in Asansol after police car hits bike rider) ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঊষাগ্রাম এলাকায় জিটি রোডে নীলবাতি লাগানো একটি পুলিশের গাড়ি অত্যধিক গতিতে যাচ্ছিল ৷ সেইসময় এক বাইক আরোহী রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন ৷ নিয়ন্ত্রণ না-রাখতে পেরে গাড়িটি ওই বাইক আরোহীকে ধাক্কা মারে (Police car hits bike) ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকটা রাস্তা বাইক সহ আরোহীকে ঘষটে নিয়ে যায় বোলেরো গাড়িটি । ঘটনায় রাহুল চৌরাশিয়া নামে বছর তিরিশের ওই বাইক আরোহী গুরুতরভাবে আহত হন । তিনি ডামরা এলাকার বাসিন্দা ৷ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

আসানসোলে বাইক আরোহীকে পুলিশের গাড়ির ধাক্কা

আরও পড়ুন : Contai Road accident : নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে দিঘাগামী বাস, মৃত 3

এরপরই রটে যায় মৃত্যু হয়েছে রাহুল চৌরাশিয়ার ৷ এই গুজবের জেরে পুলিশের গাড়িটিতে ব্যপক ভাঙচুর চালায় জনতা ৷ ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় জিটি রোডে । খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় । এরপর মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ । বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহত বাইক আরোহীর ৷

আসানসোল, 17 ডিসেম্বর : একটি বোলেরো গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারায় রণক্ষেত্র হয়ে উঠল আসানসোল ৷ অভিযোগ, নীলবাতি লাগানো ওই গাড়িটি পুলিশের ৷ আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের উষাগ্রাম এলাকায় ৷ উত্তেজিত জনতা বোলেরো গাড়িটি ভাঙচুর করে ৷ পাল্টা লাঠিচার্জ করে পুলিশ ৷ সবমিলিয়ে বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের আসানসোল (Chaos in Asansol after police car hits bike rider) ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঊষাগ্রাম এলাকায় জিটি রোডে নীলবাতি লাগানো একটি পুলিশের গাড়ি অত্যধিক গতিতে যাচ্ছিল ৷ সেইসময় এক বাইক আরোহী রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন ৷ নিয়ন্ত্রণ না-রাখতে পেরে গাড়িটি ওই বাইক আরোহীকে ধাক্কা মারে (Police car hits bike) ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকটা রাস্তা বাইক সহ আরোহীকে ঘষটে নিয়ে যায় বোলেরো গাড়িটি । ঘটনায় রাহুল চৌরাশিয়া নামে বছর তিরিশের ওই বাইক আরোহী গুরুতরভাবে আহত হন । তিনি ডামরা এলাকার বাসিন্দা ৷ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

আসানসোলে বাইক আরোহীকে পুলিশের গাড়ির ধাক্কা

আরও পড়ুন : Contai Road accident : নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে দিঘাগামী বাস, মৃত 3

এরপরই রটে যায় মৃত্যু হয়েছে রাহুল চৌরাশিয়ার ৷ এই গুজবের জেরে পুলিশের গাড়িটিতে ব্যপক ভাঙচুর চালায় জনতা ৷ ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় জিটি রোডে । খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় । এরপর মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ । বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহত বাইক আরোহীর ৷

Last Updated : Dec 17, 2021, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.