ETV Bharat / state

Sand Mafia Arrested: পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ - আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট

বিহারের পটনা থেকে বেআইনি বালি কারবারে অভিযুক্ত (Sand Mafia) পারভেজ সিদ্দিকিকে (Parvez Siddique) গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Asansol Durgapur Police) ৷

Asansol Durgapur Police arrested Sand mafia Parvez from Bihar
গ্রেফতার পারভেজ
author img

By

Published : Nov 7, 2021, 6:08 PM IST

দুর্গাপুর, 7 নভেম্বর: বেআইনি বালি কারবারের বেতাজ বাদশা (Sand Mafia) পারভেজ সিদ্দিকিকে (Parvez Siddique) গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police) গোয়েন্দা দফতর । শনিবার বিহারের পটনা থেকে গোয়েন্দা দফতরের আধিকারিকরা পারভেজকে গ্রেফতার করেন ।

রবিবার সকালে পারভেজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । বিচারক তার 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বীরভূম-সহ একাধিক জায়গায় অবৈধভাবে বালিঘাট চালানোর অভিযোগ রয়েছে পারভেজের বিরুদ্ধে ৷ প্রায় কয়েকশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

আরও পড়ুন: Bhangar Clash : আব্বাসের সভা ঘিরে ধুন্ধুমার, রবির দুপুরে উত্তপ্ত ভাঙড়

কে এই পারভেজ সিদ্দিকি ? দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকি ছিলেন অতি সাধারণ এক যুবক । প্রথমে সে কাঁকসার একটি বালিঘাট চালাত । তারপরে ফুলে ফেঁপে ওঠে পারভেজ । কাঁকসা, ফরিদপুর, অণ্ডাল, পাণ্ডবেশ্বর থানা এলাকায় অজয় ও দামোদরে অবৈধ বালিঘাট থেকে বালি তুলে তা রাজ্যের বিভিন্ন জেলায় পাঠাত সে ।

Asansol Durgapur Police arrested Sand mafia Parvez from Bihar
পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ

বর্তমানে নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই পারভেজ । দুর্গাপুরের বহু জায়গায় সে বেনামে জমি কিনে রেখেছে বলেও সুত্র মারফত জানা গিয়েছে । তার চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷ পারভেজকে জেরা করে তদন্তের অগ্রগতির চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

দুর্গাপুর, 7 নভেম্বর: বেআইনি বালি কারবারের বেতাজ বাদশা (Sand Mafia) পারভেজ সিদ্দিকিকে (Parvez Siddique) গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police) গোয়েন্দা দফতর । শনিবার বিহারের পটনা থেকে গোয়েন্দা দফতরের আধিকারিকরা পারভেজকে গ্রেফতার করেন ।

রবিবার সকালে পারভেজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । বিচারক তার 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বীরভূম-সহ একাধিক জায়গায় অবৈধভাবে বালিঘাট চালানোর অভিযোগ রয়েছে পারভেজের বিরুদ্ধে ৷ প্রায় কয়েকশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

আরও পড়ুন: Bhangar Clash : আব্বাসের সভা ঘিরে ধুন্ধুমার, রবির দুপুরে উত্তপ্ত ভাঙড়

কে এই পারভেজ সিদ্দিকি ? দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকি ছিলেন অতি সাধারণ এক যুবক । প্রথমে সে কাঁকসার একটি বালিঘাট চালাত । তারপরে ফুলে ফেঁপে ওঠে পারভেজ । কাঁকসা, ফরিদপুর, অণ্ডাল, পাণ্ডবেশ্বর থানা এলাকায় অজয় ও দামোদরে অবৈধ বালিঘাট থেকে বালি তুলে তা রাজ্যের বিভিন্ন জেলায় পাঠাত সে ।

Asansol Durgapur Police arrested Sand mafia Parvez from Bihar
পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ

বর্তমানে নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই পারভেজ । দুর্গাপুরের বহু জায়গায় সে বেনামে জমি কিনে রেখেছে বলেও সুত্র মারফত জানা গিয়েছে । তার চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷ পারভেজকে জেরা করে তদন্তের অগ্রগতির চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.