ETV Bharat / state

রেশন সামগ্রীর সুষ্ঠু বণ্টনের দাবি, BDO কে স্মারকলিপি BJP - র পশ্চিম বর্ধমান জেলা সভাপতির

এই স্মারকলিপিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে , কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো রেশন সামগ্রীর সুষ্ঠু বণ্টন করতে হবে ।

BJP threatens mass rally if people do not get ration materials   properly in durgapur , west burdwan
রেশন সামগ্রীর সুষ্ঠু বণ্টনের দাবিতে BDO কে স্মারকলিপি লক্ষণ ঘড়ুইয়ের
author img

By

Published : May 5, 2020, 8:22 PM IST

দুর্গাপুর 5 মে : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন সামগ্রী পাঠানো হলেও মানুষ তা ঠিকমতো পাচ্ছে না ৷ এমনই অভিযোগ করে কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন BJP - র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । যদি এরপরেও আমজনতা রেশন সামগ্রী না পান তবে বিরাট জমায়েত করার হুমকি দিলেন তিনি ৷

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য রেশনে চাল ও আটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সেই মতো বহু জায়গায় কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশন সামগ্রী বিতরণ শুরু হয়েছে । কিন্তু কোথাও কোথাও ডিজিটাল রেশন কার্ড না থাকার কারণে অনেকেই এই রেশন সামগ্রী পাচ্ছেন না ৷ এমনকী, রেশনের চাল পাচারের মতো নিন্দনীয় ঘটনাও রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিন ঘটছে ।

পশ্চিম বর্ধমান জেলা BJP - র পক্ষ থেকে আজ বিকেলে কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় । এই স্মারকলিপিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে , কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো রেশন সামগ্রীর সুষ্ঠু বণ্টন করতে হবে । আজ এই দাবি নিয়ে স্মারকলিপি দেন জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । সঙ্গে কয়েকজন প্রতিনিধি নিয়ে সামাজিক দূরত্ব মেনেই এই স্মারকলিপি দেওয়া হয় BDO - র কাছে ।

এবিষয়ে লক্ষ্মণবাবু বলেন , " যেভাবে চারিদিকে চাল চুরির ঘটনা ঘটছে । নদিয়াতে যেভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল বের করে পচা চাল বস্তায় ভরা হয়েছে ৷ তা দেখার পর আমরা চিন্তিত । প্রধানমন্ত্রী নিজে সবার জন্য চাল ও আটা পাঠিয়েছেন । কিন্তু সেই খাদ্যসামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ । তাই আমরা আজ BDO - কে জানিয়ে দিলাম আগামী দিনে যদি এখানে চাল ও আটা সুষ্ঠু বণ্টন না করা হয় ৷ তবে আমরা বহু মানুষ একসঙ্গে জমায়েত করে বৃহত্তর আন্দোলন করব । কারণ আমরা দেখছি মদের দোকানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । বহু মানুষ জমায়েত হচ্ছে । অথচ পুলিশ প্রশাসন নির্বিকার । "

দুর্গাপুর 5 মে : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন সামগ্রী পাঠানো হলেও মানুষ তা ঠিকমতো পাচ্ছে না ৷ এমনই অভিযোগ করে কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন BJP - র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । যদি এরপরেও আমজনতা রেশন সামগ্রী না পান তবে বিরাট জমায়েত করার হুমকি দিলেন তিনি ৷

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য রেশনে চাল ও আটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সেই মতো বহু জায়গায় কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশন সামগ্রী বিতরণ শুরু হয়েছে । কিন্তু কোথাও কোথাও ডিজিটাল রেশন কার্ড না থাকার কারণে অনেকেই এই রেশন সামগ্রী পাচ্ছেন না ৷ এমনকী, রেশনের চাল পাচারের মতো নিন্দনীয় ঘটনাও রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিন ঘটছে ।

পশ্চিম বর্ধমান জেলা BJP - র পক্ষ থেকে আজ বিকেলে কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় । এই স্মারকলিপিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে , কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো রেশন সামগ্রীর সুষ্ঠু বণ্টন করতে হবে । আজ এই দাবি নিয়ে স্মারকলিপি দেন জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । সঙ্গে কয়েকজন প্রতিনিধি নিয়ে সামাজিক দূরত্ব মেনেই এই স্মারকলিপি দেওয়া হয় BDO - র কাছে ।

এবিষয়ে লক্ষ্মণবাবু বলেন , " যেভাবে চারিদিকে চাল চুরির ঘটনা ঘটছে । নদিয়াতে যেভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল বের করে পচা চাল বস্তায় ভরা হয়েছে ৷ তা দেখার পর আমরা চিন্তিত । প্রধানমন্ত্রী নিজে সবার জন্য চাল ও আটা পাঠিয়েছেন । কিন্তু সেই খাদ্যসামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ । তাই আমরা আজ BDO - কে জানিয়ে দিলাম আগামী দিনে যদি এখানে চাল ও আটা সুষ্ঠু বণ্টন না করা হয় ৷ তবে আমরা বহু মানুষ একসঙ্গে জমায়েত করে বৃহত্তর আন্দোলন করব । কারণ আমরা দেখছি মদের দোকানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । বহু মানুষ জমায়েত হচ্ছে । অথচ পুলিশ প্রশাসন নির্বিকার । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.