ETV Bharat / state

Asansol Railway Station : রেল পর্ষদের নির্দেশে বিশ্বমানের রূপ পেতে চলেছে আসানসোল স্টেশন

author img

By

Published : Dec 8, 2021, 1:25 PM IST

বিশ্বমানের রেল স্টেশন হতে চলেছে আসানসোল (Asansol railway station to be upgraded with world class facilities) ৷ রেল পর্ষদের তরফে এ সক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে পূর্ব রেলের কাছে ৷ সেই মতো তৎপরতাও শুরু হয়ে গিয়েছে ৷ আগামী 2 বছরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পূর্ব রেল সূত্রে খবর ৷

Asansol Station will Get World Class Look
বিশ্বমানের রূপ পেতে চলেছে আসানসোল স্টেশন

আসানসোল, 8 ডিসেম্বর : কখনও মধুবনী থিমেটিক আর্ট, আবার কখনও ভার্টিক্যাল গার্ডেন, স্ক্র্যাপ গার্ডেন, অক্সিজেন পার্ক সহ অত্যাধুনিক চোখ ধাঁধানো ভিআইপি লাউঞ্জ ৷ সৌন্দর্যের নিরিখে বরাবরই নজর কেড়েছে আসানসোল রেল স্টেশন ৷ এ বার সেই আসানসোল রেল স্টেশনকে (Asansol Railway Station) বিশ্বমানের স্টেশন তৈরি করার স্বীকৃতি দিল রেল পর্ষদ। ইতিমধ্যেই সেই স্বীকৃতি পূর্ব রেলের জিএম’র কাছে গিয়ে পৌঁছেছে ৷ তার পরই শুরু হয়েছে তোড়জোড় ৷ আর সেটা সম্পন্ন হলে পূর্ব রেলের প্রথম আন্তর্জাতিক মানের স্টেশন হবে আসানসোল (Asansol railway station to be upgraded with world class facilities) ৷

বাংলা, ঝাড়খণ্ড এবং বিহার এই তিন রাজ্যের মধ্যে বিস্তৃত আসানসোল রেল ডিভিশন ৷ আর আসানসোল রেল ডিভিশনের অন্যতম পরিচ্ছন্ন, উন্নত এবং আধুনিক রেল স্টেশন হল আসানসোল ৷ পূর্ব ভারতের এই তিন রাজ্যের সংযোগকারী অন্যতম বড় জংশন এটি ৷ এই স্টেশনের ঐতিহাসিক গুরুত্বও কম নয় ৷ ব্রিটিশ আমলে তৈরি হওয়া আসানসোল ডিভিশনে বহু হেরিটেজ ভবন এবং ঐতিহাসিক নির্মাণ রয়েছে ৷ সেই সব হেরিটেজ ভবনগুলিকে রক্ষা করা, সংস্কার করা এবং বিশেষ করে আসানসোল স্টেশনকে উন্নত মানের গড়ে তোলার কাজ দীর্ঘদিন ধরেই চলছে ৷

Asansol Station will Get World Class Look
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অফিস

চোখ ধাঁধানো আলো, সৌন্দর্য নিয়ে আসানসোল স্টেশন পূর্ব রেলের অন্যতম গর্ব ৷ এবার সেই স্টেশনকে মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ-এর মত বিশ্বমানের রেলস্টেশন তৈরি করার স্বীকৃতি দিয়েছে রেল পর্ষদ ৷ রেল পর্ষদের থেকে পূর্ব রেলের জিএম’র কাছে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী দু’বছরের মধ্যেই আসানসোল রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনের রূপ দেওয়া হবে ৷ যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা যেমন থাকবে ৷ তেমনি যাত্রীদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা থাকবে আসানসোল রেল স্টেশনে ৷ বিদেশের মডেল স্টেশনগুলিকে অনুসরণ করেই আসানসোল স্টেশনকে তৈরি করা হবে বলে রেল সূত্রে খবর ৷

Asansol Station
আসানসোল রেল স্টেশন

আরও পড়ুন : আসানসোল রেল স্টেশনে লাগানো স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিন

স্টেশনের সৌন্দর্যায়নের পাশাপাশি, বিমানবন্দরের মতো যাত্রীদের লাগেজ পরীক্ষার স্বয়ংক্রিয় যন্ত্র থাকবে ৷ বিশ্রাম কক্ষ, ইন্টারনেট পরিষেবা, বায়ো টয়লেট, পরিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা সবই বিশ্বমানের হবে বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেল স্টেশনকে বিশ্বমানের করা হয়েছে ৷ আসানসোল স্টেশনকে বিশ্বমানের করার নির্দেশ আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৷

Asansol Station will Get World Class Look
পূর্ব রেলের অন্তর্গত হেরিটেজ সুভাষ ইনস্টিটিউট

আরও পড়ুন : Sniffer Dogs : স্বাধীনতা দিবসের আগে তৎপর লাইকা-জোজো

আসানসোল স্টেশনের পাঁচজন আধিকারিক হাবিবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ সেখানে কী কী সুযোগ সুবিধা আছে ? কীভাবে তৈরি হয়েছে স্টেশন ? তা দেখার জন্য রেল আধিকারিকরা সেখানে গিয়েছেন ৷ আসানসোল রেল ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার মুকেশ কুমার মিনার নেতৃত্বে এই বিশেষ দল হাবিবগঞ্জ গিয়েছে ৷ রেলের এই বিশেষ দল হাবিবগঞ্জ থেকে ঘুরে আসার পর, আধুনিকীকরণ নিয়ে কী কী পরিকল্পনা নেওয়া হবে ? তার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে এবং সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে পূর্ব রেলে অনুমোদনের জন্য ৷

Asansol Station will Get World Class Look
ব্রিটিশ আমলে তৈরি আসানসোলের রেল হাসপাতল বার্লিংটন হাউস

আসানসোল, 8 ডিসেম্বর : কখনও মধুবনী থিমেটিক আর্ট, আবার কখনও ভার্টিক্যাল গার্ডেন, স্ক্র্যাপ গার্ডেন, অক্সিজেন পার্ক সহ অত্যাধুনিক চোখ ধাঁধানো ভিআইপি লাউঞ্জ ৷ সৌন্দর্যের নিরিখে বরাবরই নজর কেড়েছে আসানসোল রেল স্টেশন ৷ এ বার সেই আসানসোল রেল স্টেশনকে (Asansol Railway Station) বিশ্বমানের স্টেশন তৈরি করার স্বীকৃতি দিল রেল পর্ষদ। ইতিমধ্যেই সেই স্বীকৃতি পূর্ব রেলের জিএম’র কাছে গিয়ে পৌঁছেছে ৷ তার পরই শুরু হয়েছে তোড়জোড় ৷ আর সেটা সম্পন্ন হলে পূর্ব রেলের প্রথম আন্তর্জাতিক মানের স্টেশন হবে আসানসোল (Asansol railway station to be upgraded with world class facilities) ৷

বাংলা, ঝাড়খণ্ড এবং বিহার এই তিন রাজ্যের মধ্যে বিস্তৃত আসানসোল রেল ডিভিশন ৷ আর আসানসোল রেল ডিভিশনের অন্যতম পরিচ্ছন্ন, উন্নত এবং আধুনিক রেল স্টেশন হল আসানসোল ৷ পূর্ব ভারতের এই তিন রাজ্যের সংযোগকারী অন্যতম বড় জংশন এটি ৷ এই স্টেশনের ঐতিহাসিক গুরুত্বও কম নয় ৷ ব্রিটিশ আমলে তৈরি হওয়া আসানসোল ডিভিশনে বহু হেরিটেজ ভবন এবং ঐতিহাসিক নির্মাণ রয়েছে ৷ সেই সব হেরিটেজ ভবনগুলিকে রক্ষা করা, সংস্কার করা এবং বিশেষ করে আসানসোল স্টেশনকে উন্নত মানের গড়ে তোলার কাজ দীর্ঘদিন ধরেই চলছে ৷

Asansol Station will Get World Class Look
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অফিস

চোখ ধাঁধানো আলো, সৌন্দর্য নিয়ে আসানসোল স্টেশন পূর্ব রেলের অন্যতম গর্ব ৷ এবার সেই স্টেশনকে মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ-এর মত বিশ্বমানের রেলস্টেশন তৈরি করার স্বীকৃতি দিয়েছে রেল পর্ষদ ৷ রেল পর্ষদের থেকে পূর্ব রেলের জিএম’র কাছে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী দু’বছরের মধ্যেই আসানসোল রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনের রূপ দেওয়া হবে ৷ যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা যেমন থাকবে ৷ তেমনি যাত্রীদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা থাকবে আসানসোল রেল স্টেশনে ৷ বিদেশের মডেল স্টেশনগুলিকে অনুসরণ করেই আসানসোল স্টেশনকে তৈরি করা হবে বলে রেল সূত্রে খবর ৷

Asansol Station
আসানসোল রেল স্টেশন

আরও পড়ুন : আসানসোল রেল স্টেশনে লাগানো স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিন

স্টেশনের সৌন্দর্যায়নের পাশাপাশি, বিমানবন্দরের মতো যাত্রীদের লাগেজ পরীক্ষার স্বয়ংক্রিয় যন্ত্র থাকবে ৷ বিশ্রাম কক্ষ, ইন্টারনেট পরিষেবা, বায়ো টয়লেট, পরিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা সবই বিশ্বমানের হবে বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেল স্টেশনকে বিশ্বমানের করা হয়েছে ৷ আসানসোল স্টেশনকে বিশ্বমানের করার নির্দেশ আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৷

Asansol Station will Get World Class Look
পূর্ব রেলের অন্তর্গত হেরিটেজ সুভাষ ইনস্টিটিউট

আরও পড়ুন : Sniffer Dogs : স্বাধীনতা দিবসের আগে তৎপর লাইকা-জোজো

আসানসোল স্টেশনের পাঁচজন আধিকারিক হাবিবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ সেখানে কী কী সুযোগ সুবিধা আছে ? কীভাবে তৈরি হয়েছে স্টেশন ? তা দেখার জন্য রেল আধিকারিকরা সেখানে গিয়েছেন ৷ আসানসোল রেল ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার মুকেশ কুমার মিনার নেতৃত্বে এই বিশেষ দল হাবিবগঞ্জ গিয়েছে ৷ রেলের এই বিশেষ দল হাবিবগঞ্জ থেকে ঘুরে আসার পর, আধুনিকীকরণ নিয়ে কী কী পরিকল্পনা নেওয়া হবে ? তার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে এবং সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে পূর্ব রেলে অনুমোদনের জন্য ৷

Asansol Station will Get World Class Look
ব্রিটিশ আমলে তৈরি আসানসোলের রেল হাসপাতল বার্লিংটন হাউস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.