ETV Bharat / state

জামুড়িয়ায় জোড়াফুল ছেড়ে তৃণমূল যুব নেতাসহ 400 জনের পদ্ম যোগ - west bengal assembly election 2021

দলের প্রতি আস্থা হারিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন জামুড়িয়ার 1 নম্বর ব্লকের যুব নেতা অলোক দাস ও তাঁর 400 জন অনুগামী ৷ গতকাল ওঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নরোত্তম মিশ্র ৷

নরোত্তম মিশ্রর হাত ধরে বিজেপিতে যোগদান
নরোত্তম মিশ্রর হাত ধরে বিজেপিতে যোগদান
author img

By

Published : Apr 16, 2021, 9:19 AM IST

Updated : Apr 16, 2021, 11:00 AM IST

জামুড়িয়া, 16 এপ্রিল : জেলায় জেলায় ভাঙন অব্যাহত ৷ নির্বাচন শুরু হয়ে গেলেও দলবদলের হিড়িক শেষ হয়নি ৷ এবার দলের প্রতি আস্থা হারিয়ে জামুড়িয়ার 1 নম্বর ব্লকে 400 জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন পদ্মশিবিরে ৷ বিজেপির পতাকা হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

গতকাল একটি পাঁচতারা হোটেলে জামুড়িয়ার 1 নম্বর ব্লকের যুব নেতা তাঁর 400 জন কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন পদ্মশিবিরে ৷ দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে অলোক দাস বললেন, " তৃণমূল ছাপ্পা ভোট করেছে । পঞ্চায়েত ভোট থেকে শুরু করে কর্পোরেশন ভোটে ৷ অন্যদিকে বিজেপি স্বচ্ছ দল ৷ তাই এই দলে যোগ দিলাম ৷ "

আরও পড়ুন : বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র বললেন, " তৃণমূল একটা ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে ৷ দলের প্রতি আস্থা হারিয়ে অমিত শাহ , নরেন্দ্র মোদির দলে যোগ দিলেন অলোক দাস ৷ পাশাপাশি একটা বড় সংখ্যার কর্মী সমর্থকরাও দলে যোগ দিলেন ৷ "

নরোত্তম মিশ্রর হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের যুব নেতা সহ ৪০০ জন সমর্থকের

জামুড়িয়া, 16 এপ্রিল : জেলায় জেলায় ভাঙন অব্যাহত ৷ নির্বাচন শুরু হয়ে গেলেও দলবদলের হিড়িক শেষ হয়নি ৷ এবার দলের প্রতি আস্থা হারিয়ে জামুড়িয়ার 1 নম্বর ব্লকে 400 জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন পদ্মশিবিরে ৷ বিজেপির পতাকা হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

গতকাল একটি পাঁচতারা হোটেলে জামুড়িয়ার 1 নম্বর ব্লকের যুব নেতা তাঁর 400 জন কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন পদ্মশিবিরে ৷ দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে অলোক দাস বললেন, " তৃণমূল ছাপ্পা ভোট করেছে । পঞ্চায়েত ভোট থেকে শুরু করে কর্পোরেশন ভোটে ৷ অন্যদিকে বিজেপি স্বচ্ছ দল ৷ তাই এই দলে যোগ দিলাম ৷ "

আরও পড়ুন : বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র বললেন, " তৃণমূল একটা ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে ৷ দলের প্রতি আস্থা হারিয়ে অমিত শাহ , নরেন্দ্র মোদির দলে যোগ দিলেন অলোক দাস ৷ পাশাপাশি একটা বড় সংখ্যার কর্মী সমর্থকরাও দলে যোগ দিলেন ৷ "

নরোত্তম মিশ্রর হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের যুব নেতা সহ ৪০০ জন সমর্থকের
Last Updated : Apr 16, 2021, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.