ETV Bharat / state

Anubrata Mondal আসানসোল সংশোধনাগারের প্রথম রাত হাসপাতালেই কাটল কেষ্টর - গরুপাচার

বুধবার তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ তাই এখন অনুব্রত মণ্ডলের ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগার ৷ জেনে নিন কেমন কাটল তাঁর প্রথম রাত (Anubrata Mondal) ৷

Asansol Anubrata Mondal
আসানসোলে অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 25, 2022, 10:13 AM IST

Updated : Aug 25, 2022, 11:28 AM IST

আসানসোল, 25 অগস্ট: এখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ সেখানে প্রথম রাত হাসপাতাল সেলেই কাটালেন কেষ্ট । যদিও জেল সূত্রে জানা গিয়েছে, খুব ভালো ঘুম হয়নি বীরভূমের দাপুটে তৃণমূল নেতার । সারারাতই উসখুস করেছেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হওয়ার কথা আসানসোল জেলা হাসপাতালে (Anubrata Mondal spends first night at Hospital) ।

বুধবার তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দেয় আসানসোল সিবিআই বিশেষ আদালতে ৷ এরপর তাঁকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে আসা হয় । নিয়মমাফিক প্রথমে তাঁকে সংশোধনাগারের আইসোলেশন সেলে নিয়ে যাওয়া হয় । সেখানে তার কোভিড পরীক্ষা হয় । রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তাঁকে শারীরিক অসুস্থতার কারণে আসানসোল সংশোধনাগারেই হাসপাতালে রাখা হয় । অনুব্রতর বরাতে জুটেছে একটি ছোট বেড । একটিমাত্র সিলিং ফ্যান ঘুরছে মাথার উপর ।

আরও পড়ুন : কোর্টেই কুর্তা বদল কেষ্টর, ঢুকলেন সাদায় বেরোলেন নীলে

জেলসূত্রে জানা গিয়েছে, বুধবার, 24 অগস্ট বিকেলে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডল সামান্য মুড়ি, চা, একটি বিস্কুট খেয়েছেন । সংশোধনাগারে তাঁর জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি । অন্য কয়েদিদের জন্য যে ব্যবস্থা, তেমনটাই বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির জন্যও । তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁর উপর একটু বেশি নজর রাখছে জেল কর্তৃপক্ষ । রাতে অন্য কয়েদিদের মতোই বরাদ্দ ছিল রুটি এবং কুমড়ো-আলুর সবজি ৷ তিনটি রুটি দিয়ে তাও খেয়েছেন অনুব্রত মণ্ডল । যদিও এদিন রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি । বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হবে ।

বুধবার তৃতীয়বারের জন্য আসানসোল সিবিআই বিশেষ আদালতে (Asansol CBI Special Court) হাজিরা দেন গরুপাচার মামলায় অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতি ৷ সেখানে তাঁকে খোশমেজাজেই দেখা গিয়েছে । শুনানির পরে পোশাকও বদলে নীল কুর্তা পরে আদালত থেকে বেরিয়ে আসেন । তিনি আদালতে ঢুকেছিলেন সাদা কুর্তা পরে (anubrata mondal changes kurta within court) ৷ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারেই রয়েছেন । ঘেরা প্রাচীরের ভিতরে দু'টি আলাদা সেলই এখন কেষ্ট এবং তাঁর দেহরক্ষী সায়গলের ঠিকানা ।

আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়

আসানসোল, 25 অগস্ট: এখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ সেখানে প্রথম রাত হাসপাতাল সেলেই কাটালেন কেষ্ট । যদিও জেল সূত্রে জানা গিয়েছে, খুব ভালো ঘুম হয়নি বীরভূমের দাপুটে তৃণমূল নেতার । সারারাতই উসখুস করেছেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হওয়ার কথা আসানসোল জেলা হাসপাতালে (Anubrata Mondal spends first night at Hospital) ।

বুধবার তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দেয় আসানসোল সিবিআই বিশেষ আদালতে ৷ এরপর তাঁকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে আসা হয় । নিয়মমাফিক প্রথমে তাঁকে সংশোধনাগারের আইসোলেশন সেলে নিয়ে যাওয়া হয় । সেখানে তার কোভিড পরীক্ষা হয় । রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তাঁকে শারীরিক অসুস্থতার কারণে আসানসোল সংশোধনাগারেই হাসপাতালে রাখা হয় । অনুব্রতর বরাতে জুটেছে একটি ছোট বেড । একটিমাত্র সিলিং ফ্যান ঘুরছে মাথার উপর ।

আরও পড়ুন : কোর্টেই কুর্তা বদল কেষ্টর, ঢুকলেন সাদায় বেরোলেন নীলে

জেলসূত্রে জানা গিয়েছে, বুধবার, 24 অগস্ট বিকেলে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডল সামান্য মুড়ি, চা, একটি বিস্কুট খেয়েছেন । সংশোধনাগারে তাঁর জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি । অন্য কয়েদিদের জন্য যে ব্যবস্থা, তেমনটাই বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির জন্যও । তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁর উপর একটু বেশি নজর রাখছে জেল কর্তৃপক্ষ । রাতে অন্য কয়েদিদের মতোই বরাদ্দ ছিল রুটি এবং কুমড়ো-আলুর সবজি ৷ তিনটি রুটি দিয়ে তাও খেয়েছেন অনুব্রত মণ্ডল । যদিও এদিন রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি । বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হবে ।

বুধবার তৃতীয়বারের জন্য আসানসোল সিবিআই বিশেষ আদালতে (Asansol CBI Special Court) হাজিরা দেন গরুপাচার মামলায় অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতি ৷ সেখানে তাঁকে খোশমেজাজেই দেখা গিয়েছে । শুনানির পরে পোশাকও বদলে নীল কুর্তা পরে আদালত থেকে বেরিয়ে আসেন । তিনি আদালতে ঢুকেছিলেন সাদা কুর্তা পরে (anubrata mondal changes kurta within court) ৷ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারেই রয়েছেন । ঘেরা প্রাচীরের ভিতরে দু'টি আলাদা সেলই এখন কেষ্ট এবং তাঁর দেহরক্ষী সায়গলের ঠিকানা ।

আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়

Last Updated : Aug 25, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.