ETV Bharat / state

MLA Bikash Roychoudhury : সিবিআই দফতরে অনুব্রত-ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরী

এবার সিবিআইয়ের তলব সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে (Suri MLA Bikash Roychoudhury) ৷ মঙ্গলবার সকাল 10.45 নাগাদ দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন বিধায়ক ।

Bikash Roychoudhury news
সিবিআইয়ের তলব সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে
author img

By

Published : Jun 7, 2022, 4:07 PM IST

দুর্গাপুর, 7 জুন : রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে শাসকদলের আরও এক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল অনুব্রত-ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীকে (CBI summons Suri MLA Bikash Roychoudhury) । সেইমতো এদিন সকাল 10.45 নাগাদ দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন সিউড়ির বিধায়ক ।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদেও রয়েছেন বিকাশ রায়চৌধুরী ৷ এদিন সিবিআই দফতরে ঢোকার আগে তিনি বলেন, ‘‘আমাকে সিবিআই ডেকেছে, আমি এসেছি । তবে জানিনা আমাকে কী মামলার জন্য ডেকেছে ।"

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ভোট পরবর্তী হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোন লিস্টে নাম দেখেই তলব করা হচ্ছে একের পর এক বিধায়ককে ৷ তালিকায় রয়েছে তৃণমূল নেতৃত্ব-সহ একাধিক ব্যবসায়ীও ।

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন অনুব্রত-ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরী

আরও পড়ুন : ইলামবাজারের তৃণমূল ব্লক সভাপতিকে দেড় ঘণ্টার জিজ্ঞাসাবাদ

প্রসঙ্গত, এর আগে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকেও তলব করেছিল সিবিআই । রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার সময় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদের ফোনে যোগাযোগ হয়েছে, তাঁদেরকেই একে একে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই তালিকায় শুধু কেষ্ট-ঘনিষ্ঠ নেতা-কর্মীরা নন, রয়েছেন অ-রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷

দুর্গাপুর, 7 জুন : রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে শাসকদলের আরও এক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল অনুব্রত-ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীকে (CBI summons Suri MLA Bikash Roychoudhury) । সেইমতো এদিন সকাল 10.45 নাগাদ দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন সিউড়ির বিধায়ক ।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদেও রয়েছেন বিকাশ রায়চৌধুরী ৷ এদিন সিবিআই দফতরে ঢোকার আগে তিনি বলেন, ‘‘আমাকে সিবিআই ডেকেছে, আমি এসেছি । তবে জানিনা আমাকে কী মামলার জন্য ডেকেছে ।"

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ভোট পরবর্তী হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোন লিস্টে নাম দেখেই তলব করা হচ্ছে একের পর এক বিধায়ককে ৷ তালিকায় রয়েছে তৃণমূল নেতৃত্ব-সহ একাধিক ব্যবসায়ীও ।

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন অনুব্রত-ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরী

আরও পড়ুন : ইলামবাজারের তৃণমূল ব্লক সভাপতিকে দেড় ঘণ্টার জিজ্ঞাসাবাদ

প্রসঙ্গত, এর আগে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকেও তলব করেছিল সিবিআই । রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার সময় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদের ফোনে যোগাযোগ হয়েছে, তাঁদেরকেই একে একে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই তালিকায় শুধু কেষ্ট-ঘনিষ্ঠ নেতা-কর্মীরা নন, রয়েছেন অ-রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.