ETV Bharat / state

জিএসটির সরলীকরণের দাবিতে ব্যবসাবন্ধ দুর্গাপুরে - kabi dutta

জিএসটি লাগু হওয়ার পর কেটে গিয়েছে প্রায় 4 বছর ৷ তারপরও ব্যবসায়ীদের মতে, ব্যবসায় জটিলতা থেকে গিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও কোনও সমাধান সূত্র মেলেনি ৷ তারই প্রতিবাদে আজ 24 ঘণ্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৷

বন্ধ দোকানপাট
বন্ধ দোকানপাট
author img

By

Published : Feb 26, 2021, 4:16 PM IST

দুর্গাপুর ,26 ফেব্রুয়ারি : 'ওয়ান কান্ট্রি,ওয়ান ট্যাক্স' এর বুলি আউরে গত 1 লা জুলাই , 2017 সালে লাগু হয়েছিল জিএসটি ৷ তারপর থেকে কেটে গিয়েছে প্রায় 4 বছর ৷ ব্যবসায়ীদের মতে জিএসটি লাগু হওয়ার পর 960 বার জিএসটির সংশোধনী হয়ে গিয়েছে ৷ তারপরও জটিলতা কাটেনি ৷ জিএসটির সরলীকরণের দাবিতে আজ এককাট্টা হয়ে ব্যবসা বন্ধের ডাক দিল সারা ভারতের বণিকসভাগুলি ৷ সেইমত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও আজ দুর্গাপুরে ব্যবসা বন্ধের ডাক দেয় ৷

ব্যবসা বন্ধের জেরে শুনশান রাস্তাঘাট

ব্যবসায়ীদের অভিযোগ, জিওসটি লাগু হওয়ার পর দফায় দফায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় ব্যবসায়ী সংগঠনগুলির ৷ তারপরও জিএসটির সরলীকরণ হয়নি ৷ জটিলতা থেকে গিয়েছে ৷ তার জেরে নাজেহাল হচ্ছেন বিভিন্ন ছোট ব্যবসায়ীরা ৷ এমনকী জিএসটি দিতে একদিন দেরি হলেই সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের ৷ তারই প্রতিবাদে সারা ভারতের বণিকসভাগুলি 24 ঘণ্টার ব্যবসা বন্ধের ডাক দেয় ৷ সেই বন্ধের ডাকে সাড়া দেয় দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও ৷ আজ সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি বাজার , চন্ডীদাস বাজার , মুচিপাড়া বাজার , মামড়া বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখে ৷ বাজারগুলি ঘুরে দেখেন দূর্গাপুর বণিকসভার সম্পাদক কবি দত্ত , স্থানীয় কাউন্সিলর রমাপ্রসাদ হালদার এবং ব্যবসায়ী চন্দন দত্ত সহ বণিকসভার অন্যান্য সদস্যরা ৷

আরও পড়ুন :পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল কংগ্রেসের

দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর সম্পাদক কবি দত্ত জানান," জিএসটি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে । আমরা জিএসটির সরলীকরণ চাইছি এবং সেই দাবিতে আজ সারা ভারতের ব্যবসায়ীরা এককাট্টা হয়েছেন ৷ এর মধ্যে কোন রাজনৈতিক ইন্ধন নেই ।"

দুর্গাপুর ,26 ফেব্রুয়ারি : 'ওয়ান কান্ট্রি,ওয়ান ট্যাক্স' এর বুলি আউরে গত 1 লা জুলাই , 2017 সালে লাগু হয়েছিল জিএসটি ৷ তারপর থেকে কেটে গিয়েছে প্রায় 4 বছর ৷ ব্যবসায়ীদের মতে জিএসটি লাগু হওয়ার পর 960 বার জিএসটির সংশোধনী হয়ে গিয়েছে ৷ তারপরও জটিলতা কাটেনি ৷ জিএসটির সরলীকরণের দাবিতে আজ এককাট্টা হয়ে ব্যবসা বন্ধের ডাক দিল সারা ভারতের বণিকসভাগুলি ৷ সেইমত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও আজ দুর্গাপুরে ব্যবসা বন্ধের ডাক দেয় ৷

ব্যবসা বন্ধের জেরে শুনশান রাস্তাঘাট

ব্যবসায়ীদের অভিযোগ, জিওসটি লাগু হওয়ার পর দফায় দফায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় ব্যবসায়ী সংগঠনগুলির ৷ তারপরও জিএসটির সরলীকরণ হয়নি ৷ জটিলতা থেকে গিয়েছে ৷ তার জেরে নাজেহাল হচ্ছেন বিভিন্ন ছোট ব্যবসায়ীরা ৷ এমনকী জিএসটি দিতে একদিন দেরি হলেই সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের ৷ তারই প্রতিবাদে সারা ভারতের বণিকসভাগুলি 24 ঘণ্টার ব্যবসা বন্ধের ডাক দেয় ৷ সেই বন্ধের ডাকে সাড়া দেয় দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও ৷ আজ সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি বাজার , চন্ডীদাস বাজার , মুচিপাড়া বাজার , মামড়া বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখে ৷ বাজারগুলি ঘুরে দেখেন দূর্গাপুর বণিকসভার সম্পাদক কবি দত্ত , স্থানীয় কাউন্সিলর রমাপ্রসাদ হালদার এবং ব্যবসায়ী চন্দন দত্ত সহ বণিকসভার অন্যান্য সদস্যরা ৷

আরও পড়ুন :পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল কংগ্রেসের

দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর সম্পাদক কবি দত্ত জানান," জিএসটি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে । আমরা জিএসটির সরলীকরণ চাইছি এবং সেই দাবিতে আজ সারা ভারতের ব্যবসায়ীরা এককাট্টা হয়েছেন ৷ এর মধ্যে কোন রাজনৈতিক ইন্ধন নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.