আসানসোল, 24 মার্চ: রেলের প্রকল্প উদ্বোধন ৷ আর তা ঘিরেই তুমুল বিতর্ক (Controversy over Rail Project Inauguration) ! কারণ, প্রকল্প শুরুর ফিতে কাটলেন বিজেপি বিধায়ক, সেখানে অনুপস্থিত তৃণমূল সাংসদ ! এ নিয়ে রাজনীতির অভিযোগ উঠছে রাজ্যের শাসক শিবিরে ৷ পালটা বিজেপি বিধায়কের দাবি, সাংসদই নাকি উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য সময় দিতে পারেননি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁকে প্রকল্পের উদ্বোধন করতে হয়েছে ৷ আপাতত এ নিয়েই সরগরম পশ্চিম বর্ধমানের আসানসোল ৷
দক্ষিণ-পূর্ব রেলের অধীনে রয়েছে জেলার বার্নপুর স্টেশনটি ৷ যাত্রীদের সুবিধার্থে, বিশেষ করে প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা মাথায় রেখে এই স্টেশনে দু'টি লিফট এবং একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হয় ৷ সূত্রের দাবি, এই দু'টি পরিষেবা শুরু করার জন্য রেলের তরফে একসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং আসানসোলের সাংসদ তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে যোগাযোগ করা হয় ৷
দাবি করা হচ্ছে, দুই জনপ্রতিনিধির কাছেই রেলের অনুষ্ঠানে আসার জন্য অন্তত চারটি সম্ভাব্য তারিখ চাওয়া হয়েছিল ৷ কিন্তু, অগ্নিমিত্রা যে তারিখগুলি দিয়েছিলেন, সেই তারিখগুলিতে তাঁর পক্ষে জেলায় আসা সম্ভব নয় বলে জানিয়ে দেন শত্রুঘ্ন ৷ বদলে তিনি যে তারিখগুলি দেন, সেগুলিতে আবার রেল অনুষ্ঠানের আয়োজন করে উঠতে পারবে না বলে জানিয়ে দেয় ৷ এই অবস্থায় স্থির হয় 24 মার্চ অগ্নিমিত্রার হাত দিয়েই প্রকল্পের উদ্বোধন করানো হবে (Agnimitra Paul inaugurates Rail Project) ৷
আরও পড়ুন: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ
এই ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছে নিন্দুকেরা ৷ তাছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতা ও কর্মীদের বিপুল উপস্থিতি এবং স্লোগানকেও কটাক্ষ করছে তৃণমূল শিবির ৷ যদিও বিধায়ক সমালোচনা উড়িয়ে দিয়েছেন ৷ উলটে সাংসদকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি ৷ অগ্নিমিত্রার বক্তব্য, "বিধায়ক বা সাংসদের সময় হচ্ছে না বলে জনসাধারণের স্বার্থে তৈরি হওয়া প্রকল্পের উদ্বোধন আটকে থাকবে, এটা হতে পারে না ৷ সাংসদ সময় দিতে পারেননি বলেই আমি প্রকল্পের উদ্বোধন করলাম ৷ হয়তো আগামী দিনে এমনও ঘটতে পারে যে সাংসদ সময় দিতে পারলেন, আমি পারলাম না ৷ তবে, সমস্যা হল, আমাদের সাংসদকে এলাকায় দেখাই যায় না ৷ তিনি যদি একটু ঘন ঘন এলাকায় আসতেন, তাহলে ভালো হত ৷ এলাকার আরও উন্নতি হত ৷"