জামুড়িয়া, 16 এপ্রিল : জেলায় জেলায় ভাঙন অব্যাহত ৷ নির্বাচন শুরু হয়ে গেলেও দলবদলের হিড়িক শেষ হয়নি ৷ এবার দলের প্রতি আস্থা হারিয়ে জামুড়িয়ার 1 নম্বর ব্লকে 400 জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন পদ্মশিবিরে ৷ বিজেপির পতাকা হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র ৷
গতকাল একটি পাঁচতারা হোটেলে জামুড়িয়ার 1 নম্বর ব্লকের যুব নেতা তাঁর 400 জন কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন পদ্মশিবিরে ৷ দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে অলোক দাস বললেন, " তৃণমূল ছাপ্পা ভোট করেছে । পঞ্চায়েত ভোট থেকে শুরু করে কর্পোরেশন ভোটে ৷ অন্যদিকে বিজেপি স্বচ্ছ দল ৷ তাই এই দলে যোগ দিলাম ৷ "
আরও পড়ুন : বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র বললেন, " তৃণমূল একটা ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে ৷ দলের প্রতি আস্থা হারিয়ে অমিত শাহ , নরেন্দ্র মোদির দলে যোগ দিলেন অলোক দাস ৷ পাশাপাশি একটা বড় সংখ্যার কর্মী সমর্থকরাও দলে যোগ দিলেন ৷ "