ETV Bharat / state

Barabani Attack on BJP family: বারাবনিতে বিজেপি পরিবারের উপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - বারাবনিতে বিজেপি পরিবারের উপর হামলা

বাড়ি ঢুকে একটি পরিবারের উপর হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য় ছড়াল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনিতে (Barabani Attack on BJP family) ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের এক মহিলাসহ 6 জন ৷

Barabani Attack on BJP family
বারাবনিতে বিজেপি পরিবারের উপর হামলা
author img

By

Published : May 12, 2022, 10:34 PM IST

আসানসোল, 12 মে : বারাবনিতে বাড়ি ঢুকে হামলা চালানো হল একটি পরিবারের উপর । এই ঘটনায় একই পরিবারের এক মহিলাসহ 6 জন গুরুতর আহত হয়েছেন (Barabani Attack on BJP family)। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার খড়াবড় গ্রামে । বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই পরিবারের সদস্যরা বিজেপি কর্মী-সমর্থক । আর সেই কারণেই তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু জানিয়েছেন, "পারিবারিক অশান্তির জন্য ওই ঘটনা ঘটেছে । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।"

আরও পড়ুন : দলীয় প্যাডে লিখে সরকারি কাজের বরাত বিলির অভিযোগ, অগ্নিমিত্রার টুইট ঘিরে অস্বস্তি তৃণমূলে

জানা গিয়েছে, বারাবনির খড়াবড় গ্রামের বাসিন্দা বৃন্দাবন বাউরির বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির মহিলা, বৃদ্ধ-সহ সকলকে ব্যাপক মারধর করা হয় । বিজেপি যুবনেতা অরিজিৎ রায় অভিযোগ করে বলেন, "ওই পরিবারটি বিজেপি করে । বিজেপি করার কারণেই ওই পরিবারের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরা । হামলার জেরে পরিবারের 6 জন সদস্য মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে । কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।"

অন্যদিকে, তৃণমূলের রাজ্যনেতা ভি শিবদাশন দাশু বলেন, "বারাবনির মাটি তৃণমূলের ঘাঁটি । বিজেপি অপপ্রচার চালাচ্ছে । ওই ঘটনা পারিবারিক বিবাদের ফল । এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই ।"

আসানসোল, 12 মে : বারাবনিতে বাড়ি ঢুকে হামলা চালানো হল একটি পরিবারের উপর । এই ঘটনায় একই পরিবারের এক মহিলাসহ 6 জন গুরুতর আহত হয়েছেন (Barabani Attack on BJP family)। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার খড়াবড় গ্রামে । বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই পরিবারের সদস্যরা বিজেপি কর্মী-সমর্থক । আর সেই কারণেই তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু জানিয়েছেন, "পারিবারিক অশান্তির জন্য ওই ঘটনা ঘটেছে । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।"

আরও পড়ুন : দলীয় প্যাডে লিখে সরকারি কাজের বরাত বিলির অভিযোগ, অগ্নিমিত্রার টুইট ঘিরে অস্বস্তি তৃণমূলে

জানা গিয়েছে, বারাবনির খড়াবড় গ্রামের বাসিন্দা বৃন্দাবন বাউরির বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির মহিলা, বৃদ্ধ-সহ সকলকে ব্যাপক মারধর করা হয় । বিজেপি যুবনেতা অরিজিৎ রায় অভিযোগ করে বলেন, "ওই পরিবারটি বিজেপি করে । বিজেপি করার কারণেই ওই পরিবারের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরা । হামলার জেরে পরিবারের 6 জন সদস্য মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে । কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।"

অন্যদিকে, তৃণমূলের রাজ্যনেতা ভি শিবদাশন দাশু বলেন, "বারাবনির মাটি তৃণমূলের ঘাঁটি । বিজেপি অপপ্রচার চালাচ্ছে । ওই ঘটনা পারিবারিক বিবাদের ফল । এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.