জামুড়িয়া, 14 এপ্রিল : জয় শ্রীরাম ও গো ব্যাক স্লোগানে সাময়িক ব্যহত হল সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষের পথসভা ৷ ঘটনায় বিজেপির এক কর্মীকে আটক ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার 32 নম্বর ওয়ার্ডের নিউ সাতগ্রাম কোলিয়ারি এলাকায় ৷
জানা গেছে, ঐশীর পথ সভা চলছিল ৷ তারই মাঝে বিজেপির কয়েকজন কর্মী-সমর্থকরা পথসভায় ঢুকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে ৷ এর পাশাপাশি ঐশীকে গো ব্যাক স্লোগানও দেয় ৷ ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ ঐশী ঘোষ কিছুক্ষণের জন্য পথসভা স্থগিত রাখে ৷
আরও পড়ুন : ষষ্ঠ দফায় 22% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, লাল সতর্কতা কেন্দ্র 12
খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ তারপর পথসভা ফের শুরু হয় ৷ ঐশী নিজের অ্যাকাউন্টে ঘটনার ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে ৷
অন্যদিকে আজ সকালে জামুড়িয়া থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি প্রার্থী তাপস রায় ৷ দলীয় কর্মীকে মুক্ত করার জন্য প্রতিবাদ দেখাতে থাকে বিজেপি কর্মীরা ৷