ETV Bharat / state

Agitation in Asansol School: ছাত্রীর শ্লীলতাহানি ! সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের স্কুলে - ছাত্রীর শ্লীলতাহানি

এক অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় ৷ আর তার জেরেই ধুন্ধুমার কাণ্ড বাঁধল আসানসোলের স্কুলে ৷

Agitation in Asansol School
Agitation in Asansol School
author img

By

Published : Jul 27, 2023, 3:35 PM IST

Updated : Jul 27, 2023, 4:00 PM IST

সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের স্কুলে

আসানসোল, 27 জুলাই: সোশাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে আসানসোলের নামী সরকারি স্কুলে ধুন্ধুমার কাণ্ড বাঁধল । ওই পোস্টে দাবি করা হয়েছে আসানসোল উমারানি গড়াই মহিলাকল্যাণ স্কুলের এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ওই স্কুলের এক অশিক্ষক কর্মচারী শ্লীলতাহানি করেছে ।

স্কুলে অভিভাবকদের বিক্ষোভ: এই পোস্ট ভাইরাল হতেই স্কুলের অন্যান্য ছাত্রীদের অভিভাবকরা স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান । শুধু তাই নয়, অভিযুক্ত অশিক্ষক কর্মচারীকে হাতের নাগালে পেয়ে পুলিশের সামনেই উত্তম-মধ্যম দেন অভিভাবকরা । পাশাপাশি পথ অবরোধও করা হয় । এই ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে অভিভাবকদের বচসায় উত্তেজনা ছড়ায় । স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা । পুলিশ অভিযুক্ত অশিক্ষক কর্মীকে আটক করেছে । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে কিংবা স্কুল কর্তৃপক্ষের কাছে জমা পড়েনি ।

সোশাল পোস্টে অভিযোগ: বুধবার সন্ধ্যার পর থেকেই একটি পোস্ট আসানসোল শহরে ভাইরাল হতে শুরু হয় । ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘোরা সেই পোস্টটিতে লেখা ছিল আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ওই স্কুলের এক অশিক্ষক কর্মী শ্লীলতাহানি করেছেন এবং বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ । ওই ছাত্রীর পরিবারকেও নাকি চাপ দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে ।

অভিযুক্তের উপর চড়াও অভিভাবকরা: এই পোস্ট ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার স্কুল খুলতেই প্রচুর অভিভাবক স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা প্রধান শিক্ষিকার কাছে দাবি করেন, অভিযুক্ত অশিক্ষক কর্মীকে তাঁদের হাতে তুলে দিতে হবে । বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা । পাশাপাশি স্কুলের অফিস ঘরে অভিযুক্ত যেখানে ছিলেন, সেখানেও চড়াও হওয়ার চেষ্টা করেন অভিভাবকরা । বেগতিক বুঝে অভিযুক্ত অশিক্ষক কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় । থানায় নিয়ে যাওয়ার সময়েও অভিভাবকরা তাঁকে চড়, লাথি, ঘুসি মারতে থাকেন ।

আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4

থানায় অভিযোগ হয়নি: যদিও কোন ছাত্রীর সঙ্গে দুস্কর্ম ঘটেছে তা অভিভাবকেরাও নির্দিষ্ট করে জানাতে পারেননি । এমনকী স্কুল কর্তৃপক্ষের কাছেও কোনও খবর নেই বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি থানায় । পুলিশ তবু ওই অভিযুক্ত অশিক্ষক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

পথ অবরোধ অভিভাবকদের: অন্যদিকে, দোষী ব্যক্তির শাস্তির দাবিতে জিটি রোড অবরোধ করেন অভিভাবকরা । আসানসোল দক্ষিণ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অভিভাবকদের রাস্তা থেকে সরিয়ে দেয় । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস জানিয়েছেন, এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।

সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের স্কুলে

আসানসোল, 27 জুলাই: সোশাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে আসানসোলের নামী সরকারি স্কুলে ধুন্ধুমার কাণ্ড বাঁধল । ওই পোস্টে দাবি করা হয়েছে আসানসোল উমারানি গড়াই মহিলাকল্যাণ স্কুলের এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ওই স্কুলের এক অশিক্ষক কর্মচারী শ্লীলতাহানি করেছে ।

স্কুলে অভিভাবকদের বিক্ষোভ: এই পোস্ট ভাইরাল হতেই স্কুলের অন্যান্য ছাত্রীদের অভিভাবকরা স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান । শুধু তাই নয়, অভিযুক্ত অশিক্ষক কর্মচারীকে হাতের নাগালে পেয়ে পুলিশের সামনেই উত্তম-মধ্যম দেন অভিভাবকরা । পাশাপাশি পথ অবরোধও করা হয় । এই ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে অভিভাবকদের বচসায় উত্তেজনা ছড়ায় । স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা । পুলিশ অভিযুক্ত অশিক্ষক কর্মীকে আটক করেছে । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে কিংবা স্কুল কর্তৃপক্ষের কাছে জমা পড়েনি ।

সোশাল পোস্টে অভিযোগ: বুধবার সন্ধ্যার পর থেকেই একটি পোস্ট আসানসোল শহরে ভাইরাল হতে শুরু হয় । ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘোরা সেই পোস্টটিতে লেখা ছিল আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ওই স্কুলের এক অশিক্ষক কর্মী শ্লীলতাহানি করেছেন এবং বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ । ওই ছাত্রীর পরিবারকেও নাকি চাপ দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে ।

অভিযুক্তের উপর চড়াও অভিভাবকরা: এই পোস্ট ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার স্কুল খুলতেই প্রচুর অভিভাবক স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা প্রধান শিক্ষিকার কাছে দাবি করেন, অভিযুক্ত অশিক্ষক কর্মীকে তাঁদের হাতে তুলে দিতে হবে । বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা । পাশাপাশি স্কুলের অফিস ঘরে অভিযুক্ত যেখানে ছিলেন, সেখানেও চড়াও হওয়ার চেষ্টা করেন অভিভাবকরা । বেগতিক বুঝে অভিযুক্ত অশিক্ষক কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় । থানায় নিয়ে যাওয়ার সময়েও অভিভাবকরা তাঁকে চড়, লাথি, ঘুসি মারতে থাকেন ।

আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4

থানায় অভিযোগ হয়নি: যদিও কোন ছাত্রীর সঙ্গে দুস্কর্ম ঘটেছে তা অভিভাবকেরাও নির্দিষ্ট করে জানাতে পারেননি । এমনকী স্কুল কর্তৃপক্ষের কাছেও কোনও খবর নেই বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি থানায় । পুলিশ তবু ওই অভিযুক্ত অশিক্ষক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

পথ অবরোধ অভিভাবকদের: অন্যদিকে, দোষী ব্যক্তির শাস্তির দাবিতে জিটি রোড অবরোধ করেন অভিভাবকরা । আসানসোল দক্ষিণ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অভিভাবকদের রাস্তা থেকে সরিয়ে দেয় । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস জানিয়েছেন, এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।

Last Updated : Jul 27, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.