ETV Bharat / state

Panchayat Elections 2023: পানীয় জল থেকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বিজেপি প্রার্থী - রাজ্য পঞ্চায়েত ভোট

মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থী হরিমল নন্দীকে পানীয় জল নিতে বাধা শাসক শিবিবের । এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ।

Panchayat Elections 2023
পানীয় জল থেকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Jun 23, 2023, 11:02 PM IST

পানীয় জল থেকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বারাবনি, 23 জুন: রাজ্য পঞ্চায়েত ভোট নিয়ে যখন তোলপাড়, তখন মারাত্মক অভিযোগ উঠে এল পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লক থেকে। বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দীকে পানীয় জল নিতে বাধা দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ। দাবি, দিন কয়েক ধরে প্রায় নির্জলা হয়ে পড়ে আছে পরিবারটি। প্রতিবেশীদের দেওয়া জল থেকেই খানিক তৃষ্ণা নিবারণ করতে পারছেন ওই পরিবার। শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর ।

পঞ্চায়েত ভোটের শিরোনামে এবার প্রথম থেকে বারাবনি। চিরকালই রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা বারাবনি বিধানসভা। বারাবনি ব্লকে পঞ্চায়েতের মনোনয়ন শুরু হতেই সিপিএম প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছিল। ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীকালে অবশ্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হয়।

কিন্তু পরবর্তী সময়ে শাসক দলের বিরূদ্ধে মনোনয়ন তুলে নিতে প্রার্থীদের নানান ভাবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারপরও যে প্রার্থীরা হুমকি না শুনে মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের উপর অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ। বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দী। শাসকের হুমকির কাছেও মাথানত না করে মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তাঁর এবং তাঁর পরিবারের উপর নেমে এসেছে অত্যাচার ।

বারাবনীর কাপিষ্টা গ্রামের বাসিন্দা হরিমল নন্দী। পাড়ার টাইম কল থেকে তাঁদের পানীয় জল সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পানীয় জলের পাত্র নিয়ে তাঁরা লাইনে দাঁড়ালে সেই পাত্র লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শাসক শিবিরের বিরূদ্ধে। গত কয়েকদিন ধরে প্রায় নির্জলা রয়েছে পরিবারটি । প্রতিবেশীদের দেওয়া পানীয় জলে তাদের তৃষ্ণা নিবারণ করছেন বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন হরিমল নন্দী।

বারাবনির বিজেপি নেতা অরিজিৎ রায় বারাবনি থানায় নিয়ে গিয়েছিলেন হরিমলকে। অভিযোগ পেয়েই দ্রুততার সঙ্গে কাপিষ্টা গ্রামে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে আপত্তিজনক কিছু দেখতে পাওয়া যায়নি বলে ফিরে আসে পুলিশ । বিজেপি নেতৃত্ব জানিয়েছে, পুলিশ গেলে সাময়িক পরিস্থিতি ঠিক হলেও আবার অত্যাচার নেমে আসে তাঁদের পরিবারের ওপরে।

আরও পড়ুন: নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষ, খোঁচা তৃণমূলের

অন্যদিকে বারাবনির তৃণমূল নেতা অসিত সিংহ বলেন," এই ধরনের কোনও ঘটনা ঘটেনি । সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করে প্রচারে থাকতে চাইছে বিজেপি। যদিও গ্রামের লোকের কাছে সবটাই জানা । তাই এসব মিথ্যা অপপ্রচার করে তাঁরা ভোট পাবে না।"

পানীয় জল থেকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বারাবনি, 23 জুন: রাজ্য পঞ্চায়েত ভোট নিয়ে যখন তোলপাড়, তখন মারাত্মক অভিযোগ উঠে এল পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লক থেকে। বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দীকে পানীয় জল নিতে বাধা দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ। দাবি, দিন কয়েক ধরে প্রায় নির্জলা হয়ে পড়ে আছে পরিবারটি। প্রতিবেশীদের দেওয়া জল থেকেই খানিক তৃষ্ণা নিবারণ করতে পারছেন ওই পরিবার। শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর ।

পঞ্চায়েত ভোটের শিরোনামে এবার প্রথম থেকে বারাবনি। চিরকালই রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা বারাবনি বিধানসভা। বারাবনি ব্লকে পঞ্চায়েতের মনোনয়ন শুরু হতেই সিপিএম প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছিল। ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীকালে অবশ্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হয়।

কিন্তু পরবর্তী সময়ে শাসক দলের বিরূদ্ধে মনোনয়ন তুলে নিতে প্রার্থীদের নানান ভাবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারপরও যে প্রার্থীরা হুমকি না শুনে মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের উপর অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ। বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দী। শাসকের হুমকির কাছেও মাথানত না করে মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তাঁর এবং তাঁর পরিবারের উপর নেমে এসেছে অত্যাচার ।

বারাবনীর কাপিষ্টা গ্রামের বাসিন্দা হরিমল নন্দী। পাড়ার টাইম কল থেকে তাঁদের পানীয় জল সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পানীয় জলের পাত্র নিয়ে তাঁরা লাইনে দাঁড়ালে সেই পাত্র লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শাসক শিবিরের বিরূদ্ধে। গত কয়েকদিন ধরে প্রায় নির্জলা রয়েছে পরিবারটি । প্রতিবেশীদের দেওয়া পানীয় জলে তাদের তৃষ্ণা নিবারণ করছেন বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন হরিমল নন্দী।

বারাবনির বিজেপি নেতা অরিজিৎ রায় বারাবনি থানায় নিয়ে গিয়েছিলেন হরিমলকে। অভিযোগ পেয়েই দ্রুততার সঙ্গে কাপিষ্টা গ্রামে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে আপত্তিজনক কিছু দেখতে পাওয়া যায়নি বলে ফিরে আসে পুলিশ । বিজেপি নেতৃত্ব জানিয়েছে, পুলিশ গেলে সাময়িক পরিস্থিতি ঠিক হলেও আবার অত্যাচার নেমে আসে তাঁদের পরিবারের ওপরে।

আরও পড়ুন: নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষ, খোঁচা তৃণমূলের

অন্যদিকে বারাবনির তৃণমূল নেতা অসিত সিংহ বলেন," এই ধরনের কোনও ঘটনা ঘটেনি । সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করে প্রচারে থাকতে চাইছে বিজেপি। যদিও গ্রামের লোকের কাছে সবটাই জানা । তাই এসব মিথ্যা অপপ্রচার করে তাঁরা ভোট পাবে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.