ETV Bharat / state

BJP এজেন্ট বুথ ছাড়া, বসিয়ে দিয়ে এলেন বাবুল - tmc

আসানসোলের জামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 170 নম্বর বুথে BJP এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পরে বাবুল সুপ্রিয় তাঁকে বুথে গিয়ে বসিয়ে দিয়ে আসেন ।

এজেন্টের সঙ্গে বাবুল
author img

By

Published : Apr 29, 2019, 2:22 PM IST

Updated : Apr 29, 2019, 2:29 PM IST

আসানসোল, 29 এপ্রিল : আসানসোলে বুথ থেকে এক BJP এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে । পরে বাবুল সুপ্রিয় গিয়ে ওই এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন । আসানসোলের জামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 170 নম্বর বুথের ঘটনা ।

আজ সকালে জামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 170 নম্বর বুথের BJP এজেন্ট মিলন কুমার দাসকে বের করে দেওয়া হয় । খবর পেয়েই বুথে যান বাবুল । দেখেন বুথের সামনে 20-30 জন তৃণমূলকর্মী বুথ জ্যাম করে রেখেছে । বাবুলকে দেখেই তারা সরে যায় । এরপর বুথে নিজেদের এজেন্টকে বসিয়ে দেন বাবুল ।

শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

অভিযোগ, বুথে সেন্ট্রাল ফোর্স থাকা সত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এছাড়া পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে BJP ।

আসানসোল, 29 এপ্রিল : আসানসোলে বুথ থেকে এক BJP এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে । পরে বাবুল সুপ্রিয় গিয়ে ওই এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন । আসানসোলের জামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 170 নম্বর বুথের ঘটনা ।

আজ সকালে জামগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 170 নম্বর বুথের BJP এজেন্ট মিলন কুমার দাসকে বের করে দেওয়া হয় । খবর পেয়েই বুথে যান বাবুল । দেখেন বুথের সামনে 20-30 জন তৃণমূলকর্মী বুথ জ্যাম করে রেখেছে । বাবুলকে দেখেই তারা সরে যায় । এরপর বুথে নিজেদের এজেন্টকে বসিয়ে দেন বাবুল ।

শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

অভিযোগ, বুথে সেন্ট্রাল ফোর্স থাকা সত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এছাড়া পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে BJP ।

Last Updated : Apr 29, 2019, 2:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.