ETV Bharat / state

দুর্গাপুরে এক কারখানায় কর্মহীন 200 ঠিকাকর্মী - দুর্গাপুরের খয়রাশোলে একটি বেসরকারী কারখানায় বিক্ষোভ

2017 সাল থেকে প্রায় 200 জন ঠিকাকর্মী কাজ করে আসছিলেন । হঠাৎই কাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই 200 জনকে ফোনে বলে দেওয়া হয় আপনাদের আর কাজে আসতে হবে না । তাই আজ তাঁরা গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

agitation of contractual workers beacause of lost their job
দুর্গাপুরে এক কারখানায় কাজ বন্ধ প্রায় 200 জন ঠিকাকর্মীর
author img

By

Published : May 4, 2021, 5:14 PM IST

দুর্গাপুর, 4 মে : কাজ হারিয়ে দুর্গাপুরের খয়রাশোলে একটি বেসরকারী কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান প্রায় 200 জন ঠিকাকর্মী ৷ তাঁদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে আমাদের সঙ্গে রাজনীতি করছে কর্তৃপক্ষ ৷ কাজ নেই বলে বসিয়ে দেওয়া হচ্ছে ৷ পরে দেখছি অন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি করছে কর্তৃপক্ষ ৷ এমনটাই অভিযোগ কাজ হারানো ঠিকাকর্মীদের ৷

2017 সাল থেকে প্রায় 200 জন ঠিকাকর্মী কাজ করে আসছিলেন । হঠাৎই কাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই 200 জনকে ফোনে বলা হয় আপনাদের আর কাজে আসতে হবে না । তাই আজ কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷

দুর্গাপুরে এক কারখানায় কাজ বন্ধ প্রায় 200 জন ঠিকাকর্মীর

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা বর্ধমানে, হামলায় ঘরছাড়া বিজেপির 60 পরিবার

আজ নতুন ঠিকাদারের দল কারখানায় ঢুকতে গেলে বাধা দেন কাজ হারানো ঠিকাকর্মীরা ৷ বিক্ষোভ চলছে এখনও । নির্বাচন শেষ হওয়ার পরে কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে ঠিকাকর্মীরা বিপাকে পড়েছেন বলে জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি ।

দুর্গাপুর, 4 মে : কাজ হারিয়ে দুর্গাপুরের খয়রাশোলে একটি বেসরকারী কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান প্রায় 200 জন ঠিকাকর্মী ৷ তাঁদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে আমাদের সঙ্গে রাজনীতি করছে কর্তৃপক্ষ ৷ কাজ নেই বলে বসিয়ে দেওয়া হচ্ছে ৷ পরে দেখছি অন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি করছে কর্তৃপক্ষ ৷ এমনটাই অভিযোগ কাজ হারানো ঠিকাকর্মীদের ৷

2017 সাল থেকে প্রায় 200 জন ঠিকাকর্মী কাজ করে আসছিলেন । হঠাৎই কাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই 200 জনকে ফোনে বলা হয় আপনাদের আর কাজে আসতে হবে না । তাই আজ কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷

দুর্গাপুরে এক কারখানায় কাজ বন্ধ প্রায় 200 জন ঠিকাকর্মীর

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা বর্ধমানে, হামলায় ঘরছাড়া বিজেপির 60 পরিবার

আজ নতুন ঠিকাদারের দল কারখানায় ঢুকতে গেলে বাধা দেন কাজ হারানো ঠিকাকর্মীরা ৷ বিক্ষোভ চলছে এখনও । নির্বাচন শেষ হওয়ার পরে কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে ঠিকাকর্মীরা বিপাকে পড়েছেন বলে জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.