ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরের যশ বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠাল আসানসোল পৌরনিগম এবং সিটি কেবল - Asansol Municipal Corporation

পূর্ব মেদিনীপুরের যশ বিধ্বস্ত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ পাঠিয়ে সাহায্য করল আসানসোল পৌর নিগম ৷ প্রশাসনের পাশে ছিল সিটি কেবল ৷ আগামীতে প্রয়োজনে আবারও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে আসানসোল পৌরনিগম ও সিটি কেবলের কর্মকর্তা ৷

পূর্ব মেদিনীপুরের যশ বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠাল আসানসোল পৌরনিগম এবং সিটি কেবল
পূর্ব মেদিনীপুরের যশ বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠাল আসানসোল পৌরনিগম এবং সিটি কেবল
author img

By

Published : Jun 4, 2021, 8:43 PM IST

আসানসোল, 4 জুন : আসানসোল পৌর নিগম এবং সিটি কেবলের যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুরের যশ দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হল ৷ আজ আসানসোলের বার্নপুর রোড থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ ভর্তি বাস পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। নারকেল ফাটিয়ে এই যাত্রার শুভ সূচনা করেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুর বোর্ডের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, সিটি কেবলের দক্ষিণবঙ্গের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।


সিটি কেবলের তরফে জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, সিটি কেবলের পক্ষ থেকে এক হাজার মানুষের জন্য ত্রাণ এবং পৌরনিগমের পক্ষ থেকে 500 মানুষের জন্য ত্রাণ ও ত্রিপল সহ অন্যান্য জিনিসপত্র পূর্ব মেদিনীপুরের শংকরপুর এলাকায় পাঠানো হয়েছে । আগামী দিনে যদি আরও প্রয়োজন হয় তখনও সাহায্য করা হবে ৷

আসানসোল পৌরনিগমের প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "সিটি কেবলের পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল। আমরা তাই পাশে থেকেছি। আমাদের যখনই কেউ ডাকবে আসানসোল পৌরনিগম এভাবেই পাশে থাকবে।"

আরও পড়ুন : এবার করোনার টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি

সিটি কেবলের এই উদ্যোগ এবং আসানসোল পৌরনিগমের এই পাশে থাকাকে স্বাগত জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। তিনি বলেন, "কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। বারবার তারা অন্য রাজ্যকে ত্রাণ পাঠাচ্ছে । অথচ বাংলার বেলায় কিছু নেই। বাংলার মানুষের জন্য বাংলার মানুষই পাশে রয়েছেন। ওরা যত আমাদের বঞ্চিত করবে, আমরা তত একে অন্যের পাশে থাকব। "

আসানসোল, 4 জুন : আসানসোল পৌর নিগম এবং সিটি কেবলের যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুরের যশ দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হল ৷ আজ আসানসোলের বার্নপুর রোড থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ ভর্তি বাস পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। নারকেল ফাটিয়ে এই যাত্রার শুভ সূচনা করেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুর বোর্ডের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, সিটি কেবলের দক্ষিণবঙ্গের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।


সিটি কেবলের তরফে জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, সিটি কেবলের পক্ষ থেকে এক হাজার মানুষের জন্য ত্রাণ এবং পৌরনিগমের পক্ষ থেকে 500 মানুষের জন্য ত্রাণ ও ত্রিপল সহ অন্যান্য জিনিসপত্র পূর্ব মেদিনীপুরের শংকরপুর এলাকায় পাঠানো হয়েছে । আগামী দিনে যদি আরও প্রয়োজন হয় তখনও সাহায্য করা হবে ৷

আসানসোল পৌরনিগমের প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "সিটি কেবলের পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল। আমরা তাই পাশে থেকেছি। আমাদের যখনই কেউ ডাকবে আসানসোল পৌরনিগম এভাবেই পাশে থাকবে।"

আরও পড়ুন : এবার করোনার টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি

সিটি কেবলের এই উদ্যোগ এবং আসানসোল পৌরনিগমের এই পাশে থাকাকে স্বাগত জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। তিনি বলেন, "কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। বারবার তারা অন্য রাজ্যকে ত্রাণ পাঠাচ্ছে । অথচ বাংলার বেলায় কিছু নেই। বাংলার মানুষের জন্য বাংলার মানুষই পাশে রয়েছেন। ওরা যত আমাদের বঞ্চিত করবে, আমরা তত একে অন্যের পাশে থাকব। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.