কলকাতা, 7 নভেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইসিএলের প্রাক্তন কর্তার গোপন জবানবন্দি হাতে পেতে এবার আদালতের দ্বারস্থ হল সিবিআই (CBI) । অভিযোগ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছ থেকে সেই গোপন জবানবন্দি চাওয়ার পরেও, তা দেওয়া হয়নি ৷ তাই এই নিয়ে আদালতের দারস্থ হল সিবিআই । এই নিয়ে তারা আবেদন করেছে আসানসোল সিবিআই কোর্টে (Asansol CBI Court) ৷
রাজ্যে গোয়েন্দা বিভাগ বারাবনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল । সেই মামলায় ইসিএলের (ECL) প্রাক্তন কর্তা রাজা পালের গোপন জবানবন্দি নিয়েছিল সিআইডির (CID) গোয়েন্দারা । সূত্রের খবর, সেই গোপন জবানবন্দি কয়লা পাচার কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে ব্যবহার করতে চায় সিবিআই ৷ তাই সেই গোপন জবানবন্দির যাবতীয় তথ্য হাতে পেতে এবার আসানসোল আদালতের দারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ।
কয়লা দুর্নীতি কাণ্ডে সিবিআই সাতজন ইসিএল কর্তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে । ইসিএলের বর্তমান এবং প্রাক্তন-সহ মোট চার জেনারেল ম্যানেজার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে ধৃত । ইসিএলের কর্তাদের নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পরেও তারা অসন্তুষ্ট হয় ৷ পরে তাদেরকে গ্রেফতার করে ।
কিন্তু সিবিআই সূত্রের খবর, বারাবনি থানায় একটি অন্য মামলার তদন্তে নেমে ইসিএল কর্তা রাজা পালের গোপন জবানবন্দি নিয়েছিল সিআইডির গোয়েন্দারা । সিবিআইয়ের অনুমান, রাজা পালের দেওয়া সেই গোপন জবানবন্দি কয়লা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে । ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের গোয়েন্দাদের সাহায্য করতে পারে । তাই জন্যই এবার সরাসরি আদালতের দারস্থ হল সিবিআই ।
আরও পড়ুন: মাছ ধরার ট্রলারে করে জলপথে কয়লাপাচার, আটক 7 অভিযুক্ত