ETV Bharat / state

Illegal Water Supply: জল চুরির ট্যাংকারে মুখ্যমন্ত্রীর ছবি, ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর - Bengal Panchayat minister Pradip Majumdar

অবৈধভাবে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে জল চুরির অভিযোগ পশ্চিম বর্ধমানে ৷ যে ট্যাংকারে সেই জল নিয়ে যাওয়া হচ্ছে, তাতে আবার রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ৷ এই নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ।

Illegal Water Supply
Illegal Water Supply
author img

By

Published : Jun 5, 2023, 3:25 PM IST

জল চুরির ট্যাংকারে মুখ্যমন্ত্রীর ছবি, ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 6 জুন: চুরির জল সরবরাহ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ট্যাংকারে । ক্ষোভ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ধবনি বাসস্ট্যান্ড এলাকার একটি কৃষিজ সামগ্রীর দোকানের পাশের গুদামের ভেতর সাবমার্সিবল পাম্পের মাধমে ভূ-গর্ভস্থ জল তোলা হচ্ছে । তারপর জানালার মধ্যে পাইপ রেখে সেই জল ট্যাংকারে ভরা হচ্ছে৷ তারপরেই হচ্ছে সরবরাহ । যে ট্যাংকারে জল নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সাঁটানো রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ৷ অভিযোগ, অবৈধভাবে ওই জল তোলা হচ্ছে ৷ ওই জল বিক্রির অভিযোগ উঠছে হারাধন ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ।

Illegal Water Supply
অবৈধভাবে জল তোলা হচ্ছে ট্যাংকারে

হারাধরণ ঘোষকে পাওয়া না গেলেও ট্যাংকারের মালিক শাহ আলম তরফদারের দাবি, তাঁরা বৈধভাবেই করছেন সবকিছু । ভূগর্ভস্থ জল তোলার জন্য সবমার্সিবেলের অনুমতি নেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে । যদিও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেন কিস্কু ফোনে জানান, পঞ্চায়েতের কোনও অনুমতি নেই । তাঁরা কিছুদিন আগেই ওই সাবমার্সিবল বন্ধ করেছিলেন । আবার অভিযান চালানো হবে বলেও জানান ।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তাহলে বরদাস্ত করা হবে না । স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে, খতিতে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Illegal Water Supply
অবৈধভাবে জল তোলা হচ্ছে ট্যাংকারে

ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে দুর্গাপুর মহকুমার রেড জোন বলে চিহ্নিত ছিল সরকারি এসডাব্লউআইডি-র খাতায় । তার পরও অবৈধভাবে জল তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ শুধু ধবনি নয়, এর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বিজরা ও ধবনি গ্রামের মাঝে শ্মশানের পাশেও ফাঁকা জমিতে সাবমারসিবল পাম্প বসানো হয়েছে বলে অভিযোগ । সেখান থেকেও অবাধে জল চুরি হচ্ছে সারাদিন । কয়েক বছর আগে এসডাব্লউআইডি-র প্রতিনিধিরা পুলিশকে সঙ্গে নিয়ে এই এলাকায় অভিযান চালিয়েছিলেন । বন্ধ করে দেওয়া হয়েছিল এই অবৈধ সাবমারসিবল পাম্পগুলি । কিন্তু আবার যে কে সেই ।

উল্লেখ্য, এইভাবে যত্রতত্র অনুমোদনহীন সাবমারসিবল পাম্প বসিয়ে দেওয়ার কারণে আশপাশের গ্রামগুলিতে পুকুরে, কুয়োতে জল একেবারে নেই বললেই হয় । রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে দ্রুত কথা বলবেন ও দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন বলেও জানান ।

আরও পড়ুন: জলের অভাবে 2 দিন ধরে বন্ধ মিড-ডে মিল, সমস্যায় খুদে পড়ুয়ারা

জল চুরির ট্যাংকারে মুখ্যমন্ত্রীর ছবি, ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 6 জুন: চুরির জল সরবরাহ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ট্যাংকারে । ক্ষোভ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ধবনি বাসস্ট্যান্ড এলাকার একটি কৃষিজ সামগ্রীর দোকানের পাশের গুদামের ভেতর সাবমার্সিবল পাম্পের মাধমে ভূ-গর্ভস্থ জল তোলা হচ্ছে । তারপর জানালার মধ্যে পাইপ রেখে সেই জল ট্যাংকারে ভরা হচ্ছে৷ তারপরেই হচ্ছে সরবরাহ । যে ট্যাংকারে জল নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সাঁটানো রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ৷ অভিযোগ, অবৈধভাবে ওই জল তোলা হচ্ছে ৷ ওই জল বিক্রির অভিযোগ উঠছে হারাধন ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ।

Illegal Water Supply
অবৈধভাবে জল তোলা হচ্ছে ট্যাংকারে

হারাধরণ ঘোষকে পাওয়া না গেলেও ট্যাংকারের মালিক শাহ আলম তরফদারের দাবি, তাঁরা বৈধভাবেই করছেন সবকিছু । ভূগর্ভস্থ জল তোলার জন্য সবমার্সিবেলের অনুমতি নেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে । যদিও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেন কিস্কু ফোনে জানান, পঞ্চায়েতের কোনও অনুমতি নেই । তাঁরা কিছুদিন আগেই ওই সাবমার্সিবল বন্ধ করেছিলেন । আবার অভিযান চালানো হবে বলেও জানান ।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তাহলে বরদাস্ত করা হবে না । স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে, খতিতে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Illegal Water Supply
অবৈধভাবে জল তোলা হচ্ছে ট্যাংকারে

ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে দুর্গাপুর মহকুমার রেড জোন বলে চিহ্নিত ছিল সরকারি এসডাব্লউআইডি-র খাতায় । তার পরও অবৈধভাবে জল তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ শুধু ধবনি নয়, এর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বিজরা ও ধবনি গ্রামের মাঝে শ্মশানের পাশেও ফাঁকা জমিতে সাবমারসিবল পাম্প বসানো হয়েছে বলে অভিযোগ । সেখান থেকেও অবাধে জল চুরি হচ্ছে সারাদিন । কয়েক বছর আগে এসডাব্লউআইডি-র প্রতিনিধিরা পুলিশকে সঙ্গে নিয়ে এই এলাকায় অভিযান চালিয়েছিলেন । বন্ধ করে দেওয়া হয়েছিল এই অবৈধ সাবমারসিবল পাম্পগুলি । কিন্তু আবার যে কে সেই ।

উল্লেখ্য, এইভাবে যত্রতত্র অনুমোদনহীন সাবমারসিবল পাম্প বসিয়ে দেওয়ার কারণে আশপাশের গ্রামগুলিতে পুকুরে, কুয়োতে জল একেবারে নেই বললেই হয় । রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে দ্রুত কথা বলবেন ও দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন বলেও জানান ।

আরও পড়ুন: জলের অভাবে 2 দিন ধরে বন্ধ মিড-ডে মিল, সমস্যায় খুদে পড়ুয়ারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.