ETV Bharat / state

Kumarpur Flyover Work: থমকে কুমারপুর উড়ালপুলের কাজ ! আশাহত বাবুল সুপ্রিয় - কুমারপুর উড়ালপুল

তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল কুমারপুর উড়ালপুলের কাজ ৷ বর্তমানে কাজ থমকে গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর ৷ এই খবর শুনে আশাহত বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ তবে কী রাজনীতির কারণে বন্ধ কুমারপুর উড়ালপুলের কাজ ? উঠছে প্রশ্ন ৷

Kumarpur Flyover Work
কুমারপুর উড়ালপুল
author img

By

Published : Jan 10, 2023, 10:29 PM IST

থমকে কুমারপুর উড়ালপুলের কাজ !

আসানসোল, 10 জানুয়ারি: দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আসানসোলবাসী ৷ কুমারপুরে জিটি রোডের উপরে রেল লাইন মাথা ব্যাথার কারণ তাদের । ইস্কো কারখানার মাল পরিবহণের জন্য মাঝেমধ্যেই ট্রেন চলাচল করে এই লাইন দিয়ে । যার ফলে জিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । আসানসোলের সাংসদ নির্বাচিত হওয়ার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনিই উদ্যোগ নেন এই রেল লাইনের উপর উড়ালপুল বানানোর । কাজও শুরু হয় দ্রুত গতিতে । কিন্তু সম্প্রতি বাবুল সুপ্রিয় দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ আর তারপর থেকেই কাজের গতি মন্থর হয়ে গিয়েছে বলে অভিযোগ । বর্তমানে আর তেমন কাজ হচ্ছে না । আদৌ কবে সম্পূর্ণ হবে এই উড়ালপুলের কাজ, কেউ জানে না।

2016 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আসানসোল বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কুমারপুরে উড়ালপুল নির্মাণে উদ্যোগী হন ।আসানসোলের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা মেটাতে তিনি রেলমন্ত্রক ও ইস্পাত মন্ত্রক থেকে টাকা মঞ্জুর করিয়েছিলেন । রেলের পক্ষ থেকে 30 ও সেলের পক্ষ থেকে 30 অর্থাৎ মোট 60কোটি টাকা এই কাজের জন্য বরাদ্দ করা হয় । 2018 সাল থেকে কাজ শুরু হয় ।

তবে কাজ শুরু হওয়াও এত সহজ ছিল না । সেইসময় শাসক দলের তরফে হকার উচ্ছেদের বিষয় তুলে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । বাবুলকে কালো পতাকাও দেখানো হয় । পাশাপাশি যেহেতু শহরের ভিতরে সেতু, তা নিয়ে রাজ্য কেন্দ্র জটিলতা তৈরি হয় ৷ সেতু কতটা চওড়া হবে তা নিয়ে তরজা হয় । বাবুল সুপ্রিয় সব বিষয়ে নিজে উদ্যোগী হয়ে সমস্ত সমস্যার সমাধান করে কাজ শুরু করেন । ঠিক হয় 2021 সালেই উড়ালপুল তৈরির কাজ শেষ হবে । কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি (Kumarpur flyover work halted) ৷ আর তা নিয়েই রাজনৈতিক শিবিরেও চলছে জলঘোলা । বাম নেতৃত্বের দাবি, কুমারপুর উড়ালপুলের নির্মাণ থমকে যাওয়া রাজনৈতিক শিকার । সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, "দলবদলের এই রাজনীতির কারণেই আসানসোলে এমন বহু উন্নয়ন থমকে গিয়েছে । সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ।"

কুমারপুর উড়ালপুল কাজ
কুমারপুর উড়ালপুল

আরও পড়ুন: জমি জট কাটিয়ে ফের শুরু নসিপুর রেলব্রিজ তৈরির কাজ

যদিও আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, "আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই উড়ালপুল নির্মাণের কাজ শেষ হবে। মার্চেই খুলে দেওয়া হবে উড়ালপুল ।" আর উড়ালপুল শুরু নিয়েই অগ্নিমিত্রাকে কটাক্ষও করেছেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অভিজিৎ ঘটক । তিনি বলেন, "আসানসোলের উন্নয়নের জন্য আমরা পৌরনিগম থেকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত । শুধু উন্নয়নের কাজে যেন রাজনৈতিক রং না-লাগে ।"

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক

তবে উড়ালপুলের কাজ বন্ধের বিষয়টি শোনার পর আশাহত বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "আমি খুব আশাহত । বাজেট বা অনান্য কোনও টেকনিক্যাল কারণে কাজ এত মন্থর গতিতে হওয়ার প্রশ্নই ওঠে না । স্বভাবতই মানুষ ভাবছে রাজনৈতিক কারণেই উড়ালপুলের কাজ ধীর গতিতে চলছে । আমি রেলমন্ত্রী এবং ইস্পাত মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব।"

থমকে কুমারপুর উড়ালপুলের কাজ !

আসানসোল, 10 জানুয়ারি: দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আসানসোলবাসী ৷ কুমারপুরে জিটি রোডের উপরে রেল লাইন মাথা ব্যাথার কারণ তাদের । ইস্কো কারখানার মাল পরিবহণের জন্য মাঝেমধ্যেই ট্রেন চলাচল করে এই লাইন দিয়ে । যার ফলে জিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । আসানসোলের সাংসদ নির্বাচিত হওয়ার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনিই উদ্যোগ নেন এই রেল লাইনের উপর উড়ালপুল বানানোর । কাজও শুরু হয় দ্রুত গতিতে । কিন্তু সম্প্রতি বাবুল সুপ্রিয় দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ আর তারপর থেকেই কাজের গতি মন্থর হয়ে গিয়েছে বলে অভিযোগ । বর্তমানে আর তেমন কাজ হচ্ছে না । আদৌ কবে সম্পূর্ণ হবে এই উড়ালপুলের কাজ, কেউ জানে না।

2016 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আসানসোল বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কুমারপুরে উড়ালপুল নির্মাণে উদ্যোগী হন ।আসানসোলের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা মেটাতে তিনি রেলমন্ত্রক ও ইস্পাত মন্ত্রক থেকে টাকা মঞ্জুর করিয়েছিলেন । রেলের পক্ষ থেকে 30 ও সেলের পক্ষ থেকে 30 অর্থাৎ মোট 60কোটি টাকা এই কাজের জন্য বরাদ্দ করা হয় । 2018 সাল থেকে কাজ শুরু হয় ।

তবে কাজ শুরু হওয়াও এত সহজ ছিল না । সেইসময় শাসক দলের তরফে হকার উচ্ছেদের বিষয় তুলে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । বাবুলকে কালো পতাকাও দেখানো হয় । পাশাপাশি যেহেতু শহরের ভিতরে সেতু, তা নিয়ে রাজ্য কেন্দ্র জটিলতা তৈরি হয় ৷ সেতু কতটা চওড়া হবে তা নিয়ে তরজা হয় । বাবুল সুপ্রিয় সব বিষয়ে নিজে উদ্যোগী হয়ে সমস্ত সমস্যার সমাধান করে কাজ শুরু করেন । ঠিক হয় 2021 সালেই উড়ালপুল তৈরির কাজ শেষ হবে । কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি (Kumarpur flyover work halted) ৷ আর তা নিয়েই রাজনৈতিক শিবিরেও চলছে জলঘোলা । বাম নেতৃত্বের দাবি, কুমারপুর উড়ালপুলের নির্মাণ থমকে যাওয়া রাজনৈতিক শিকার । সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, "দলবদলের এই রাজনীতির কারণেই আসানসোলে এমন বহু উন্নয়ন থমকে গিয়েছে । সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ।"

কুমারপুর উড়ালপুল কাজ
কুমারপুর উড়ালপুল

আরও পড়ুন: জমি জট কাটিয়ে ফের শুরু নসিপুর রেলব্রিজ তৈরির কাজ

যদিও আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, "আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই উড়ালপুল নির্মাণের কাজ শেষ হবে। মার্চেই খুলে দেওয়া হবে উড়ালপুল ।" আর উড়ালপুল শুরু নিয়েই অগ্নিমিত্রাকে কটাক্ষও করেছেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অভিজিৎ ঘটক । তিনি বলেন, "আসানসোলের উন্নয়নের জন্য আমরা পৌরনিগম থেকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত । শুধু উন্নয়নের কাজে যেন রাজনৈতিক রং না-লাগে ।"

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক

তবে উড়ালপুলের কাজ বন্ধের বিষয়টি শোনার পর আশাহত বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "আমি খুব আশাহত । বাজেট বা অনান্য কোনও টেকনিক্যাল কারণে কাজ এত মন্থর গতিতে হওয়ার প্রশ্নই ওঠে না । স্বভাবতই মানুষ ভাবছে রাজনৈতিক কারণেই উড়ালপুলের কাজ ধীর গতিতে চলছে । আমি রেলমন্ত্রী এবং ইস্পাত মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.