ETV Bharat / state

টাকা পাঠিয়েছি, জল না পেলে পঞ্চায়েত ঘেরাও করুন : বাবুল

আজ অন্ডালে নির্বাচনী প্রচারে আসেন বাবুল সুপ্রিয়। তিনি প্রচারে বলেন, "মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু তাঁকে ভোট দেবেন না"। প্রচারে গিয়ে বাবলু কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

author img

By

Published : Apr 11, 2019, 7:38 PM IST

Updated : Apr 11, 2019, 7:47 PM IST

অন্ডাল, 11 এপ্রিল : অন্ডালে প্রচারে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ অন্ডালের কাজোড়া ও হরিশপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বাবুল।

অন্ডালের ধান্ডাদিহি ও কাজোড়া এলাকায় প্রচারে গিয়ে কয়েকজনের বিক্ষোভের মুখে পড়েন বাবুল। তাঁরা বাবুলকে বলেন, "আপনি শুধু বলছেন। আমাদের কথা শুনুন। এখানে পানীয় জলের সমস্যা আছে। তার সুরাহা করুন।" বাবুল সুপ্রিয় উত্তরে বলেন, "আমি কেন্দ্রীয় মন্ত্রী। আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হয়তো জলের ব্যবস্থা করে দিতে পারব না। কিন্তু আমি কেন্দ্র থেকে সই করে টাকাটা পাঠাব। সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব মমতা দিদির। তাঁর পঞ্চায়েতের, পৌরসভার লোকজন সেইসব টাকা চুরি করে নিচ্ছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাবুল আরও বলেন, "আপনাদের এলাকায় কে বালি মাফিয়া, কে কয়লা মাফিয়া আপনারা জানেন। কারা আপনাদের বাড়িতে এসে ভয় দেখায়, কারা আপনাদের বলে, বাড়ি থেকে বের হলে বাড়িতে গিয়ে সাদা থান রেখে দিয়ে যাব, তাও আপনারা জানেন। টাকা পাঠিয়ে আমি আমার কাজ করে দিয়েছি। আপনারা পঞ্চায়েত ঘেরাও করুন। এখানে অন্তত 5 হাজার জন লোক বলছে জল পায়নি। দিদারা বলছেন, তাঁরা বিধবা পেনশন পাননি। বাড়ি বানানোর টাকা পাননি। আয়ুষ্মান ভারতের টাকা পাননি। যদি টাকা না থাকত, তাহলে দিদির কোটি কোটি টাকার পোস্টার লাগছে কী করে?"

আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল বলেন,"মুনমুন সেন কয়লা,বালি, লোহা টাকা চুরি করা নেতাদের পাশে দাঁড়িয়ে তাঁর মা মহান অভিনেত্রী সুচিত্রা সেনের নাম করে মানুষের কাছে ভোট চাইছেন। তিনি বেঁচে থাকলে আজ কষ্ট পেতেন। তাই মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন,কিন্তু তাঁকে ভোট দেবেন না।"

অন্ডাল, 11 এপ্রিল : অন্ডালে প্রচারে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ অন্ডালের কাজোড়া ও হরিশপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বাবুল।

অন্ডালের ধান্ডাদিহি ও কাজোড়া এলাকায় প্রচারে গিয়ে কয়েকজনের বিক্ষোভের মুখে পড়েন বাবুল। তাঁরা বাবুলকে বলেন, "আপনি শুধু বলছেন। আমাদের কথা শুনুন। এখানে পানীয় জলের সমস্যা আছে। তার সুরাহা করুন।" বাবুল সুপ্রিয় উত্তরে বলেন, "আমি কেন্দ্রীয় মন্ত্রী। আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হয়তো জলের ব্যবস্থা করে দিতে পারব না। কিন্তু আমি কেন্দ্র থেকে সই করে টাকাটা পাঠাব। সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব মমতা দিদির। তাঁর পঞ্চায়েতের, পৌরসভার লোকজন সেইসব টাকা চুরি করে নিচ্ছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাবুল আরও বলেন, "আপনাদের এলাকায় কে বালি মাফিয়া, কে কয়লা মাফিয়া আপনারা জানেন। কারা আপনাদের বাড়িতে এসে ভয় দেখায়, কারা আপনাদের বলে, বাড়ি থেকে বের হলে বাড়িতে গিয়ে সাদা থান রেখে দিয়ে যাব, তাও আপনারা জানেন। টাকা পাঠিয়ে আমি আমার কাজ করে দিয়েছি। আপনারা পঞ্চায়েত ঘেরাও করুন। এখানে অন্তত 5 হাজার জন লোক বলছে জল পায়নি। দিদারা বলছেন, তাঁরা বিধবা পেনশন পাননি। বাড়ি বানানোর টাকা পাননি। আয়ুষ্মান ভারতের টাকা পাননি। যদি টাকা না থাকত, তাহলে দিদির কোটি কোটি টাকার পোস্টার লাগছে কী করে?"

আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল বলেন,"মুনমুন সেন কয়লা,বালি, লোহা টাকা চুরি করা নেতাদের পাশে দাঁড়িয়ে তাঁর মা মহান অভিনেত্রী সুচিত্রা সেনের নাম করে মানুষের কাছে ভোট চাইছেন। তিনি বেঁচে থাকলে আজ কষ্ট পেতেন। তাই মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন,কিন্তু তাঁকে ভোট দেবেন না।"

Intro:অন্ডালে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রচার।পানীয় জলের দাবীতে সরব এলাকাবাসী।।


অন্ডাল- বৃহস্পতিবার আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রচার সারলেন অন্ডালের কাজোড়া ও হরিশপুর এলাকায় । খোলা গাড়িতে চড়ে প্রচার সারলেন বাবুল । অন্ডালের ধাণ্ডাডিহি ও কাজোড়া এলাকায় প্রচারে গেলে এলাকার কিছু মানুষের সাথে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। তারা বাবুলকে বলেন "" আপনি শুধু বলছেন।আমাদের টা শুনুন। এই এলাকায় পানীয় জলের সমস্যা দারুন।তার সুরাহা করুন।""। অন্ডালের কাজোড়াই প্রচারে এসে এলাকার মানুষের নানান অভাব অভিযোগের মুখে পড়েন বাবুল । বাবুল সুপ্রিয় জানান কেন্দ্র সরকার রাজ্যের মানুষের সুবিধার জন্য অর্থ বরাদ্দ করেছেন কিন্তু রাজ্য সরকার সেই অর্থ গরীব মানুষের কাছে পৌঁছে দেয় নি । তার জন্য দোষ তাদের নয় দোষ রাজ্য সরকারের । এলাকায় প্রচার এসে বাবুল সুপ্রিয় এক হাত নিলেন তিনি বললেন কয়লা চুরি, লোহা চুরি সব রকম বে আইনি কারবার নিয়ে।আর বাবুল সরাসরি অভিযোগ করেন এই বেচাইনি কাজের সাথে যুক্ত তৃণমূল নেতারা ।
আসানসোলের তৃণমূলের প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল বলেন,"" মুনমুন সেন যে লোকেদের পাশে দাঁড়িয়ে তার মা মহান অভিনেত্রী সুচিত্রা সেনের নাম করে মানুষের কাছে ভোট চাইছেন ,তিনি বেঁচে থাকলে আজ কষ্ট পেতেন। কারণ মেয়ে যাদের পাশে দাঁড়িয়ে আজ ভোট চাইছেন তারা সকলেই কেউ লোহামাফিয়াদের, কেউ কয়লা মাফিয়াদের সাথে যুক্ত।তাই মুনমুন সেনের সাথে ছবি তুলুন,তাকে ভোট দেবেন না।""Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 11, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.