দুর্গাপুর, 25 এপ্রিল : রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার নির্বাচন । পশ্চিম বর্ধমানের 276 নং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোট রয়েছে আগামীকাল । এই বিধানসভার কাঁকসা ব্লকের বিরুডিহা বিদ্যালয়ে 256, 257, 258 ও 259 এই চারটি বুথ আছে। আর এই চারটি বুথে ভোট পরিচালনার দায়িত্বে যাঁরা থাকছেন তাঁরা সকলেই মহিলা ।
স্বাভাবিকভাবেই এই মহিলা ভোটকর্মীরা ভোটের হিংসা নিয়ে ভীত ছিলেন ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের ভোটে হিংসার ছবি এখনও চোখে ভাসে । কিন্তু সেসব ভোট হিংসার কথা ভুলে কাঁকসার আশাকর্মীরা ব্লক প্রশাসনের সহযোগিতায় বিরুডিহা বিদ্যালয়ে 256, 257, 258 ও 259 চারটি বুথকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন । যাতে ভোটগ্রহণে আসা মহিলা ভোটকর্মীদের মনোবল চাঙ্গা থাকে । এই রকম একটি সুন্দর পরিবেশ দেখে খুশি মহিলা ভোটকর্মীরাও ।
আরও পড়ুন : কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের
বুথে ঢোকার আগে স্কুলের প্রধান গেট ও অনান্য গেটগুলিকে কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে । মহিলা ভোটকর্মীরা আজ আসা মাত্রই আশাকর্মীরা তাঁদের কপালে চন্দনের তিলক পরিয়ে বরণ করেন । কোভিড পরিস্থিতিতে স্যানিটাইজ়ার, থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন আশাকর্মীরা ৷