ETV Bharat / state

Anubrata Mondal: দিল্লি যাওয়ার সবুজ সংকেতে হঠাৎ তৎপর রাজ্য পুলিশ, দুবরাজপুর আদালতের পথে কেষ্ট

পুরনো মামলায় কোর্টে রওনা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal produced in Dubrajpur Court) ৷ আজ আসানসোলের দুবরাজপুর কোর্টে তোলা হবে ৷ সোমবার রাতে দায়ের হওয়া এক তৃণমূল কর্মীর এফআইআর-এর ভিত্তিতে তাঁকে আদালতে তোলা হয়েছে ৷

Anubrata Mondal
দুবরাজপুর আদালতের পথে কেষ্ট
author img

By

Published : Dec 20, 2022, 9:24 AM IST

Updated : Dec 20, 2022, 11:31 AM IST

দুবরাজপুর আদালতের পথে অনুব্রত

আসানসোল, 20 ডিসেম্বর: ইডি'র মামলায় নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করার সবুজ সংকেত দিয়েছে । তারপর এবার হঠাৎই তৎপর রাজ্য পুলিশ । সাতসকালে চাদর গায়ে দিয়ে পুলিশের গাড়িতে আসানসোল সংশোধনাগার থেকে বীরভূমের দুবরাজপুরের পথে অনুব্রত মণ্ডল ।

2021 সালে শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে সোমবার রাতে অনুব্রত মণ্ডলের নামে এআইআর দায়ের হয়েছে ৷ বিজেপি-তে যোগ দিতে চাওয়ায় তাঁর উপর হামলা করেছেন অনুব্রত ৷ এই মর্মে অভিযোগ দায়ের হয় ৷ তারপরে আজ সকালেই অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর কোর্টে নিয়ে যাওয়া হয় ৷ জানা যাচ্ছে, পুলিশ অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে চাইবে (Anubrata Mondal) ।

বিরোধীদের কটাক্ষ, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই রাজ্য পুলিশ এবার তাঁকে হেফাজতে নিতে চাইছে । এবার দেখার দুবরাজপুর কোর্ট কী রায় দেয় ।

আরও পড়ুন: গরুপাচার দুর্নীতির শিকড়ে পৌঁছতে এনামুল-সায়গলের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরার পরিকল্পনা ইডির

দুবরাজপুর আদালতের পথে অনুব্রত

আসানসোল, 20 ডিসেম্বর: ইডি'র মামলায় নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করার সবুজ সংকেত দিয়েছে । তারপর এবার হঠাৎই তৎপর রাজ্য পুলিশ । সাতসকালে চাদর গায়ে দিয়ে পুলিশের গাড়িতে আসানসোল সংশোধনাগার থেকে বীরভূমের দুবরাজপুরের পথে অনুব্রত মণ্ডল ।

2021 সালে শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে সোমবার রাতে অনুব্রত মণ্ডলের নামে এআইআর দায়ের হয়েছে ৷ বিজেপি-তে যোগ দিতে চাওয়ায় তাঁর উপর হামলা করেছেন অনুব্রত ৷ এই মর্মে অভিযোগ দায়ের হয় ৷ তারপরে আজ সকালেই অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর কোর্টে নিয়ে যাওয়া হয় ৷ জানা যাচ্ছে, পুলিশ অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে চাইবে (Anubrata Mondal) ।

বিরোধীদের কটাক্ষ, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই রাজ্য পুলিশ এবার তাঁকে হেফাজতে নিতে চাইছে । এবার দেখার দুবরাজপুর কোর্ট কী রায় দেয় ।

আরও পড়ুন: গরুপাচার দুর্নীতির শিকড়ে পৌঁছতে এনামুল-সায়গলের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরার পরিকল্পনা ইডির

Last Updated : Dec 20, 2022, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.