ETV Bharat / state

BJP book Multiplex for Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখতে দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করল বিজেপি - The Kashmir Files

পারলে সময় করে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখুন । রোজই এই বার্তা দিচ্ছে গেরুয়াশিবির ৷ এবার দুর্গাপুরে এই সিনেমা দেখার জন্য গোটা মাল্টিপ্লেক্স বুক করে ফেললেন বিজেপির কর্মী-সমর্থকরা (BJP book whole Cinema Hall in Durgapur) ৷

Cinema Hall
গোটা মাল্টিপ্লেক্স বুক করে ফেলল বিজেপির কর্মী-সমর্থকরা
author img

By

Published : Mar 21, 2022, 4:04 PM IST

দুর্গাপুর, 21 মার্চ : কাশ্মীর ফাইলস দেখার জন্য দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করে ফেললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ ‘সিনেমা হল দখল করে বিজেপি এবং আরএসএস কর্মীদের ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সিনেমা দেখার নামে দাঙ্গা করতে চাইছে দুর্গাপুরের বুকে ৷’ এই অভিযোগ এল তৃণমূল ও সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে (BJP book whole Cinema Hall in Durgapur) ।

দেশজুড়ে ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ । বক্স অফিস মাত করেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মিত এই চলচ্চিত্র । যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা । তার মধ্যেই একদিনের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারের মাল্টিপ্লেক্স বুক করলেন বিজেপি কর্মী-সমর্থকরা । ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখরিত গোটা এলাকা । তিনশোরও বেশি বিজেপি কর্মীদের জন্য বুকিং করা হয় মাল্টিপ্লেক্স ।

আরও পড়ুন : জগন্নাথ-দিলীপের পর শুভেন্দু, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার বার্তা বিরোধী দলনেতার

বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাজনীতিবিদদের উর্ধ্বে উঠে আমরা এই কাজ করতে চেয়েছি ৷ দেশের উর্ধ্বে কেউ নয় ৷ যারা দেশবিরোধী কাজ করবে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে ।’’ সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় বলেন, ‘‘ধর্মের সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিজেপি । আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই চলচ্চিত্র ৷’’ একই সুর দুর্গাপুর নগরনিগমের ডেপুটি মেয়র তৃণমূলের অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ৷ তাঁর অভিযোগ, ‘‘সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি । শহরের বুকে সিনেমাহল দখল করে বিজেপি কর্মীদের সিনেমা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে ৷’’

দুর্গাপুর, 21 মার্চ : কাশ্মীর ফাইলস দেখার জন্য দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করে ফেললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ ‘সিনেমা হল দখল করে বিজেপি এবং আরএসএস কর্মীদের ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সিনেমা দেখার নামে দাঙ্গা করতে চাইছে দুর্গাপুরের বুকে ৷’ এই অভিযোগ এল তৃণমূল ও সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে (BJP book whole Cinema Hall in Durgapur) ।

দেশজুড়ে ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ । বক্স অফিস মাত করেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মিত এই চলচ্চিত্র । যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা । তার মধ্যেই একদিনের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারের মাল্টিপ্লেক্স বুক করলেন বিজেপি কর্মী-সমর্থকরা । ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখরিত গোটা এলাকা । তিনশোরও বেশি বিজেপি কর্মীদের জন্য বুকিং করা হয় মাল্টিপ্লেক্স ।

আরও পড়ুন : জগন্নাথ-দিলীপের পর শুভেন্দু, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার বার্তা বিরোধী দলনেতার

বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাজনীতিবিদদের উর্ধ্বে উঠে আমরা এই কাজ করতে চেয়েছি ৷ দেশের উর্ধ্বে কেউ নয় ৷ যারা দেশবিরোধী কাজ করবে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে ।’’ সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় বলেন, ‘‘ধর্মের সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিজেপি । আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই চলচ্চিত্র ৷’’ একই সুর দুর্গাপুর নগরনিগমের ডেপুটি মেয়র তৃণমূলের অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ৷ তাঁর অভিযোগ, ‘‘সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি । শহরের বুকে সিনেমাহল দখল করে বিজেপি কর্মীদের সিনেমা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.