দুর্গাপুর, 26 ডিসেম্বর : দুর্গাপুর নগরনিগমের 15 নম্বর ওয়ার্ডের ধুনরাপ্লট এলাকার একটি ক্লাবের দখলে থাকা খেলার মাঠে ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয় করতে চাইছিল বেশ কয়েকদিন ধরেই । স্থানীয় ক্লাবের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই পার্টি অফিসের কাজ বন্ধ করে দেয় । সেই ক্ষোভ থেকেই গতকাল রাতে প্রথমে ধুনরাপ্লটের ওই ক্লাবে বিজেপির পক্ষ থেকে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ।
এলাকাবাসীদের তরফে অভিযোগ, ভেঙে দেওয়া হয় ক্লাবের টিভি , লাইট-সহ বেশ কিছু আসবাবপত্র । ক্লাবের বেশকিছু সদস্যদের বেধড়ক মারধর করে বিজেপি নেতা-কর্মীরা । এরপর প্রায় 200 জন নেতাকর্মী স্থানীয় বিজেপি নেতা প্রবীর গরাইয়ের নেতৃত্বে আচমকা হামলা চালায় এলাকায় । বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর-সহ টোটো , মোটরবাইক ভেঙে ফেলে
এরপর গতকাল রাত থেকেই দুর্গাপুর থানার পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায় ৷ আজ সকালে ঘটনাস্থানে আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় , পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব , 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী-সহ দুর্গাপুর নগরনিগমের কয়েকজন কাউন্সিলর , এম আই সি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।
পুলিশে জানিয়েছে, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে । আজ সকালে এলাকার পরিস্থিতি একেবারে থমথমে হয়ে যায় । এলাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী ৷