আসানসোল, 3 জুলাই: তৃণমূল প্রার্থী দুই রাজ্যের ভোটার ! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রানিগঞ্জ ব্লকের জেমেরি গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথের তৃণমূল প্রার্থী পঙ্কজ কুমার যাদবের নামে । রানিগঞ্জের জেকে নগরের বাসিন্দা পঙ্কজ কুমারের এ রাজ্যে ও বিহারে ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ উঠেছে । বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তিনি ।
আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন পঙ্কজ কুমার যাদব । আর তাঁকে নিয়েই বিতর্ক ছড়িয়েছে । পঙ্কজ কুমার যাদব রানিগঞ্জের জেকে নগর এলাকায় বাস করেন । ওই এলাকারই ভোটার তিনি । ওই গ্রাম সংসদ থেকেই তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন । পঙ্কজ কুমার যাদবের বিহারেও আরও একটি ভোটার কার্ড আছে বলে অভিযোগ । বিহারের লক্ষ্মীসরাই জেলার 167 সুরোজগরা কেন্দ্রে পার্ট নম্বর 309 এবং সিরিয়াল নম্বর 277-এ নাম রয়েছে পঙ্কজ কুমার যাদবের । একদা বিহারের বাসিন্দা পঙ্কজ কুমারের সেখানেও ভোটার কার্ড আছে ।
বিষয়টির সাফাই দিয়ে পঙ্কজ কুমার যাদবের বক্তব্য, "আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি । বিহারে মাঝেমধ্যে যেতাম । দল যখন পঞ্চায়েত ভোটের প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তখন আমি জানতে পারি বিহারে ভোটার লিস্টে আমার নাম রয়েছে । জানার পরেই নির্বাচন কমিশনের কাছে বিহারে ভোটের তালিকায় নাম বাদ দেওয়ার জন্য আবেদন করি । আশা করছি সেটা বাদ হয়ে যাবে ।"
অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "কীভাবে এক ব্যক্তির দুই জায়গায় ভোটার কার্ড থাকতে পারে । দ্রুত পঙ্কজ কুমার যাদবের প্রার্থীপদ বাতিল করতে হবে নইলে আমি আদালতের দ্বারস্থ হব ।" আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি চঞ্চল মুখোপাধ্যায় জানান, বিরোধীরা পঙ্কজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে । 2022 সালে নির্বাচন কমিশনের কাছে বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল । বর্তমানে তার শুধুমাত্র এক জায়গাতেই নাম রয়েছে ।"
আরও পড়ুন : পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ অরূপ রায়ের বিরুদ্ধে, কর্মফল বলছেন মনোজ