ETV Bharat / state

এইসব রাজনৈতিক নেতাদের একদিন ল্যাম্পপোস্টে ঝোলাব : নচিকেতা - singer nachiketa attacks politician

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের আদিবাসী, দুস্থদের বাড়ি গিয়ে পাত পেড়ে খেতে দেখা গিয়েছে ।

nachiketa
nachiketa
author img

By

Published : Mar 31, 2021, 3:27 PM IST

আসানসোল, 31 মার্চ : ভোটের সময় খোলা মঞ্চে বিতর্কিত মন্তব্য শিল্পী নচিকেতার । দলবদলু রাজনৈতিক নেতাদের কড়া স্বরে ব্যঙ্গ করলেন শিল্পী । নিজেকে সাধারণ মানুষ দাবি করে বললেন, "একদিন আমাদের মত সাধারণ মানুষেরাই এই রাজনৈতিক নেতাদের ল্যাম্পপোস্টে ঝোলাব ।"

সম্প্রতি বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে মদন মিত্রের সমর্থনে হওয়া একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নচিকেতা । অনুষ্ঠানের শুরুতে মঞ্চেই মদন মিত্রকে পা ছুঁয়ে প্রণাম করেন শিল্পী । তারপরেই বলেন "নচিকেতার মাথা কিন্তু সবার সামনে ঝোঁকে না ।" এরপর অনুষ্ঠানে তাঁর বিখ্যাত ব্যঙ্গার্থক গান 'আমি মুখ্যু সুখ্য মানুষ' গেয়ে ওঠেন । যদিও গান সম্পূর্ণ করেননি তিনি । গান মাঝপথে থামিয়েই দলবদল করা রাজনৈতিক নেতাদের ঝামা ঘষে দেন নচিকেতা ।

আরও পড়ুন : গানের মঞ্চে 'কুকথায়' রাজনৈতিক নেতাদের আক্রমণ নচিকেতার

খোলা মঞ্চেই নচিকেতা বলেন, "কোনও আদর্শ বলে বিষয় নেই ৷ সব রাজনৈতিক নেতারাই দালাল ।"

শুনুন নচিকেতার মন্তব্য

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের আদিবাসী, দুস্থদের বাড়ি গিয়ে পাত পেড়ে খেতে দেখা গিয়েছে । সেটাকে ব্যঙ্গ করে তিনি বলেন, "এখন সবাই বাড়ি বাড়ি খেতে শুরু করেছেন । আসলে হোটেল থেকে খাবারগুলো দিয়ে যায় । সেটা অনেকেই জানে না ।"

শেষে নচিকেতা দর্শকদের উদ্দেশে বলেন, "এইসব পলিটিশিয়ান, রাজনৈতিক নেতাদের আপনারা ভালো করে চিনে নিন । পৃথিবীর ইতিহাস বলে দিচ্ছে, আমাদের মতো মাটিতে থাকা মানুষদেরই একদিন জয় হবে । এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত পলিটিশিয়ানদের আমরা ল্যাম্পপোস্টে ঝোলাব ।"

আসানসোল, 31 মার্চ : ভোটের সময় খোলা মঞ্চে বিতর্কিত মন্তব্য শিল্পী নচিকেতার । দলবদলু রাজনৈতিক নেতাদের কড়া স্বরে ব্যঙ্গ করলেন শিল্পী । নিজেকে সাধারণ মানুষ দাবি করে বললেন, "একদিন আমাদের মত সাধারণ মানুষেরাই এই রাজনৈতিক নেতাদের ল্যাম্পপোস্টে ঝোলাব ।"

সম্প্রতি বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে মদন মিত্রের সমর্থনে হওয়া একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নচিকেতা । অনুষ্ঠানের শুরুতে মঞ্চেই মদন মিত্রকে পা ছুঁয়ে প্রণাম করেন শিল্পী । তারপরেই বলেন "নচিকেতার মাথা কিন্তু সবার সামনে ঝোঁকে না ।" এরপর অনুষ্ঠানে তাঁর বিখ্যাত ব্যঙ্গার্থক গান 'আমি মুখ্যু সুখ্য মানুষ' গেয়ে ওঠেন । যদিও গান সম্পূর্ণ করেননি তিনি । গান মাঝপথে থামিয়েই দলবদল করা রাজনৈতিক নেতাদের ঝামা ঘষে দেন নচিকেতা ।

আরও পড়ুন : গানের মঞ্চে 'কুকথায়' রাজনৈতিক নেতাদের আক্রমণ নচিকেতার

খোলা মঞ্চেই নচিকেতা বলেন, "কোনও আদর্শ বলে বিষয় নেই ৷ সব রাজনৈতিক নেতারাই দালাল ।"

শুনুন নচিকেতার মন্তব্য

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের আদিবাসী, দুস্থদের বাড়ি গিয়ে পাত পেড়ে খেতে দেখা গিয়েছে । সেটাকে ব্যঙ্গ করে তিনি বলেন, "এখন সবাই বাড়ি বাড়ি খেতে শুরু করেছেন । আসলে হোটেল থেকে খাবারগুলো দিয়ে যায় । সেটা অনেকেই জানে না ।"

শেষে নচিকেতা দর্শকদের উদ্দেশে বলেন, "এইসব পলিটিশিয়ান, রাজনৈতিক নেতাদের আপনারা ভালো করে চিনে নিন । পৃথিবীর ইতিহাস বলে দিচ্ছে, আমাদের মতো মাটিতে থাকা মানুষদেরই একদিন জয় হবে । এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত পলিটিশিয়ানদের আমরা ল্যাম্পপোস্টে ঝোলাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.