ETV Bharat / state

চিনা সংস্থার মোবাইল পুড়িয়ে BJP-র প্রতীকী অবরোধ কুলটিতে - চিনা সংস্থার মোবাইল

চিনা সংস্থার মোবাইল পোড়ালেন BJP - র কর্মী-সমর্থকরা ৷ কুলটিতে পালন করা হল প্রতীকী অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি ৷

BJP's symbolic agitation in Asansol by burning Chinese company's mobile
চিনা সংস্থার মোবাইল পুড়িয়ে BJP - র প্রতীকী অবরোধ আসানসোলে
author img

By

Published : Jun 24, 2020, 4:23 AM IST

আসানসোল, 24 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের “আত্মবলিদান দিবস”-এ চিনের দ্রব্য বর্জন করার ডাক দিয়ে প্রতীকী অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করল BJP ৷ গতকাল BJP-র কুলটি মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় । চিনা মোবাইল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় ৷ উপস্থিত ছিলেন BJP যুব মোর্চার নেতা অমিত গড়াই, বিবেকানন্দ ভট্টাচার্য সহ অনেকে ।

লাদাখে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চিনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে । পাশাপাশি, ডাক দেওয়া হচ্ছে চিনা দ্রব্য বর্জন করার । এবার কুলটির নিয়ামতপুরে BJP-র কুলটি মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হল । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের “আত্মবলিদান দিবস”-কেই বেছে নেওয়া হয়েছে প্রতীকী প্রতিবাদের জন্য ৷

নিয়ামতপুর মোড়ে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং- এর ছবি পুড়িয়ে গতকাল চিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান BJP-র কর্মী-সমর্থকরা । পাশাপাশি, চিনা সংস্থার মোবাইল পুড়িয়ে চিনের দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয় । প্রতীকী অবরোধ করায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে G T রোড । এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আসানসোল, 24 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের “আত্মবলিদান দিবস”-এ চিনের দ্রব্য বর্জন করার ডাক দিয়ে প্রতীকী অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করল BJP ৷ গতকাল BJP-র কুলটি মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় । চিনা মোবাইল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় ৷ উপস্থিত ছিলেন BJP যুব মোর্চার নেতা অমিত গড়াই, বিবেকানন্দ ভট্টাচার্য সহ অনেকে ।

লাদাখে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চিনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে । পাশাপাশি, ডাক দেওয়া হচ্ছে চিনা দ্রব্য বর্জন করার । এবার কুলটির নিয়ামতপুরে BJP-র কুলটি মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হল । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের “আত্মবলিদান দিবস”-কেই বেছে নেওয়া হয়েছে প্রতীকী প্রতিবাদের জন্য ৷

নিয়ামতপুর মোড়ে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং- এর ছবি পুড়িয়ে গতকাল চিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান BJP-র কর্মী-সমর্থকরা । পাশাপাশি, চিনা সংস্থার মোবাইল পুড়িয়ে চিনের দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয় । প্রতীকী অবরোধ করায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে G T রোড । এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.