দুর্গাপুর, 19 মার্চ : বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ ৷ কিন্তু এই বিক্ষোভকে আমল দিতে নারাজ কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী ৷ শুক্রবার তাঁকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে প্রচারে দেখা গেল ৷
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নব্য বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী । বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তাকে প্রার্থী করা নিয়ে আদি বিজেপির নেতা কর্মীরা স্টিল টাউনশীপের বিজেপির কার্য্যালয়ে তালা ঝোলায় । দলীয় কর্মীদের ক্ষোভ শুক্রবার সকাল থেকেও অব্যাহত । দীপ্তাংশু চৌধুরীর প্রার্থীপদ বাতিলের জোরালো দাবি নিয়ে একদিকে স্টিল টাউনশীপের বিজেপি শ্রমিক সংগঠনের কার্য্যালয়ে ৷ অন্যদিকে শুক্রবার সকাল থেকেই প্রচারে নামলেন তিনি ।
আরও পড়ুন : জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় উত্তাল পাণ্ডবেশ্বর
বাঁশকোপা গ্রামে নিজেই তুলি ধরে পদ্মফুল আঁকলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী দীপ্তাংশু চৌধুরী । এলাকার বিজেপি কর্মী ও সমর্থকরা তাঁকে মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন । বিক্ষোভ প্রসঙ্গে দীপ্তাংশু চৌধুরী বলেন,"16-17 জনের বিক্ষোভের এক ঘণ্টা পরেই দূর্গাপুর পূর্বের যুবক-যুবতীরা দেড় হাজার মোটর সাইকেল নিয়ে মিছিল করেছিল ৷ বুঝিয়ে দিয়েছিল মানুষ দীপ্তাংশু চৌধুরীকেই চাই ।"