ETV Bharat / state

পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে সৌমিত্র, কমিশনে অভিযোগ তৃণমূলের - car

পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন BJP প্রার্থী । নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল ।

সৌমিত্র খাঁ
author img

By

Published : Apr 27, 2019, 6:06 PM IST

Updated : Apr 28, 2019, 7:54 AM IST

দুর্গাপুর, 27 এপ্রিল: দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে । এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তৃণমূলের পশ্চিম বর্ধমানের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।

আজ পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে করে ইস্পাত নগরীর কুমরামঙ্গলম পার্কের একটি হোটেলে আসেন সৌমিত্র খাঁ । পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে করে ওই হোটেলে আসার জন্যই BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । যদিও এই অভিযোগ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে তাঁর গাড়ি বিকল হয়ে যায় । তাই কেন্দ্রীয় সুরক্ষাবাহিনীর জওয়ানদের গাড়িতেই ফিরে আসেন । উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে বেশ কিছু মামলার জেরে সৌমিত্র খাঁর বাঁকুড়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই তিনি এই হোটেলটিতে বর্তমানে থাকছেন ।

দেখুন ভিডিয়ো

বিষয়টি পশ্চিম বর্ধমান তৃণমূলের কার্যকরী সভাপতি জানান, মোদির বাবুর চ্যালারা সংবিধান মানেন না। তাঁরা সংবিধান জানেন না । তাঁদের জানা উচিত, পুলিশ ছাড়া পুলিশের গাড়িতে ওঠা যায় না । আর সংসদ থাকবেন না, এটা বুঝতে পেরে পুলিশ স্টিকার দেওয়া গাড়িতে চড়ছেন । হেরে যাওয়ার পরও পুলিশ স্টিকার দেওয়া গাড়িতে চড়বেন । এ বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে । তিনি আরও বলেন,মোদিবাবুর লোকেরা ঝাড়খণ্ডের মতোই এরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে ।
এর আগে 3 মার্চ BJP-বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুরে BJP-র রাজ্য সভাপতি পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে চড়ে আসেন ।

দুর্গাপুর, 27 এপ্রিল: দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে । এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তৃণমূলের পশ্চিম বর্ধমানের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।

আজ পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে করে ইস্পাত নগরীর কুমরামঙ্গলম পার্কের একটি হোটেলে আসেন সৌমিত্র খাঁ । পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে করে ওই হোটেলে আসার জন্যই BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । যদিও এই অভিযোগ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে তাঁর গাড়ি বিকল হয়ে যায় । তাই কেন্দ্রীয় সুরক্ষাবাহিনীর জওয়ানদের গাড়িতেই ফিরে আসেন । উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে বেশ কিছু মামলার জেরে সৌমিত্র খাঁর বাঁকুড়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই তিনি এই হোটেলটিতে বর্তমানে থাকছেন ।

দেখুন ভিডিয়ো

বিষয়টি পশ্চিম বর্ধমান তৃণমূলের কার্যকরী সভাপতি জানান, মোদির বাবুর চ্যালারা সংবিধান মানেন না। তাঁরা সংবিধান জানেন না । তাঁদের জানা উচিত, পুলিশ ছাড়া পুলিশের গাড়িতে ওঠা যায় না । আর সংসদ থাকবেন না, এটা বুঝতে পেরে পুলিশ স্টিকার দেওয়া গাড়িতে চড়ছেন । হেরে যাওয়ার পরও পুলিশ স্টিকার দেওয়া গাড়িতে চড়বেন । এ বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে । তিনি আরও বলেন,মোদিবাবুর লোকেরা ঝাড়খণ্ডের মতোই এরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে ।
এর আগে 3 মার্চ BJP-বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুরে BJP-র রাজ্য সভাপতি পুলিশ স্টিকার সাঁটা গাড়িতে চড়ে আসেন ।

Intro:একেই বোধহয় বলা হয় ""ওস্তাদের মার শেষ রাতে ""।বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের মোট প্রার্থী সংখ্যা 6 জন। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডাক্তার মমতাজ সংঘমিতা, বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী রনজিত মুখোপাধ্যায় । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একদিকে যেমন গ্রামীণ কৃষি অঞ্চল, অন্যদিকে দুর্গাপুর শিল্পাঞ্চল। এর আগে প্রচারে শিল্পাঞ্চল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম) ও বিজেপি প্রার্থীদের কে প্রচারে ঝড় তুলতে দেখা গেলেও ঠিক তেমন ভাবে প্রচার করতে দুর্গাপুরে দেখা যায়নি কংগ্রেস প্রার্থী রনজিত মুখার্জ্জীকে। আজ প্রচারের শেষ দিনে কংগ্রেস প্রার্থী রনজিত মুখোপাধ্যায় তাঁর প্রচারে ঝড় তুললেন। আজ সকাল ৮.৩০ মিনিটে বিধাননগর হাউসিং ২৬ নং ওয়ার্ড থেকে শ্যামপুর মোড় ৪৩ নং ওয়ার্ড পর্য্ন্ত রোড-শো তে অংশ নিলেন কংগ্রেস প্রার্থী।বৈশাখের তীব্র দাবদাহে কংগ্রেস কর্মীসমর্থকেরা প্রায় ৪০ টি টোটো তে চড়ে এই দীর্ঘ পথে রোড-শো তে অংশ নেন। কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি উপস্থিত থেকে আজ উনার প্রচার অভিযান শেষ করবেন দূর্গাপুরেই এমনটা জানালেন খোদ কংগ্রেস প্রার্থী।আজ শেষদিনের প্রচারে দুর্গাপুর পুরসভা এলাকার সিংহভাগ ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বর্নাঢ্য প্রচার দেখলেন শিল্পাঞ্চল এর গনদেবতারা।।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 28, 2019, 7:54 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.