আসানসোল, 27 এপ্রিল: গরুপাচার মামলায় আসানসোল সিবিআই আদালত থেকে জামিন পেলেন আব্দুল লতিফ ৷ কালো চেক জামা, জিন্স, মাথায় কালো টুপি, চোখে চশমা। এমন পোশাকেই বৃহস্পতিবার ভোররাতে আসানসোল সিবিআই আদালতে প্রবেশ করেন তিনি । তাঁকে যাতে কেউ চিনতে না-পারে তাই এমন পোশাকের আয়োজন। সুপ্রিম কোর্টের নির্দেশ মত আসানসোল সিবিআই আদালতে এসে হাজিরা দেন আব্দুল লতিফ । গরুপাচার মামলায় আগামী 4 মে পর্যন্ত তাঁর রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁকে শর্ত দেওয়া হয়েছিল যে আসানসোল সিবিআই আদালতে গিয়ে হাজিরা দিতে হবে । আদালত যা নির্দেশ দেবে সেই নির্দেশই তাঁকে পালন করতে হবে । সেই মতো বৃহস্পতিবার কাকভোরে আসানসোল সিবিআই আদালতে আসেন আব্দুল লতিফ ।
এদিন তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শেখর কুণ্ডু । আইনজীবী সিবিআই আদালতের বিচারককে বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে আব্দুল লতিফ আত্মসমর্পণ করতে এসেছেন ৷" সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তখন শেখর কুণ্ডুকে বলেন, "উনি আত্মসমর্পণ করতে কোথায়, উনিতো হাজিরা দিতে এসেছেন । আদালতের চোখে উনি পলাতক ।" বিচারক এরপর শেখর কুণ্ডুর কাছে জানতে চান, "আপনারা কী করতে চান ৷" তখন শেখর কুণ্ডু বলেন, "আমরা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন করতে এসেছি ।" বিচারক তখন বলেন, "এক্ষেত্রে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন করা যাবে না, করতে হলে বেল বন্ডে জামিনের আবেদন করতে হবে ।"
তবে তার আগে তিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের কাছে জানতে চান, তারা কী জিজ্ঞাসাবাদ করতে চাইছেন? সুশান্ত ভট্টাচার্য সিবিআই বিচারককে জানান, আগামী 4 মে পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ আছে । তাই আব্দুল লতিফকে হেফাজতে নেওয়ার প্রশ্ন নেই ৷ তবে তদন্তকারী অফিসার বলেন, "আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছি ।" আব্দুল লতিফের আইনজীবী শেখর কুণ্ডু জানান, তাঁর মক্কেল সবরকমভাবে তদন্তে সহযোগিতা করতে রাজি রয়েছেন । শেষ পর্যন্ত 15 হাজার টাকার বেল বন্ডে আব্দুল লতিফকে জামিন দিয়েছে আসানসোল সিবিআই আদালতের বিচারক ।
আরও পড়ুন: বৃহস্পতিবার ভোরে আসানসোল সিবিআই আদালতে আব্দুল লতিফ, শুনানি আজ