ETV Bharat / state

'উধাও' সুফল বাংলার গাড়ি, আসানসোলে মিলছে না সরকারি পিঁয়াজ

এই অগ্নিমূল্য বাজারে রাজ্যের অন্য জায়গায় 59 টাকা কেজি পিঁয়াজ পাওয়া গেলেও আসানসোলের বাসিন্দাদের কিনতে হচ্ছে সেই চড়া দামেই । কারণ আসানসোলে নেই সুফল বাংলার কোনও গাড়ি বা স্টল । বিষয়টি স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায় ।

আসানসোল
আসানসোল
author img

By

Published : Dec 10, 2019, 10:16 PM IST

Updated : Dec 10, 2019, 11:59 PM IST

আসানসোল, 10 ডিসেম্বর : বাজারে চড়া দাম পিঁয়াজের । সরকারের তরফে সুফল বাংলায় মিলছে তুলনামূলক কম দামে পিঁয়াজ । ভ্রাম্যমান গাড়ি বা স্টলে মজুত রাখা হচ্ছে পিঁয়াজের স্টক । কিন্তু এই সুবিধে থেকে ব্রাত্য আসানসোল । ফলে এই অগ্নিমূল্য বাজারে রাজ্যের অন্য জায়গায় 59 টাকা কেজি পিঁয়াজ পাওয়া গেলেও আসানসোলের বাসিন্দাদের কিনতে হচ্ছে সেই চড়া দামেই । কারণ আসানসোলে নেই সুফল বাংলার কোনও গাড়ি বা স্টল ।

গত বছর জুলাই নাগাদ আসানসোলে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমাণ বিপণি গাড়ির । কিন্তু কয়েকদিন পরই বাজার থেকে সেই গাড়িটি উধাও হয়ে যায় । বর্তমানে রাজ্য সরকার যখন সুফল প্রকল্পে গোটা রাজ্যে কম দামে পিঁয়াজ দিচ্ছে তখন বঞ্চিত হচ্ছে আসানসোলবাসী । আসানসোলের বাসিন্দারা গাড়িটি খোঁজাখুঁজি করলেও তা পাওয়া যাচ্ছে না । গোটা জেলায় নেই সুফল বাংলার কোনও স্টলও ।

2018 সালের 24 জুলাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের অধীনে সুফল বাংলা প্রকল্পের ওই ভ্রাম্যমাণ বিপণি গাড়িটি । সরকারি মূল্যে সবজি থেকে শুরু করে নানা রাজ্যের চাল মিলত এতে । অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে । কিন্তু হঠাৎই বাজার থেকে উধাও হয়ে যায় । কেন বন্ধ হয়ে গেল এই বিপণি গাড়ি তার কোনও সঠিক কারণ সরকারি আধিকারিকরা দেখাতে পারেননি । অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় কোনও সুফল কেন্দ্রও নেই । ফলে সুফল বাংলা প্রকল্পে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ কেনা থেকে বঞ্চিত হচ্ছে আসানসোলের বাসিন্দারা ।

দেখুন কী বললেন কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায়

বিষয়টি স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায় । তাঁর কথায়, "বর্তমানে এই জেলায় সুফল কেন্দ্র নেই । আমরা একটি ভ্রাম্যমাণ গাড়ি শুরু করেছিলাম । সেটিও নানা কারণে বন্ধ হয়ে গেছে । এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আসানসোলের মানুষকে কম দামে পিঁয়াজ দিতে পারছি না । তবে আগামী দিনে সরকারিভাবে যদি দেড় হাজার স্কয়্যার ফিট একটি ঘর পাওয়া যায় তবে স্থায়ী সুফল কেন্দ্র আসানসোলে গড়ে তুলব ।"

আসানসোল, 10 ডিসেম্বর : বাজারে চড়া দাম পিঁয়াজের । সরকারের তরফে সুফল বাংলায় মিলছে তুলনামূলক কম দামে পিঁয়াজ । ভ্রাম্যমান গাড়ি বা স্টলে মজুত রাখা হচ্ছে পিঁয়াজের স্টক । কিন্তু এই সুবিধে থেকে ব্রাত্য আসানসোল । ফলে এই অগ্নিমূল্য বাজারে রাজ্যের অন্য জায়গায় 59 টাকা কেজি পিঁয়াজ পাওয়া গেলেও আসানসোলের বাসিন্দাদের কিনতে হচ্ছে সেই চড়া দামেই । কারণ আসানসোলে নেই সুফল বাংলার কোনও গাড়ি বা স্টল ।

গত বছর জুলাই নাগাদ আসানসোলে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমাণ বিপণি গাড়ির । কিন্তু কয়েকদিন পরই বাজার থেকে সেই গাড়িটি উধাও হয়ে যায় । বর্তমানে রাজ্য সরকার যখন সুফল প্রকল্পে গোটা রাজ্যে কম দামে পিঁয়াজ দিচ্ছে তখন বঞ্চিত হচ্ছে আসানসোলবাসী । আসানসোলের বাসিন্দারা গাড়িটি খোঁজাখুঁজি করলেও তা পাওয়া যাচ্ছে না । গোটা জেলায় নেই সুফল বাংলার কোনও স্টলও ।

2018 সালের 24 জুলাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের অধীনে সুফল বাংলা প্রকল্পের ওই ভ্রাম্যমাণ বিপণি গাড়িটি । সরকারি মূল্যে সবজি থেকে শুরু করে নানা রাজ্যের চাল মিলত এতে । অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে । কিন্তু হঠাৎই বাজার থেকে উধাও হয়ে যায় । কেন বন্ধ হয়ে গেল এই বিপণি গাড়ি তার কোনও সঠিক কারণ সরকারি আধিকারিকরা দেখাতে পারেননি । অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় কোনও সুফল কেন্দ্রও নেই । ফলে সুফল বাংলা প্রকল্পে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ কেনা থেকে বঞ্চিত হচ্ছে আসানসোলের বাসিন্দারা ।

দেখুন কী বললেন কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায়

বিষয়টি স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায় । তাঁর কথায়, "বর্তমানে এই জেলায় সুফল কেন্দ্র নেই । আমরা একটি ভ্রাম্যমাণ গাড়ি শুরু করেছিলাম । সেটিও নানা কারণে বন্ধ হয়ে গেছে । এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আসানসোলের মানুষকে কম দামে পিঁয়াজ দিতে পারছি না । তবে আগামী দিনে সরকারিভাবে যদি দেড় হাজার স্কয়্যার ফিট একটি ঘর পাওয়া যায় তবে স্থায়ী সুফল কেন্দ্র আসানসোলে গড়ে তুলব ।"

Intro:গত বছর জুলাই মাস নাগাদ আসানসোলে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমান বিপণি গাড়ি। কিন্তু কয়েকদিন পরেই বাজার থেকে সেই গাড়িটি উধাও হয়ে যায়। বর্তমানে রাজ্য সরকার যখন সুফল প্রকল্পে গোটা রাজ্যে কম দামে পেঁয়াজ দিচ্ছে তখন সেই পেঁয়াজ কেনা থেকে বঞ্চিত হচ্ছে আসানসোল। আসানসোলবাসীরা খুঁজেও সুফল বাংলার সেই গাড়িটি পাচ্ছেন না কিংবা গোটা জেলায় সুফল বাংলার কোনো স্টল নেই বলেই জানা গেছে।


Body:২০১৮ সালের ২৪ জুলাই রাজ্যের মন্ত্রি মলয় ঘটক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের অধীনে সুফল বাংলা প্রকল্পের ওই ভ্রাম্যমাণ বিপণি। সরকারি মূল্যে সবজি থেকে শুরু করে নানান রাজ্যের চাল মিলত এই বিপণি গাড়িতে। অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে সুফল প্রকল্পের এই ভ্রাম্যমান বিপণি গাড়ি। কিন্তু হঠাৎই বাজার থেকে উধাও হয়ে যায় সেই ভ্রাম্যমান বিপণি গাড়িটি। কেন বন্ধ হয়ে গেল এই বিপণি গাড়ি তার কোনও সঠিক কারণ সরকারি আধিকারিকরা দেখাতে পারেন নি। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় কোন সুফল কেন্দ্র নেই। ফলে সুফলা প্রকল্পে গোটা রাজ্যে যখন ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ পাচ্ছে তখন সেই পেঁয়াজ কেনা থেকে বঞ্চিত হচ্ছে আসানসোলের বাসিন্দারা।
বিষয়টি স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহ রায়। তিনি জানিয়েছেন "বর্তমানে এই জেলায় সুফল কেন্দ্র নেই। আমরা একটি ভ্রাম্যমাণ গাড়ি শুরু করেছিলাম। সেটিও নানান কারণে বন্ধ হয়ে গিয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আসানসোলের মানুষকে কম দামে পেঁয়াজ দিতে পারছি না। তবে আগামী দিনে সরকারিভাবে যদি দেড় হাজার স্কয়ার ফিট একটি ঘর পাওয়া যায় তবে স্থায়ী সুফল কেন্দ্র আসানসোলে গড়ে তুলবো।"


Conclusion:
Last Updated : Dec 10, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.