ETV Bharat / state

বুথ এজেন্টের মাথা থেকে তৃণমূলের প্রতীক আঁকা টুপি খুলে নিলেন অগ্নিমিত্রা

আজ সকালে 287 নম্বর বুথে যান অগ্নিমিত্রা পাল ৷ সেখানে তিনি দেখেন এক তৃণমূল কংগ্রেস এজেন্ট তৃণমূলের প্রতীক দেওয়া টুপি পরে বসে আছেন ৷ প্রথমে টুপি খোলার অনুরোধ করেন ৷ তা না শোনায় নিজেই ওই টুপি খুলে নেন অগ্নিমিত্রা ৷

author img

By

Published : Apr 26, 2021, 12:12 PM IST

agni
বুথের ভিতরে অগ্নিমিত্রা

আসানসোল, 26 এপ্রিল : তৃণমূলের পোলিং এজেন্টের মাথা থেকে তৃণমূলের প্রতীক দেওয়া টুপি খুলে নিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ ঘটনাটি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জের বক্তারনগর হাইস্কুলের 287 নম্বর বুথে ৷

শুনুন অগ্নিমিত্রার বক্তব্য়

আজ সকালে ওই কেন্দ্রে যান অগ্নিমিত্রা পাল ৷ সেখানে তিনি দেখেন এক তৃণমূল কংগ্রেস এজেন্ট তৃণমূলের প্রতীক দেওয়া টুপি পরে বসে আছেন ৷ প্রথমে তিনি ওই টুপি খুলতে বলেন ৷ কিন্তু তা না শোনায় অগ্নিমিত্রা নিজেই ওই টুপি খুলে দেন ৷ তাঁর অভিযোগ, টুপি পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ওই তৃণমূল এজেন্ট ৷

আরও পড়ুন- করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল সাড়ে তিন লাখ, মৃত আরও 2812

যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, পুরো অভিযোগ মিথ্য়া ৷ ওই কেন্দ্রে অগ্নিমিত্রা গিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন ৷ আর সে কারণে প্রতিবাদ করায় তিনি মিথ্য়া অভিযোগ আনছেন ৷ পাশাপাশি কমিশনের নির্দেশিকা অগ্রাহ্য় করে প্রচুর কর্মীদের নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল কর্মীরা ৷

আসানসোল, 26 এপ্রিল : তৃণমূলের পোলিং এজেন্টের মাথা থেকে তৃণমূলের প্রতীক দেওয়া টুপি খুলে নিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ ঘটনাটি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জের বক্তারনগর হাইস্কুলের 287 নম্বর বুথে ৷

শুনুন অগ্নিমিত্রার বক্তব্য়

আজ সকালে ওই কেন্দ্রে যান অগ্নিমিত্রা পাল ৷ সেখানে তিনি দেখেন এক তৃণমূল কংগ্রেস এজেন্ট তৃণমূলের প্রতীক দেওয়া টুপি পরে বসে আছেন ৷ প্রথমে তিনি ওই টুপি খুলতে বলেন ৷ কিন্তু তা না শোনায় অগ্নিমিত্রা নিজেই ওই টুপি খুলে দেন ৷ তাঁর অভিযোগ, টুপি পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ওই তৃণমূল এজেন্ট ৷

আরও পড়ুন- করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল সাড়ে তিন লাখ, মৃত আরও 2812

যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, পুরো অভিযোগ মিথ্য়া ৷ ওই কেন্দ্রে অগ্নিমিত্রা গিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন ৷ আর সে কারণে প্রতিবাদ করায় তিনি মিথ্য়া অভিযোগ আনছেন ৷ পাশাপাশি কমিশনের নির্দেশিকা অগ্রাহ্য় করে প্রচুর কর্মীদের নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.