ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রতর আইনজীবীরা আসানসোল সংশোধনাগারে, দিল্লির আদালতে ইডি

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে আসানসোল সংশোধনাগারে দেখা করলেন তাঁর আইনজীবীরা ৷ এ দিকে অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার জন্য দিল্লির আদালতে আবেদন জানাচ্ছে ইডি (Cattle Smuggling Case)৷

Cattle Smuggling Case: Lawyers meet Anubrata Mondal in Asansol jail, ED appeals in Delhi court
অনুব্রতর আইনজীবীরা আসানসোল সংশোধনাগারে, দিল্লির আদালতে ইডি
author img

By

Published : Nov 18, 2022, 2:13 PM IST

Updated : Nov 18, 2022, 3:58 PM IST

আসানসোল, 18 নভেম্বর: বৃহস্পতিবারই আসানসোল সংশোধনাগারে এসে ইডি জেরা করে গিয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে জেরা করে ইডি । অভিযোগ, বীরভূম তৃণমূলের সভাপতি তদন্তে সহযোগিতা করেননি । পাশাপাশি বারবার বিভিন্ন প্রশ্নের উত্তরে তদন্তকারী অফিসারদের অনুব্রত বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ । সেই কারণেই তাঁকে শোন অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় ইডি ।

কিন্তু গ্রেফতারি মেমোতে অনুব্রত মণ্ডল সই করেননি বলে সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে । সেই কারণেই শুক্রবার জিজ্ঞাসাবাদের সমস্ত তথ্য ও হিসাব বহির্ভূত সম্পত্তির নথি নিয়ে ইডি আধিকারিকরা দিল্লিতে ইডির বিশেষ আদালতে যান । অনুব্রত মণ্ডলকে যাতে তাঁরা হেফাজতে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারেন, আদালতে সেই আবেদন জানানো হয়েছে ৷ ইডির জেরাতেই মিলবে তথ্য । ইডি এমনটাই আশা করছে বলে বিশেষ আদালতে জানানো হয়েছে ৷ আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি হবে দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালতে ৷

অন্যদিকে, শুক্রবার আসানসোল সংশোধনাগারে অবুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে যান তাঁর আইনজীবীরা । মনে করা হচ্ছে আইনী পরামর্শ করতেই আইনজীবীরা সংশোধনাগারে আসেন । প্রায় একঘণ্টা আইনজীবীরা সংশোধনাগারে ছিলেন । তাঁরা অনুব্রত মণ্ডলের সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রতর সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী, দাবি ইডির

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে তৎপর ইডির আধিকারিকরা ৷ তবু শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা । যদিও আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে আইনজীবীরা এ দিন কিছু জানাতে চাননি ।

আসানসোল, 18 নভেম্বর: বৃহস্পতিবারই আসানসোল সংশোধনাগারে এসে ইডি জেরা করে গিয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে জেরা করে ইডি । অভিযোগ, বীরভূম তৃণমূলের সভাপতি তদন্তে সহযোগিতা করেননি । পাশাপাশি বারবার বিভিন্ন প্রশ্নের উত্তরে তদন্তকারী অফিসারদের অনুব্রত বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ । সেই কারণেই তাঁকে শোন অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় ইডি ।

কিন্তু গ্রেফতারি মেমোতে অনুব্রত মণ্ডল সই করেননি বলে সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে । সেই কারণেই শুক্রবার জিজ্ঞাসাবাদের সমস্ত তথ্য ও হিসাব বহির্ভূত সম্পত্তির নথি নিয়ে ইডি আধিকারিকরা দিল্লিতে ইডির বিশেষ আদালতে যান । অনুব্রত মণ্ডলকে যাতে তাঁরা হেফাজতে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারেন, আদালতে সেই আবেদন জানানো হয়েছে ৷ ইডির জেরাতেই মিলবে তথ্য । ইডি এমনটাই আশা করছে বলে বিশেষ আদালতে জানানো হয়েছে ৷ আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি হবে দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালতে ৷

অন্যদিকে, শুক্রবার আসানসোল সংশোধনাগারে অবুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে যান তাঁর আইনজীবীরা । মনে করা হচ্ছে আইনী পরামর্শ করতেই আইনজীবীরা সংশোধনাগারে আসেন । প্রায় একঘণ্টা আইনজীবীরা সংশোধনাগারে ছিলেন । তাঁরা অনুব্রত মণ্ডলের সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রতর সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী, দাবি ইডির

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে তৎপর ইডির আধিকারিকরা ৷ তবু শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা । যদিও আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে আইনজীবীরা এ দিন কিছু জানাতে চাননি ।

Last Updated : Nov 18, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.