আসানসোল, 13 মার্চ : হঠাৎই তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা । আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হচ্ছেন চিত্র অভিনেতা তথা প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা (Asansol TMC Candidate Shatrughna Sinha)। আর এই খবর ছড়িয়ে পড়তেই আসানসোল সরগরম । তৃণমূল নেতৃত্ব স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে । পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ৷
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীকে স্যালুট । তিনি এমন একজন প্রার্থীকে আসানসোলের জন্য দিয়েছেন। আমরা নিশ্চিত জিতছি ।" পুরভোটের ভোট-সন্ত্রাস নিয়ে বিরোধীদের অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে বিধান উপাধ্যায় বলেন, ‘‘বিধানসভা ভোটে মানুষ আমাদের ভোট দিয়েছিলেন। পৌরভোটেও মানুষ আমাদের ভোট দিয়েছেন। ওরা জিততে পারেনি, তাই ওরা প্রচার করছে যে মানুষ ভোট দিতে পারেনি। যেখানে হারবে সেখানেই ওরা বলবে যে মানুষ ভোট দিতে পারেনি।’’
শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, "শত্রুঘ্ন সিনহা এর আগেও সাংসদ ছিলেন এবং তিনি প্রতিবাদী চরিত্র। আসানসোলের মানুষের সৌভাগ্য যে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে।"
যদিও শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি দিলীপ দে বলেন, "তৃণমূল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই একজন সিদ্ধান্ত নিয়ে নেয় কে প্রার্থী হবেন। আমাদের দলে সেরকম হয় না। সর্বভারতীয় নেতৃত্ব আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থী ঠিক করে। তবে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হওয়ায় আমাদের কোনও চাপ হবে না। কারণ আসানসোলের মানুষ নায়ক-গায়কদের দেখে নিয়েছেন। তাই তাঁরা বীতশ্রদ্ধ। তাঁরা চাইছেন স্থানীয় কোনও প্রার্থী হোক। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঠিক করব আমরা।’’