ETV Bharat / state

থিম্যাটিক, মধুবনী আর্টে সেজে উঠছে আসানসোল স্টেশন - Asansol station

আসানসোল স্টেশনের দেওয়ালে ছবি আঁকার জন্য থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকে । শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে । শুধু তাই নয় আগামীদিনে গৌতম বুদ্ধের জীবনি ছবির মাধ্যমে উঠে আসবে ওয়াল পেইন্টিংয়ে । অন্যদিকে, বেশ কিছু দেওয়ালে মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে । বিহারের অন্যতম লোক সংস্কৃতি এই মধুবনী আর্ট । ভারতীয় সংস্কৃতিকে বজায় রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুমিতবাবু ।

আসানসোল স্টেশন
author img

By

Published : Sep 21, 2019, 12:20 PM IST

আসানসোল, 21 সেপ্টেম্বর : পুজোর আগেই আসানসোল স্টেশনকে সাজিয়ে তুলতে বিশেষভাবে উদ্যোগী হল আসানসোল রেল ডিভিশন । স্টেশন চত্বর থেকে শুরু করে স্টেশন রোড পর্যন্ত রেলের সমস্ত দেওয়ালে আঁকা হচ্ছে অসাধারণ সব ছবি । আসানসোল ডিভিশনের DRM সুমিত সরকার জানিয়েছেন, থিম্যাটিক এবং মধুবনী আর্ট দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে আসানসোল স্টেশন ।

Madhubani art
আসানসোল স্টেশন

আসানসোল স্টেশনের দেওয়ালে ছবি আঁকার জন্য থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকে । শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে । শুধু তাই নয় আগামীদিনে গৌতম বুদ্ধের জীবনি ছবির মাধ্যমে উঠে আসবে ওয়াল পেইন্টিংয়ে ।

Madhubani art
শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে

অন্যদিকে, বেশ কিছু দেওয়ালে মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে । বিহারের অন্যতম লোক সংস্কৃতি এই মধুবনী আর্ট । ভারতীয় সংস্কৃতিকে বজায় রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুমিতবাবু ।

Madhubani art
মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে

সুমিতবাবু বলেন, "দিল্লি, উত্তরপ্রদেশ এবং আসানসোলের পেশাদার শিল্পীরা এই ছবি আঁকছেন । পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে ৷ তখন স্টেশন আরও সুন্দর হয়ে উঠবে ।"

ভিডিয়োয় শুনুন সুমিতবাবুর বক্তব্য

আসানসোল, 21 সেপ্টেম্বর : পুজোর আগেই আসানসোল স্টেশনকে সাজিয়ে তুলতে বিশেষভাবে উদ্যোগী হল আসানসোল রেল ডিভিশন । স্টেশন চত্বর থেকে শুরু করে স্টেশন রোড পর্যন্ত রেলের সমস্ত দেওয়ালে আঁকা হচ্ছে অসাধারণ সব ছবি । আসানসোল ডিভিশনের DRM সুমিত সরকার জানিয়েছেন, থিম্যাটিক এবং মধুবনী আর্ট দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে আসানসোল স্টেশন ।

Madhubani art
আসানসোল স্টেশন

আসানসোল স্টেশনের দেওয়ালে ছবি আঁকার জন্য থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকে । শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে । শুধু তাই নয় আগামীদিনে গৌতম বুদ্ধের জীবনি ছবির মাধ্যমে উঠে আসবে ওয়াল পেইন্টিংয়ে ।

Madhubani art
শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে

অন্যদিকে, বেশ কিছু দেওয়ালে মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে । বিহারের অন্যতম লোক সংস্কৃতি এই মধুবনী আর্ট । ভারতীয় সংস্কৃতিকে বজায় রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুমিতবাবু ।

Madhubani art
মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে

সুমিতবাবু বলেন, "দিল্লি, উত্তরপ্রদেশ এবং আসানসোলের পেশাদার শিল্পীরা এই ছবি আঁকছেন । পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে ৷ তখন স্টেশন আরও সুন্দর হয়ে উঠবে ।"

ভিডিয়োয় শুনুন সুমিতবাবুর বক্তব্য
Intro:wb_asn_01_rail_wall_painting_7203430

থিম্যাটিক, মধুবনী আর্টে সেজে উঠছে আসানসোল স্টেশন

পুজোর আগেই আসানসোল স্টেশনকে সাজিয়ে তুলতে বিশেষভাবে উদ্যোগী হল আসানসোল রেল ডিভিশন। স্টেশন চত্বর থেকে শুরু করে স্টেশন রোড পর্যন্ত রেলের সমস্ত দেওয়ালে আঁকা হচ্ছে অসাধারণ সব ছবি। আসানসোল ডিভিশনে ডিআরএম সুমিত সরকার জানিয়েছেন থিম্যাটিক এবং মধুবনী আর্ট দিয়েইসাজিয়ে তোলা হচ্ছে আসানসোল স্টেশন।
পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। দেওয়ালে ছবি আঁকার জন্য থিম হিসেবে বেছে নেয়া হয়েছে শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে উঠে এসেছে রেলের দেওয়ালে। শুধু তাই নয় আগামী দিনে গৌতম বুদ্ধের জীবনী ছবির মাধ্যমে উঠে আসবে ওয়াল পেইন্টিংয়ে। অন্যদিকে বেশকিছু দেওয়ালে মধুবনী আর্ট দিয়ে ছবি আঁকা হচ্ছে। বিহারের অন্যতম লোক সংস্কৃতি এই মধুবনী আর্ট।ভারতীয় সংস্কৃতিকে বজায় রাখতেই এমন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডিআরএম সুমিত সরকার জানিয়েছেন। দিল্লি, উত্তরপ্রদেশ এবং আসানসোলের পেশাদার শিল্পীরা এই ছবি আঁকছেন। ইতিমধ্যেই ছবি দেখে মানুষের মন জুড়িয়ে গেছে ।পুজোর আগেই সমস্ত কাজ শেষ হবে বলে জানিয়েছেন DRM। তখন স্টেশন আরো সুন্দর হয়ে উঠবে।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.