ETV Bharat / state

আসানসোলে পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা ! - arms

আসানসোলে BJP-র অভিযানের পালটা তৃণমূলের মিছিল । হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল দুষ্কৃতীদের ।

পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা
author img

By

Published : Jul 5, 2019, 8:02 PM IST

Updated : Jul 5, 2019, 8:12 PM IST

আসানসোল, 5 জুলাই : BJP-র আসানসোল পৌরনিগম অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের জি টি রোড । পুলিশের সামনেই মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল কয়েকজনকে । কিন্তু আগ্নেয়াস্ত্র হাতে এই ব্যক্তিরা কারা ? তা নিয়ে একে-অপরকে দুষছে তৃণমূল ও BJP ।

কাটমানি, সাংসদ তহবিলের অর্থের অপব্যবহার ও আসানসোল শহরের উন্নয়নের দাবিতে আজ আসানসোল পৌরনিগম অভিযান করে জেলা BJP । সেইমতো পুলিশের আগাম অনুমতি নিয়েছিল BJP । আজ গীর্জামোড় থেকে অভিযান শুরু হয় । কিন্তু, পৌরনিগম পৌঁছানোর আগেই জি টি রোডে পুলিশ ব্যারিকেড করে অভিযানে বাধা দেয় । ক্ষুব্ধ BJP কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে দেয় । তখন লাঠিচার্জ করে পুলিশ । ছত্রভঙ্গ হন BJP কর্মীরা । ঘটনায় জখম হন BJP নেতা বাপ্পা চট্টোপাধ্যায় ও কাউন্সিলর ভৃগু ঠাকুরসহ সাতজন BJP কর্মী । পালটা ইট-পাটকেল ছোড়েন BJP কর্মীরা । জখম হন পাঁচজন পুলিশ কর্মী । এরপর তাঁদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । বন্ধ হয় অভিযান ।

এই সংক্রান্ত আরও খবর : BJP-র পৌরনিগম ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার আসানসোলে

এরপর আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে তৃণমূল, BJP-র পালটা মিছিল করে । হটনরোড থেকে শুরু করে জি টি রোড পর্যন্ত এই মিছিল চলে । সেই মিছিলে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তৃণমূল কর্মীদের হাঁটতে দেখা যায় ।

প্রথমে BJP ও পরে তাদের পালটা দিতে তৃণমূলের অভিযানকে কেন্দ্র করে একপ্রকার স্তব্ধ হয়ে যায় আসানসোল । অন্যদিকে, এই অভিযান চলাকালীন মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের সামনে ঘুরতে দেখা যায় কয়েকজনকে । কিন্তু এদের পরিচয় কী ? তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে । আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, পৌরনিগমে আয়োজিত রক্তদান শিবির বানচাল করতেই রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীদের আনিয়েছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল BJP জেলা সহ সভাপতি অলোক সিং । তাঁর পালটা দাবি, BJP-র অভিযান বানচাল করতে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি করেছে ।

এদিকে পুলিশের অনুমতি পেয়েই পৌরনিগম অভিযান করে জেলা BJP । কিন্তু তারপরেও কেন পুলিশ ব্যারিকেড করল তা নিয়ে উঠছে প্রশ্ন । এবিষয়ে পুলিশের স্পষ্ট জবাব মেলেনি ।

আসানসোল, 5 জুলাই : BJP-র আসানসোল পৌরনিগম অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের জি টি রোড । পুলিশের সামনেই মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল কয়েকজনকে । কিন্তু আগ্নেয়াস্ত্র হাতে এই ব্যক্তিরা কারা ? তা নিয়ে একে-অপরকে দুষছে তৃণমূল ও BJP ।

কাটমানি, সাংসদ তহবিলের অর্থের অপব্যবহার ও আসানসোল শহরের উন্নয়নের দাবিতে আজ আসানসোল পৌরনিগম অভিযান করে জেলা BJP । সেইমতো পুলিশের আগাম অনুমতি নিয়েছিল BJP । আজ গীর্জামোড় থেকে অভিযান শুরু হয় । কিন্তু, পৌরনিগম পৌঁছানোর আগেই জি টি রোডে পুলিশ ব্যারিকেড করে অভিযানে বাধা দেয় । ক্ষুব্ধ BJP কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে দেয় । তখন লাঠিচার্জ করে পুলিশ । ছত্রভঙ্গ হন BJP কর্মীরা । ঘটনায় জখম হন BJP নেতা বাপ্পা চট্টোপাধ্যায় ও কাউন্সিলর ভৃগু ঠাকুরসহ সাতজন BJP কর্মী । পালটা ইট-পাটকেল ছোড়েন BJP কর্মীরা । জখম হন পাঁচজন পুলিশ কর্মী । এরপর তাঁদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । বন্ধ হয় অভিযান ।

এই সংক্রান্ত আরও খবর : BJP-র পৌরনিগম ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার আসানসোলে

এরপর আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে তৃণমূল, BJP-র পালটা মিছিল করে । হটনরোড থেকে শুরু করে জি টি রোড পর্যন্ত এই মিছিল চলে । সেই মিছিলে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তৃণমূল কর্মীদের হাঁটতে দেখা যায় ।

প্রথমে BJP ও পরে তাদের পালটা দিতে তৃণমূলের অভিযানকে কেন্দ্র করে একপ্রকার স্তব্ধ হয়ে যায় আসানসোল । অন্যদিকে, এই অভিযান চলাকালীন মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের সামনে ঘুরতে দেখা যায় কয়েকজনকে । কিন্তু এদের পরিচয় কী ? তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে । আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, পৌরনিগমে আয়োজিত রক্তদান শিবির বানচাল করতেই রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীদের আনিয়েছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল BJP জেলা সহ সভাপতি অলোক সিং । তাঁর পালটা দাবি, BJP-র অভিযান বানচাল করতে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি করেছে ।

এদিকে পুলিশের অনুমতি পেয়েই পৌরনিগম অভিযান করে জেলা BJP । কিন্তু তারপরেও কেন পুলিশ ব্যারিকেড করল তা নিয়ে উঠছে প্রশ্ন । এবিষয়ে পুলিশের স্পষ্ট জবাব মেলেনি ।

Intro:পুলিশের সামনেই বন্দুক হাতে ওরা কারা?
আসানসোল

পুলিশের সামনে বন্দুক হাতে ওরা কারা? আসানসোলে বিজেপির পুরনিগম ঘেরাও ঘিরে দুস্কৃতিদের দেখা গেল বন্দুক হাতে ঘুরতে। তারা কারা? এনিয়ে দুপক্ষই দুপক্ষকে দোষ দিয়েছে।
আজ দুপুরে বিজেপির পুরনিগমের ঘেরাও অভিযান ছিল। তা থেকে উত্তেজনা ছড়ায়। এই অভিযান ঘিরে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল পাঠায়। কোন বোমা বা গুলি অভিযানে না চললেও বন্দুক হাতে দুস্কৃতিদের দেখা গিয়েছে। এই দুস্কৃতি কারা?
বিজেপির জেলা সহ সভাপতি অলোক সিং দাবি করেছেন পুলিশের সাথে তৃণমূল আশ্রিত কয়লা মাফিয়ারা বোমা ও বন্দুক নিয়ে তান্ডব চালিয়েছে।
পাশাপাশি পালটা অভিযোগ আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির। তিনি জানিয়েছেন, পুরনিগমে রক্তদান শিবির চলছিল। সেই শিবিরকে বানচাল করতে ঝাড়খন্ড থেকে প্রচুর দুস্কৃতিদের নিয়ে এসেছিল বিজেপি। তারাই তান্ডব চালিয়েছে। পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীরাও প্রতিহত করেছে দুস্কৃতি তান্ডব। আমরা আসানসোলকে অশান্ত হতে দেব না।
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন পুলিশের এই অত্যাচার গণতন্ত্রের উপরে নির্মম আঘাত। এর প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়ানো প্রয়োজন।
যদিও সাদা কাপড়ে মুখ ঢাকা বন্দুক হাতে যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Body:..Conclusion:
Last Updated : Jul 5, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.