ETV Bharat / state

অসত্য বলার জন্য নোবেল প্রাইজ় পাবেন বাবুল : জিতেন্দ্র

উনি টুইটার আর ফেসবুকে বসে বুঝে যাচ্ছেন যে 2021-র আগে কুলটির মানুষ জল পাবেন না ! 20121 সালের অনেক আগেই কুলটির মানুষ জল পাবেন । সাংসদ হিসাবে তা দেখে ওঁর ভালো লাগবে নিশ্চই ।" বাবুল সুপ্রিয়কে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির ।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Jun 30, 2019, 8:09 PM IST

Updated : Jun 30, 2019, 8:22 PM IST

কুলটি, 30 জুন : "অসত্য বলার জন্য যদি নোবেল প্রাইজ় বরাদ্দ থাকত, তাহলে তা বাবুল সুপ্রিয়র পাওয়া উচিত । উনি টুইটার আর ফেসবুকে বসে বুঝে যাচ্ছেন যে 2021-র আগে কুলটির মানুষ জল পাবেন না ! 2021 সালের অনেক আগেই কুলটির মানুষ জল পাবেন । সাংসদ হিসাবে তা দেখে ওঁর ভালো লাগবে নিশ্চয়ই ।" আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে একথা বললেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।

কুলটিতে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে জল প্রকল্পের পাইপ পড়ে থাকতে দেখেছিলেন বাবুল । বলেছিলেন, রাজনীতি করতেই নাকি পাইপ ফেলে রাখা হয়েছে । 2021-র আগে কুলটির মানুষ আদৌ জল পাবেন না । রাজনীতি করতেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল । আজ এর জবাব দেন জিতেন্দ্র ।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "বাবুল সুপ্রিয় বলে বেরাচ্ছেন যে মেয়র নাকি ওঁর বাড়িতে লোকজন পাঠিয়ে দিচ্ছেন । আমাদের কারোর বাড়িতে লোক পাঠাবার প্রয়োজন নেই । আমাদের কাছে যারা আসেন, চেষ্টা করি তাঁদের সঠিক পরিষেবা দেওয়ার । মানুষ যদি ওঁর বাড়ি খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে, সেখানে আমার তো কিছু করার নেই । আমার উপর দোষারোপ করে লাভ নেই ।" তিনি আরও বলেন, "ভোটে জেতার দম্ভ দেখিয়ে উনি যা খুশি তাই বলবেন, তা হতে পারে না । মানুষ তো উন্নয়নের জন্য বাবুল সুপ্রিয়কে ভোটে জিতিয়েছেন, মেয়রকে গালাগালি করার জন্য নয় । নিজের কাজটা করুন ।"

কুলটি, 30 জুন : "অসত্য বলার জন্য যদি নোবেল প্রাইজ় বরাদ্দ থাকত, তাহলে তা বাবুল সুপ্রিয়র পাওয়া উচিত । উনি টুইটার আর ফেসবুকে বসে বুঝে যাচ্ছেন যে 2021-র আগে কুলটির মানুষ জল পাবেন না ! 2021 সালের অনেক আগেই কুলটির মানুষ জল পাবেন । সাংসদ হিসাবে তা দেখে ওঁর ভালো লাগবে নিশ্চয়ই ।" আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে একথা বললেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।

কুলটিতে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে জল প্রকল্পের পাইপ পড়ে থাকতে দেখেছিলেন বাবুল । বলেছিলেন, রাজনীতি করতেই নাকি পাইপ ফেলে রাখা হয়েছে । 2021-র আগে কুলটির মানুষ আদৌ জল পাবেন না । রাজনীতি করতেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল । আজ এর জবাব দেন জিতেন্দ্র ।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "বাবুল সুপ্রিয় বলে বেরাচ্ছেন যে মেয়র নাকি ওঁর বাড়িতে লোকজন পাঠিয়ে দিচ্ছেন । আমাদের কারোর বাড়িতে লোক পাঠাবার প্রয়োজন নেই । আমাদের কাছে যারা আসেন, চেষ্টা করি তাঁদের সঠিক পরিষেবা দেওয়ার । মানুষ যদি ওঁর বাড়ি খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে, সেখানে আমার তো কিছু করার নেই । আমার উপর দোষারোপ করে লাভ নেই ।" তিনি আরও বলেন, "ভোটে জেতার দম্ভ দেখিয়ে উনি যা খুশি তাই বলবেন, তা হতে পারে না । মানুষ তো উন্নয়নের জন্য বাবুল সুপ্রিয়কে ভোটে জিতিয়েছেন, মেয়রকে গালাগালি করার জন্য নয় । নিজের কাজটা করুন ।"

Intro:কুলটিতে জল প্রকল্পের পাইপ পড়ে থাকতে দেখে আসানসোলের বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন রাজনীতি করতেই জলের পাইপ ফেলে রাখা হয়েছে কুলটিতে। বাবুল সুপ্পিয় নাকি বলেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কুলটিতে জল আসবে না। রাজনীতি করতেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। আর বাবুল বাবুর এই মন্তব্যের বিরোধিতা করে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানালেন, “অসত্য কথা বলার জন্য যদি নোবেল প্রাইজ, তাহলে সেই পুরস্কার বাবুল সুপ্রিয়ের পাওয়া উচিত।”
মেয়র জিতেন্দ্র তেওয়ারি বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে বলেন, “উনি টুইটার এবং ফেসবুক করে বুঝে যাচ্ছেন যে কুলটির মানুষ ২০২১ সালের আগে জল পাবে পাবে না। ২০২১ এর অনেক াগেই কুলটির মানুষ জল পাবে এবং সাংসদ হিসেবে ওনার দেখে ভালো লাগবে নিশ্চয়।”
মেয়র জিতেন্দ্র তেওয়ারি, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের উদ্দেশ্যে বলেন, মেয়র তার বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে এসব বলে হাওয়া গরম করবেন না। ওনার বাড়ি কোথায় সেটাই আজ পর্যন্ত আসানসোলের লোক জানতে পারল না। আমার কাউকে পাঠানোর দরকার নেই। আমাদের কাছে যারা আসে         তাদের যতটা পারি আমরা নিজেরা সেবা করি। ফেসবুক টুইটার করার জন্য ওনাকে মানুষ জেতায়নি। আসানসোলের উন্নয়ন করার জন্য জিতিয়েছে। সেই কাজ কবে থেকে শুরু করবেন সেটাই আগে জানান।
Body:..Conclusion:
Last Updated : Jun 30, 2019, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.