রানিগঞ্জ ,12 এপ্রিল : জলের দাবিতে ভোট বয়কটের ডাক রানিগঞ্জের চাপই গ্রামের বাসিন্দাদের । "আগে জল তারপর ভোট" স্লোগান দিয়ে ভোট বয়কটের ডাক দেওয়া হয়ছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে জলকষ্টে ভুগছেন গ্রামের বাসিন্দারা ৷ রাস্তার ধারের কল থেকে জল পড়ে না ৷ গ্রামের পুকুরগুলিও প্রায় শুকিয়ে গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দা রমেশ মণ্ডল বলেন, "গত একমাস ধরে জলের সমস্যা গোটা গ্রামে । বাড়ি বাড়ি জলের পাইপলাইন দিলেও জল পাওয়া যাচ্ছে না ৷ এমনকি রাস্তার ধারের কলগুলি থেকেও জল পাওয়া যাচ্ছে না ৷ পুকুরের জল শুকিয়ে গিয়েছে ৷ যদি জলের সমস্যার সমাধান না হয় , তাহলে আমরা ভোট দেব না ৷ "
এবিষয়ে জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরে রাম সিং বলেন, "এটা একেবারে মিথ্যা অভিযোগ ৷ গ্রামের কয়েকটি জায়গা ছাড়া সব জায়গায় জলের ব্যবস্থা রয়েছে ৷ গ্রামের মানুষের দাবি আমি শুনেছি ৷ তাঁদের দাবি, জলের গতি নিয়ে ৷ পাইপলাইনের কাজ চলছে ৷ মাঝে লকডাউনের জন্য কাজ বন্ধ ছিল ৷ আবার চালু হয়েছে ৷ খুব দ্রুত সমস্যার সমাধান মিলবে ৷"
আরও পড়ুুন : ভাটপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ