ETV Bharat / state

দুর্গাপুরের কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ABVP-TMC সংঘর্ষ

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ABVP-TMC সংঘর্ষ । ঘটনায় এক ABVP কর্মী জখম হন ।

ABVP-TMC clash
ছবি
author img

By

Published : Dec 19, 2019, 11:09 AM IST

Updated : Dec 19, 2019, 1:10 PM IST

দুর্গাপুর, 19 ডিসেম্বর : দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ । আর এই অভিযোগকে ঘিরে সংঘর্ষে জড়ায় ABVP ও TMCP । সংঘর্ষে ABVP-র এক কর্মী জখম হন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গতকাল সন্ধেবেলা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছিল । অনুষ্ঠানের দায়িত্বে ছিল তৃণমূল ছাত্র পরিষদ । সেখানেই টিফিন দেরিতে আসা নিয়ে বিবাদের সূত্রপাত । আয়োজকদের কলেজেরই এক ছাত্রী বলে, "দাদা আমরা কি টাকা দিইনি ? আমাদের দিতে এত দেরি কেন ? অভিযোগ, তখনই ওই ছাত্রীর উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । প্রথমে তাকে ধাক্কা মারা হয় । পরে হেনস্থাও করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপরই TMCP ও ABVP কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । পরে তা হাতাহাতিতে গড়ায় । ঘটনায় এক ABVP কর্মী জখম হন । প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ভিডিয়োয় শুনুন প্রাক্তন ছাত্র জয়দীপ ব্যানার্জির বক্তব্য

এদিকে, তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পশ্চিম বর্ধমানের TMCP নেতা ঋত্বিক রায়ের দাবি, অশান্তি করবে বলেই ABVP কর্মীরা অযথা অভিযোগ আনল। যাতে কলেজের সুনাম নষ্ট করা যায়।

তবে এক ছাত্রী লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক । তিনি জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি কমিটি রয়েছে । তারা রিপোর্ট দেওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। ওই ছাত্রী থানাতেও অভিযোগ দায়ের করেছে । এদিকে ABVP ও BJP মহিলা মোর্চার হুঁশিয়ারি, পুলিশ যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে লাগাতার আন্দোলনের পথে নামবেন তারা ।

দুর্গাপুর, 19 ডিসেম্বর : দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ । আর এই অভিযোগকে ঘিরে সংঘর্ষে জড়ায় ABVP ও TMCP । সংঘর্ষে ABVP-র এক কর্মী জখম হন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গতকাল সন্ধেবেলা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছিল । অনুষ্ঠানের দায়িত্বে ছিল তৃণমূল ছাত্র পরিষদ । সেখানেই টিফিন দেরিতে আসা নিয়ে বিবাদের সূত্রপাত । আয়োজকদের কলেজেরই এক ছাত্রী বলে, "দাদা আমরা কি টাকা দিইনি ? আমাদের দিতে এত দেরি কেন ? অভিযোগ, তখনই ওই ছাত্রীর উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । প্রথমে তাকে ধাক্কা মারা হয় । পরে হেনস্থাও করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপরই TMCP ও ABVP কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । পরে তা হাতাহাতিতে গড়ায় । ঘটনায় এক ABVP কর্মী জখম হন । প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ভিডিয়োয় শুনুন প্রাক্তন ছাত্র জয়দীপ ব্যানার্জির বক্তব্য

এদিকে, তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পশ্চিম বর্ধমানের TMCP নেতা ঋত্বিক রায়ের দাবি, অশান্তি করবে বলেই ABVP কর্মীরা অযথা অভিযোগ আনল। যাতে কলেজের সুনাম নষ্ট করা যায়।

তবে এক ছাত্রী লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক । তিনি জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি কমিটি রয়েছে । তারা রিপোর্ট দেওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। ওই ছাত্রী থানাতেও অভিযোগ দায়ের করেছে । এদিকে ABVP ও BJP মহিলা মোর্চার হুঁশিয়ারি, পুলিশ যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে লাগাতার আন্দোলনের পথে নামবেন তারা ।

Intro:এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, আর যে অভিযোগকে ঘিরে বুধবার সন্ধ্যায় ধুন্ধুমার কান্ড ঘটে যায় দুর্গাপুর গভর্মেন্ট কলেজে। বিবাদে জড়িয়ে গেল তৃণমূল ছাত্রপরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা।
পরিস্থিতি সামাল দিতে রাতে দুর্গাপুরের মহকুমা শাসকের নির্দেশে কলেজে বাইরে পৌঁছতে হলো পুলিশকে।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যে নাগাদ। দুর্গাপুর গভর্মেন্ট কলেজের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান চলছিল কলেজে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের অভিযোগ, টিফিন দিতে দেরী হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের এক ছাত্রী কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানাচ্ছিল। সেই সময় হটাৎই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ঐ ছাত্রীকে অহেতুক অপমান করতে থাকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান সান্মানিক বিভাগের তৃতীয় বর্ষের আরেক ছাত্রীকে ধাক্কা মারে ও তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের।এই সময় টিএমসিপি ও এভিবিপি র সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়।
অবিলম্বে দোষীদের শাস্তির দাবীতে নিউটাউনশিপ থানায় রাতে বিক্ষোভ দেখাতে শুরু করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা।
দুই দলের ছাত্র সংগঠনের বিবাদে তাদের এক কর্মী আহত হন বলেও অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের, প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ঐ ছাত্রকে।
এইদিকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা নেতা ঋত্বিক রায়ের অভিযোগ, কলেজের পঞ্চাশ বছর পূর্তির একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। অশান্তি করবে বলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা অযথা অভিযোগ আনল।যাতে অশান্তি তৈরী করে কলেজের সুনাম নষ্ট করা যায়।
দুর্গাপুর গভর্মেন্ট কলেজের অধক্ষ্য পুরুষোত্তম প্রামানিক জানিয়েছেন, কলেজের গরিমা নষ্ট হয় এমন কোনো ঘটনা তিনি হতে দেবেন না। তবে টিফিন দেরীতে দেওয়ার ঘটনাকে ঘিরেই অশান্তি তৈরী হয়েছিল পরে তা মিটেও যায়।
তবে এক ছাত্রীর লিখিত অভিযোগ তার কাছে এসেছে বলে স্বীকার করে নেন কলেজের অধক্ষ্য।অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি কমিটি রয়েছে তারা রিপোর্ট দেওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজের অধক্ষ্য পুরুষোত্তম প্রামানিক জানান।
ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ঐ ছাত্রী থানায় লিখিত অভিযোগ করেছে বলেও জানা গেছে।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব হুশিয়ারি দিয়েছেন যদি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যদি অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করে তাহলে লাগাতার আন্দোলনের পথে তারা নামবেন।Body:গConclusion:হ
Last Updated : Dec 19, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.