ETV Bharat / state

Durgapur BJP MLA: নিম্নচাপে বিপর্যস্ত মানুষ, দুর্গাপুরে ত্রিপল বিলি বিজেপি বিধায়কের - বিজেপি বিধায়ক

নিম্নচাপে বিপর্যস্ত দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা 11নং ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম (Durgapur West) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘড়ুই ৷

bjp mla distributed needful to Durgapur people
নিম্নচাপে বিপর্যস্ত মানুষ, দুর্গাপুরে ত্রিপল বিলি বিজেপি বিধায়কের
author img

By

Published : Oct 3, 2021, 8:38 PM IST

দুর্গাপুর, 3 অক্টোবর: গত মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে গভীর ভাবে ক্ষতিগ্রস্ত দুর্গাপুরের একাধিক অঞ্চল ৷ সেগুলির মধ্যে অন্যতম দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা 11নং ওয়ার্ড ৷ ওই ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে গরিবদের পাশে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা (Durgapur West) কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘড়ুই ৷

মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত ৷ সঙ্কটে আসানসোল-দুর্গাপুরের মানুষও ৷ 11 নম্বর ওয়ার্ডে রবিবার এলাকা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷ শতাধিক মানুষের মধ্যে ত্রিপল বিলি করেন তিনি ৷ আগামী দিনে দুঃস্থদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক ৷

আরও পড়ুন: Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের একাধিক অভিযোগ শোনেন বিজেপি বিধায়ক ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, "মাননীয়া ভবানীপুর ভোট নিয়েই ব্যস্ত ৷ মানুষের সমস্যা নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই তাঁর ৷" পাশাপাশি দুর্গাপুরের মেয়রের বিরুদ্ধেও তোপ দেগে তিনি বলেন, "এই 11 নম্বর ওয়ার্ড কুরুরিয়া ডাঙার এলাকাবাসীর ভোটে জয়লাভ করে তিনি পৌরপিতা হয়েছেন ৷ তার পরেও তাঁর এই উদাসীনতার কারণে আমি সত্যি লজ্জিত ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : বিরোধীদের সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ, জয়ের পর বললেন মমতা

দুর্গাপুর, 3 অক্টোবর: গত মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে গভীর ভাবে ক্ষতিগ্রস্ত দুর্গাপুরের একাধিক অঞ্চল ৷ সেগুলির মধ্যে অন্যতম দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা 11নং ওয়ার্ড ৷ ওই ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে গরিবদের পাশে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা (Durgapur West) কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘড়ুই ৷

মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত ৷ সঙ্কটে আসানসোল-দুর্গাপুরের মানুষও ৷ 11 নম্বর ওয়ার্ডে রবিবার এলাকা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷ শতাধিক মানুষের মধ্যে ত্রিপল বিলি করেন তিনি ৷ আগামী দিনে দুঃস্থদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক ৷

আরও পড়ুন: Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের একাধিক অভিযোগ শোনেন বিজেপি বিধায়ক ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, "মাননীয়া ভবানীপুর ভোট নিয়েই ব্যস্ত ৷ মানুষের সমস্যা নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই তাঁর ৷" পাশাপাশি দুর্গাপুরের মেয়রের বিরুদ্ধেও তোপ দেগে তিনি বলেন, "এই 11 নম্বর ওয়ার্ড কুরুরিয়া ডাঙার এলাকাবাসীর ভোটে জয়লাভ করে তিনি পৌরপিতা হয়েছেন ৷ তার পরেও তাঁর এই উদাসীনতার কারণে আমি সত্যি লজ্জিত ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : বিরোধীদের সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ, জয়ের পর বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.