ETV Bharat / state

বিদ্যুতের বিল মুকুবের দাবিতে BJP-র ধরনা আসানসোলে - আসানসোলে BJP-র ধরনা

লকডাউনের কারণে আসানসোলে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ে আছে ৷ সেক্ষেত্রে , কারখানার মালিকরা বিদ্যুৎ বিল দিতে পারবেন না ৷ সেই কারণে আজ BJP-র পক্ষ থেকে অবস্থান করে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানানো হল ৷

Asansol
আসানসোল
author img

By

Published : May 2, 2020, 7:43 PM IST

আসানসোল , 2 মে : লকডাউনের কারণে বহু ছোটো কলকারখানায় উৎপাদন বন্ধ ৷ ফলে উপার্জন নেই গরিব মানুষদের । সেই কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবিতে BJP ধরনা শুরু করল । বারাবনির নুনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অবস্থানে শামিল হন BJP নেতাকর্মীরা ।

কোরোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন চলছে । এই রাজ্য এবং আসানসোলেও লকডাউনের কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ে আছে । ফলে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে । অন্যদিকে , শিল্প কারখানা বন্ধ হয়ে থাকার ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন । রোজগারহীন হয়ে বাড়িতে বসে আছেন অনেক লোক । ফলে একদিকে এই অবস্থায় যেমন কারখানার মালিকরা বিদ্যুৎ বিল দিতে পারবেন না , তেমনি তার পাশাপাশি মধ্যবিত্ত এবং দুস্থ পরিবারের একটা শ্রেণির বিদ্যুৎ বিল মুকুব করলে তাঁরা উপকৃত হবেন । সেই কারণে আজ BJP-র পক্ষ থেকে অবস্থান করে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানানো হল ।

BJP-র যুব মোর্চার নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে এই আন্দোলন হয় । অরিজিৎ রায় বলেন , "রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ৷ তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে । আগামী দিনে বিদ্যুৎ বিল মকুবের এই আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে আমরা এগোচ্ছি ।
লকডাউনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি উঠেছে । সরকার ইতিমধ্যেই বেশ কিছু দাবি মেনেছে । এবার বিদ্যুতের বিল মুকুব করার দাবি উঠল ।

আসানসোল , 2 মে : লকডাউনের কারণে বহু ছোটো কলকারখানায় উৎপাদন বন্ধ ৷ ফলে উপার্জন নেই গরিব মানুষদের । সেই কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবিতে BJP ধরনা শুরু করল । বারাবনির নুনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অবস্থানে শামিল হন BJP নেতাকর্মীরা ।

কোরোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন চলছে । এই রাজ্য এবং আসানসোলেও লকডাউনের কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ে আছে । ফলে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে । অন্যদিকে , শিল্প কারখানা বন্ধ হয়ে থাকার ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন । রোজগারহীন হয়ে বাড়িতে বসে আছেন অনেক লোক । ফলে একদিকে এই অবস্থায় যেমন কারখানার মালিকরা বিদ্যুৎ বিল দিতে পারবেন না , তেমনি তার পাশাপাশি মধ্যবিত্ত এবং দুস্থ পরিবারের একটা শ্রেণির বিদ্যুৎ বিল মুকুব করলে তাঁরা উপকৃত হবেন । সেই কারণে আজ BJP-র পক্ষ থেকে অবস্থান করে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানানো হল ।

BJP-র যুব মোর্চার নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে এই আন্দোলন হয় । অরিজিৎ রায় বলেন , "রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ৷ তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে । আগামী দিনে বিদ্যুৎ বিল মকুবের এই আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে আমরা এগোচ্ছি ।
লকডাউনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি উঠেছে । সরকার ইতিমধ্যেই বেশ কিছু দাবি মেনেছে । এবার বিদ্যুতের বিল মুকুব করার দাবি উঠল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.