ETV Bharat / state

রাস্তার ধারে সৌরবাতির ব্যাটারি চুরি অন্ডালে - তারকপুর

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে এলাকার প্রায় কয়েকশো বাসিন্দা প্রতিদিন জাতীয় সড়ক হয়ে মঙ্গলপুর শিল্পতালুকের বিভিন্ন বেসরকারি কারখানায় কাজ করতে যান । মানুষের সুবিধার্থে মদনপুর পঞ্চায়েত এই সৌরবাতি গুলি লাগিয়েছিল ৷

সৌরবাতির ব্যাটারি চুরি
সৌরবাতির ব্যাটারি চুরি
author img

By

Published : Sep 1, 2020, 1:25 PM IST

অন্ডাল, 31 অগাস্ট: অন্ডালের তারকপুর থেকে পুরোনো থানা পর্যন্ত প্রায় দশটি সৌরবাতি লাগিয়েছিল মদনপুর পঞ্চায়েত । চুরি হয়ে গেল সেই সৌরবাতির পোস্টে থাকা ব্যাটারিগুলি ৷

অন্ডালের পুরোনো থানা থেকে 2 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার পাশে মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয় সৌরবাতি । স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে এলাকার প্রায় কয়েকশো বাসিন্দা প্রতিদিন জাতীয় সড়ক হয়ে মঙ্গলপুর শিল্পতালুকের বিভিন্ন বেসরকারি কারখানায় কাজ করতে যান । মানুষের সুবিধার্থে মদনপুর পঞ্চায়েত এই সৌরবাতি গুলি লাগিয়েছিল ৷

সৌরবাতির ব্যাটারি চুরি

এই রাস্তার মাঝেই পড়ে তারকপুর শ্মশানঘাট । সৌরবাতিগুলি থাকায় রাতে শ্মশান যাত্রীদেরও সুবিধা হত । এখন সৌরবাতিগুলির ব্যাটারি চুরি হওয়ায় সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায় গোটা এলাকা । স্থানীয় বাসিন্দা সুভাষ আকুরে বলেন, ‘‘মানুষের সুবিধার জন্যই সৌরবাতিগুলি লাগানো হয়েছিল । তবে পঞ্চায়েত সৌরবাতিগুলি লাগিয়েই দায় সেরেছিল । সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেনি । ব্যাটারি চুরি হল । আবার অন্ধকার নামল এলাকায় ।’’

স্থানীয়রা চান এই রাস্তায় পুনরায় সৌরবাতি লাগানো হোক ৷ এবং সেইগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হোক ৷ সৌরবাতিগুলির ব্যাটারি চুরির ব্যাপারে মদনপুর পঞ্চায়েতের উপপ্রধান রাজন প্রাসাদ বলেন, ‘‘ব্যাটারি চুরির ব্যাপারে আমরা অবগত ৷ বিষয়টি থানায় জানানো হয়েছে ৷’’

অন্ডাল, 31 অগাস্ট: অন্ডালের তারকপুর থেকে পুরোনো থানা পর্যন্ত প্রায় দশটি সৌরবাতি লাগিয়েছিল মদনপুর পঞ্চায়েত । চুরি হয়ে গেল সেই সৌরবাতির পোস্টে থাকা ব্যাটারিগুলি ৷

অন্ডালের পুরোনো থানা থেকে 2 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার পাশে মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয় সৌরবাতি । স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে এলাকার প্রায় কয়েকশো বাসিন্দা প্রতিদিন জাতীয় সড়ক হয়ে মঙ্গলপুর শিল্পতালুকের বিভিন্ন বেসরকারি কারখানায় কাজ করতে যান । মানুষের সুবিধার্থে মদনপুর পঞ্চায়েত এই সৌরবাতি গুলি লাগিয়েছিল ৷

সৌরবাতির ব্যাটারি চুরি

এই রাস্তার মাঝেই পড়ে তারকপুর শ্মশানঘাট । সৌরবাতিগুলি থাকায় রাতে শ্মশান যাত্রীদেরও সুবিধা হত । এখন সৌরবাতিগুলির ব্যাটারি চুরি হওয়ায় সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায় গোটা এলাকা । স্থানীয় বাসিন্দা সুভাষ আকুরে বলেন, ‘‘মানুষের সুবিধার জন্যই সৌরবাতিগুলি লাগানো হয়েছিল । তবে পঞ্চায়েত সৌরবাতিগুলি লাগিয়েই দায় সেরেছিল । সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেনি । ব্যাটারি চুরি হল । আবার অন্ধকার নামল এলাকায় ।’’

স্থানীয়রা চান এই রাস্তায় পুনরায় সৌরবাতি লাগানো হোক ৷ এবং সেইগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হোক ৷ সৌরবাতিগুলির ব্যাটারি চুরির ব্যাপারে মদনপুর পঞ্চায়েতের উপপ্রধান রাজন প্রাসাদ বলেন, ‘‘ব্যাটারি চুরির ব্যাপারে আমরা অবগত ৷ বিষয়টি থানায় জানানো হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.