আসানসোল,10 জুলাই : হাতে "মারবি যত বাড়ব তত" প্ল্যাকার্ড । আর মুখে জয়শ্রীরাম ও বন্দেমাতরম স্লোগান । মহিলা সদস্যদের উপর লাঠিচার্জের অভিযোগে আজ আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP মহিলা মোর্চা । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের BJP জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, BJP মহিলা মোর্চা সভাপতি আশা শর্মা সহ অন্য নেতৃত্ব ।
শুক্রবার আসানসোল পৌরনিগম ঘেরাও কর্মসূচি করে BJP-র যুব মোর্চা । মিছিল GT রোড ধরে যাওয়ার সময় তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ । অভিযোগ, যুব মোর্চার সদস্যরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয় । পালটা BJP-র যুব মোর্চার সদস্যরা ইট-পাটকেল ছোড়ে । এই ঘটনার পর বেশ কয়েকজন যুব মোর্চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
আজ এর প্রতিবাদেই কর্মসূচি পালন করে BJP মহিলা মোর্চা । আশা শর্মার অভিযোগ, "পুলিশ নির্মমভাবে BJP কর্মীদের উপরে অত্যাচার করেছে । মহিলাদের উপর লাঠিচার্জ করা হয়েছে । শুধু তাই নয়, BJP কর্মীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে অত্যাচার হয়েছে । এর প্রতিবাদে আজ দুপুরে আমরা আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালাম ।" পরে পুলিশকে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ তুলে নেয় মহিলা মোর্চার সদস্যরা ।
এবিষয়ে পুলিশ কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি ।