ETV Bharat / state

Babul Slams Agnimitra: অগ্নিমিত্রার সৌজন্যবোধ নেই, আমিই ওনাকে বিজেপিতে এনেছিলাম: বাবুল - Babul Supriyo Slams Agnimitra Paul

রেলসেতু নির্মাণের কাজ নিয়ে মন্তব্যের জেরে অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় ৷ রবিবার কুমারপুরে সেতুর কাজ পরিদর্শনে এসে আর কী বললেন তিনি ?

ETV Bharat
অগ্নিমিত্রা পল ও বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 25, 2023, 9:16 AM IST

বাবুল সুপ্রিয়'র বক্তব্য

আসানসোল, 25 এপ্রিল: সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন আসানসোলের কুমারপুরে একটি রেল সেতু নির্মাণের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন বাবুল সুপ্রিয় । গত দু'বছরের সেই কাজ ঢিমে তালে হয়েছে । কয়েকমাস আগেই আসানসোলে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন মার্চ মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে । কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল এলেও কাজ শেষ হওয়া তো দূরের কথা, তা শেষ হতে এখনও ঢের দেরি । সেই কাজ কতটা হয়েছে তা দেখতেই সোমবার সন্ধ্যায় আসানসোলের কুমারপুরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় । শুধু তাই নয়, তিনি আসানসোল রেল ডিভিশনে গিয়ে ডিআরএমের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন । বাবুল সুপ্রিয় রেল ও সেলের যৌথ প্রচেষ্টায় যে রেল সেতুর কাজ হচ্ছে, তা ঠিকঠাকভাবেই হচ্ছে বলে জানান ।

পাশাপাশি এদিন তিনি অগ্নিমিত্রা পলের মন্তব্য নিয়ে বলেন, "রেলসেতুর বিষয় নিয়ে উনি কিছুই জানেন না । আগে উনি একটু পড়াশুনা করুন । তারপর কথা বলবেন বিষয়টা নিয়ে ৷" রেলসেতুর কাজ পরিদর্শন করার পর বাবুল জানান, আগামী 1 থেকে দেড় বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে ৷ রেল এবং সেল যৌথভাবে কাজ করছে ৷ ভালোভাবেই কাজ হচ্ছে ৷

এই প্রসঙ্গে অগ্নিমিত্রার মার্চ মাসেই কাজ শেষ হওয়ার কথা উঠলে বাবুল সুপ্রিয় অগ্নিমিত্রাকে কটাক্ষ করেন । তিনি বলেন, "অগ্নিমিত্রা কিছুই জানেন না । অগ্নিমিত্রা পলের বিষয়ে আমি কড়া ভাষা ব্যবহার করছি, তার কারণ বিজেপিতে ওনাকে আমিই নিয়ে এসেছিলাম । ন্যাশনাল লাইব্রেরিতে যোগদানের সময় উনি দর হাঁকাচ্ছিলেন । যদি দুর্গাপুরের বিধানসভার আসন পাওয়া যায় তবেই উনি বিজেপিতে যোগ দেবেন । আমি ওনাকে মঞ্চের নিচে বুঝিয়েছিলাম যে এইভাবে রাজনীতি হয় না । তুমি আগে যোগ দাও কয়েক মাস কাজ করো তারপর দল ঠিক করবে তোমাকে কোথায় আসন দেবে কি না । আমার কথা শুনে যোগ দিয়েছিলেন তিনি ।"

বাবুল সুপ্রিয় আরও বলেন, " অগ্নিমিত্রা পল আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন এবং এটা উনি গর্হিত কাজ করছেন । ওনার কোনও সৌজন্যবোধ নেই । আর উনি ব্রিজ সম্পর্কে কিছুই জানেন না । আগে পড়াশোনা করুন । কীভাবে ব্রিজ হচ্ছে, কত বাজেট সম্পূর্ণটা জানুন তারপর মন্তব্য করবেন ।" যদিও এ বিষয়ে অগ্নিমিত্রা পলের কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : থমকে কুমারপুর উড়ালপুলের কাজ ! আশাহত বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়'র বক্তব্য

আসানসোল, 25 এপ্রিল: সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন আসানসোলের কুমারপুরে একটি রেল সেতু নির্মাণের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন বাবুল সুপ্রিয় । গত দু'বছরের সেই কাজ ঢিমে তালে হয়েছে । কয়েকমাস আগেই আসানসোলে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন মার্চ মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে । কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল এলেও কাজ শেষ হওয়া তো দূরের কথা, তা শেষ হতে এখনও ঢের দেরি । সেই কাজ কতটা হয়েছে তা দেখতেই সোমবার সন্ধ্যায় আসানসোলের কুমারপুরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় । শুধু তাই নয়, তিনি আসানসোল রেল ডিভিশনে গিয়ে ডিআরএমের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন । বাবুল সুপ্রিয় রেল ও সেলের যৌথ প্রচেষ্টায় যে রেল সেতুর কাজ হচ্ছে, তা ঠিকঠাকভাবেই হচ্ছে বলে জানান ।

পাশাপাশি এদিন তিনি অগ্নিমিত্রা পলের মন্তব্য নিয়ে বলেন, "রেলসেতুর বিষয় নিয়ে উনি কিছুই জানেন না । আগে উনি একটু পড়াশুনা করুন । তারপর কথা বলবেন বিষয়টা নিয়ে ৷" রেলসেতুর কাজ পরিদর্শন করার পর বাবুল জানান, আগামী 1 থেকে দেড় বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে ৷ রেল এবং সেল যৌথভাবে কাজ করছে ৷ ভালোভাবেই কাজ হচ্ছে ৷

এই প্রসঙ্গে অগ্নিমিত্রার মার্চ মাসেই কাজ শেষ হওয়ার কথা উঠলে বাবুল সুপ্রিয় অগ্নিমিত্রাকে কটাক্ষ করেন । তিনি বলেন, "অগ্নিমিত্রা কিছুই জানেন না । অগ্নিমিত্রা পলের বিষয়ে আমি কড়া ভাষা ব্যবহার করছি, তার কারণ বিজেপিতে ওনাকে আমিই নিয়ে এসেছিলাম । ন্যাশনাল লাইব্রেরিতে যোগদানের সময় উনি দর হাঁকাচ্ছিলেন । যদি দুর্গাপুরের বিধানসভার আসন পাওয়া যায় তবেই উনি বিজেপিতে যোগ দেবেন । আমি ওনাকে মঞ্চের নিচে বুঝিয়েছিলাম যে এইভাবে রাজনীতি হয় না । তুমি আগে যোগ দাও কয়েক মাস কাজ করো তারপর দল ঠিক করবে তোমাকে কোথায় আসন দেবে কি না । আমার কথা শুনে যোগ দিয়েছিলেন তিনি ।"

বাবুল সুপ্রিয় আরও বলেন, " অগ্নিমিত্রা পল আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন এবং এটা উনি গর্হিত কাজ করছেন । ওনার কোনও সৌজন্যবোধ নেই । আর উনি ব্রিজ সম্পর্কে কিছুই জানেন না । আগে পড়াশোনা করুন । কীভাবে ব্রিজ হচ্ছে, কত বাজেট সম্পূর্ণটা জানুন তারপর মন্তব্য করবেন ।" যদিও এ বিষয়ে অগ্নিমিত্রা পলের কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : থমকে কুমারপুর উড়ালপুলের কাজ ! আশাহত বাবুল সুপ্রিয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.