ETV Bharat / state

আসুন কুস্তি লড়ি, দেখি কার কত শক্তি : বাবুলকে চ্যালেঞ্জ জিতেন্দ্রর - Jitendra Tiwari

বাবুল সুপ্রিয়কে মদয়ানে নেমে কুস্তি লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ বললেন , " আমার শক্তি কি বাবুলের থেকে কম না কি? "

আসানসোল
author img

By

Published : Jul 30, 2019, 8:27 PM IST

আসানসোল, 30 জুলাই : পুলিশকে ব্যবহার করে তৃণমূল তাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ এনেছে BJP । এই অভিযোগের প্রতিক্রিয়ায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুব সুপ্রিয়র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ৷ বললেন , "আসুন না ময়দানে কুস্তি লড়ি, দেখি কার কত শক্তি ।"

গতকাল পুলিশি হেপাজত শেষে BJP-র যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে আসানসোল জেলা আদালতে তোলা হয় । তাঁকে আগামী 31 জুলাই পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । আদালত চত্বরেই অরিজিৎরায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ৷

তিনি বলেন, "আসানসোলের মানুষের পৌর পরিষেবা না পাওয়ার প্রতিবাদ করে যদি ১০ বার জেলে যেতে হয় তবে তাই যাব । আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে বলতে চাই আপনি যে কথায় কথায় নিজেকে এক বাপের ব্যাটা বলেন, যারা প্রকৃত এক বাপের ব্যাটা হয় তারা এভাবে পুলিশকে ব্যবহার করে না । বাবুল সুপ্রিয়র নেতৃত্বে আসানসোল থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে হবে ।''

প্রসঙ্গত পৌরনিগম ঘেরাও অভিযানে অশান্তি ছড়ানোর দায়ে BJPর যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছিল । অরিজিৎ রায় সহ অন্য কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে BJP ইতিমধ্যেই একাধিকবার থানা ঘেরাও করেছে ৷ পুলিশকে অপব্যবহারের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷

বারবার এই অভিযোগ উঠলেও বরাবর কৌশলে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে এবার সরাসরি আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসাসোলের মেয়র ৷ জিতেন্দ্র তিওয়ারি বলেন, ''আমার শক্তি কি বাবুলের থেকে কম না কি? আসুন কুস্তির ময়দানে । সেখানে লড়াই হোক । দেখি কার কত শক্তি । আমাকে আমার শক্তি প্রদর্শনের জন্য পুলিশকে ব্যবহার করতে হবে কেন? কেউ অন্যায় কাজ করলে পুলিশ তার কাজ করবে, পুলিশ ছেড়ে দেবে না । "

আসানসোল, 30 জুলাই : পুলিশকে ব্যবহার করে তৃণমূল তাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ এনেছে BJP । এই অভিযোগের প্রতিক্রিয়ায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুব সুপ্রিয়র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ৷ বললেন , "আসুন না ময়দানে কুস্তি লড়ি, দেখি কার কত শক্তি ।"

গতকাল পুলিশি হেপাজত শেষে BJP-র যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে আসানসোল জেলা আদালতে তোলা হয় । তাঁকে আগামী 31 জুলাই পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । আদালত চত্বরেই অরিজিৎরায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ৷

তিনি বলেন, "আসানসোলের মানুষের পৌর পরিষেবা না পাওয়ার প্রতিবাদ করে যদি ১০ বার জেলে যেতে হয় তবে তাই যাব । আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে বলতে চাই আপনি যে কথায় কথায় নিজেকে এক বাপের ব্যাটা বলেন, যারা প্রকৃত এক বাপের ব্যাটা হয় তারা এভাবে পুলিশকে ব্যবহার করে না । বাবুল সুপ্রিয়র নেতৃত্বে আসানসোল থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে হবে ।''

প্রসঙ্গত পৌরনিগম ঘেরাও অভিযানে অশান্তি ছড়ানোর দায়ে BJPর যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছিল । অরিজিৎ রায় সহ অন্য কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে BJP ইতিমধ্যেই একাধিকবার থানা ঘেরাও করেছে ৷ পুলিশকে অপব্যবহারের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷

বারবার এই অভিযোগ উঠলেও বরাবর কৌশলে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে এবার সরাসরি আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসাসোলের মেয়র ৷ জিতেন্দ্র তিওয়ারি বলেন, ''আমার শক্তি কি বাবুলের থেকে কম না কি? আসুন কুস্তির ময়দানে । সেখানে লড়াই হোক । দেখি কার কত শক্তি । আমাকে আমার শক্তি প্রদর্শনের জন্য পুলিশকে ব্যবহার করতে হবে কেন? কেউ অন্যায় কাজ করলে পুলিশ তার কাজ করবে, পুলিশ ছেড়ে দেবে না । "

Intro:wb_asn_02_bjp_jiten_controvercy_bt arijit_tarak_7203430.mp4

এই স্লাগেই RAP এ পাঠান হয়েছে বাবুলকে কুস্তিতে আহ্বান জিতেন্দ্রর। সেই কপির পরিপ্রেক্ষিতে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিত রায়ের বাইট পাঠালামBody:wb_asn_02_bjp_jiten_controvercy_tarak_7203430

এই স্লাগেই RAP এ পাঠান হয়েছে বাবুলকে কুস্তিতে আহ্বান জিতেন্দ্রর। সেই কপির পরিপ্রেক্ষিতে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিত রায়ের বাইট পাঠালামConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.