ETV Bharat / state

AMC election 2022 : 27 নম্বর ওয়ার্ডের জন্য সাতাশটি প্রতিশ্রুতি জিতেন্দ্র-জায়া চৈতালির - জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি

বিজেপির হয়ে 27 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৈতালিদেবী ৷ আজ সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রতিশ্রুতিপত্র প্রকাশ করলেন তিনি । প্রতিশ্রুতিপত্রে মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷

Asn Municipal corporation election
Asn Municipal corporation election
author img

By

Published : Jan 29, 2022, 7:57 PM IST

আসানসোল, 29 জানুয়ারি : আগামী 12 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের নির্বাচন ৷ চলছে জোরকদমে প্রচার এবং একইসঙ্গে চলছে প্রতিশ্রুতি বিতরণ । ভোট যুদ্ধে এবার নেমে পড়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ৷ বিজেপির হয়ে 27 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৈতালিদেবী ৷ আজ সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রতিশ্রুতিপত্র প্রকাশ করলেন তিনি । প্রতিশ্রুতিপত্রে মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক স্বাধীনতা, গাড়ুই নদীর সংস্কার-সহ বিভিন্ন কথা উঠে এসেছে ।

27 নম্বর ওয়ার্ডের জন্য সাতাশটি প্রতিশ্রুতি জিতেন্দ্র জায়া চৈতালির

27 নম্বর ওয়ার্ডের জন্য ওই প্রতিশ্রুতিপত্রে মোট 27টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে । সেগুলির মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের । যেমন-

1. নিয়মিত মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে ।

2. বয়স্ক মানুষদের জন্য সুগার পরীক্ষার শিবির ।

3. এলাকায় তৈরি করা হবে হিন্দি স্কুল ।

4. বেকার যুবক-যুবতীদের জন্য কম্পিটিটিভ পরীক্ষার সহায়ক লাইব্রেরি ।

5. মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন ।

6. ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কেউ মারা গেলে তাঁর শ্রাদ্ধের জন্য বিশেষ খরচ দেওয়া হবে ৷

7. দুঃস্থ মানুষরা নিয়মিত আর্থিক সুবিধা পাবেন ৷

এছাড়াও প্লাবন রুখতে গাড়ুই নদী সংস্কার-সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি স্থান পেয়েছে ওই পত্রে । নিজের জয়ের বিষয়ে নিশ্চিত জিতেন্দ্র-জায়া ৷ তিনি জানিয়েছেন, 27 নম্বর ওয়ার্ড চিরকালই বঞ্চনার শিকার ৷ তিনি জিতলে এই ওয়ার্ডের ভোল পাল্টে দেবেন ।

আসানসোল, 29 জানুয়ারি : আগামী 12 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের নির্বাচন ৷ চলছে জোরকদমে প্রচার এবং একইসঙ্গে চলছে প্রতিশ্রুতি বিতরণ । ভোট যুদ্ধে এবার নেমে পড়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ৷ বিজেপির হয়ে 27 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৈতালিদেবী ৷ আজ সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রতিশ্রুতিপত্র প্রকাশ করলেন তিনি । প্রতিশ্রুতিপত্রে মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক স্বাধীনতা, গাড়ুই নদীর সংস্কার-সহ বিভিন্ন কথা উঠে এসেছে ।

27 নম্বর ওয়ার্ডের জন্য সাতাশটি প্রতিশ্রুতি জিতেন্দ্র জায়া চৈতালির

27 নম্বর ওয়ার্ডের জন্য ওই প্রতিশ্রুতিপত্রে মোট 27টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে । সেগুলির মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের । যেমন-

1. নিয়মিত মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে ।

2. বয়স্ক মানুষদের জন্য সুগার পরীক্ষার শিবির ।

3. এলাকায় তৈরি করা হবে হিন্দি স্কুল ।

4. বেকার যুবক-যুবতীদের জন্য কম্পিটিটিভ পরীক্ষার সহায়ক লাইব্রেরি ।

5. মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন ।

6. ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কেউ মারা গেলে তাঁর শ্রাদ্ধের জন্য বিশেষ খরচ দেওয়া হবে ৷

7. দুঃস্থ মানুষরা নিয়মিত আর্থিক সুবিধা পাবেন ৷

এছাড়াও প্লাবন রুখতে গাড়ুই নদী সংস্কার-সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি স্থান পেয়েছে ওই পত্রে । নিজের জয়ের বিষয়ে নিশ্চিত জিতেন্দ্র-জায়া ৷ তিনি জানিয়েছেন, 27 নম্বর ওয়ার্ড চিরকালই বঞ্চনার শিকার ৷ তিনি জিতলে এই ওয়ার্ডের ভোল পাল্টে দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.