ETV Bharat / state

একগুচ্ছ দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের - durgapur

দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার সামনে শ্রমিকদের অবস্থান । শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল স্থানীয় গ্রামবাসীরাও । তাদের বক্তব্য, কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে আন্দোলন তুলে নেওয়া হবে । নইলে কারখানা খোলা থাকলেও কাজে যোগ দেবে না শ্রমিকরা ।

কারখানার সামনে বিক্ষোভ
author img

By

Published : Jun 25, 2019, 1:52 PM IST

দুর্গাপুর, 25 জুন : শ্রমিকদের সাসপেন্ড করা, PF, ESI, স্থানীয় বেকারদের চাকরিসহ বিভিন্ন দাবিতে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের।
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানার গেটে শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় স্থানীয়রা ।

আজ সকালে দুর্গাপুরের জয় বালাজি কারখানার গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকরা । তাদের অভিযোগ, ছোটো-খাটো কারণেই সাসপেন্ড করা হচ্ছে অনেককে । গত একবছরে প্রায় 40 জনকে বসিয়ে দেওয়া হয়েছে । PF, ESI সহ অনেক সুবিধা থেকেই শ্রমিকদের বঞ্চিত করছে মালিকপক্ষ । অন্যদিকে কারখানার পিছনেই নামো সগড়ভাঙা গ্রাম । কারখানার দূষণের জেরে জেরবার গ্রামবাসীরা । কারখানা কর্তৃপক্ষের তরফে কারখানার ভেতরে প্রায় 20টি সাবমার্সিবেল পাম্প বসানো হয়েছে । আর এই পাম্প বসানোর ফলে গ্রামের কুয়ো ও পুকুরের জল শুকিয়ে গেছে ।

আন্দোলনকারী এক শ্রমিক পুতুল বাউড়ি বলেন, "60 বছর যাদের বয়স হয়েছে তাদের বার করে দিয়েছে । তাদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি । তারা PF, ESI কিছুই পাচ্ছে না । তারা খাবে কী ? সাবমার্সিবেল পাম্প এখানে চালু হওয়ায় গ্রামের কলে একদম জল পাওয়া যাচ্ছে না ।" অপর এক বিক্ষোভকারীর বক্তব্য, গ্রামের স্থানীয় ছেলেদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ দেওয়া হচ্ছে । তাদের দাবি, গ্রামের লোকেদের কাজ দেওয়া হোক । যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের আবার কাজে ফিরিয়ে আনা হোক । মালিক পক্ষ যদি তাদের দাবি মেনে নেয় তবে তারা আন্দোলন তুলে নেবে । নইলে আন্দোলন চলবে । কারখানা খোলা থাকলেও তারা কাজে যোগ দেবে না ।

এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ অবশ্য মুখ খুলতে চায়নি ।

দুর্গাপুর, 25 জুন : শ্রমিকদের সাসপেন্ড করা, PF, ESI, স্থানীয় বেকারদের চাকরিসহ বিভিন্ন দাবিতে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের।
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানার গেটে শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় স্থানীয়রা ।

আজ সকালে দুর্গাপুরের জয় বালাজি কারখানার গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকরা । তাদের অভিযোগ, ছোটো-খাটো কারণেই সাসপেন্ড করা হচ্ছে অনেককে । গত একবছরে প্রায় 40 জনকে বসিয়ে দেওয়া হয়েছে । PF, ESI সহ অনেক সুবিধা থেকেই শ্রমিকদের বঞ্চিত করছে মালিকপক্ষ । অন্যদিকে কারখানার পিছনেই নামো সগড়ভাঙা গ্রাম । কারখানার দূষণের জেরে জেরবার গ্রামবাসীরা । কারখানা কর্তৃপক্ষের তরফে কারখানার ভেতরে প্রায় 20টি সাবমার্সিবেল পাম্প বসানো হয়েছে । আর এই পাম্প বসানোর ফলে গ্রামের কুয়ো ও পুকুরের জল শুকিয়ে গেছে ।

আন্দোলনকারী এক শ্রমিক পুতুল বাউড়ি বলেন, "60 বছর যাদের বয়স হয়েছে তাদের বার করে দিয়েছে । তাদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি । তারা PF, ESI কিছুই পাচ্ছে না । তারা খাবে কী ? সাবমার্সিবেল পাম্প এখানে চালু হওয়ায় গ্রামের কলে একদম জল পাওয়া যাচ্ছে না ।" অপর এক বিক্ষোভকারীর বক্তব্য, গ্রামের স্থানীয় ছেলেদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ দেওয়া হচ্ছে । তাদের দাবি, গ্রামের লোকেদের কাজ দেওয়া হোক । যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের আবার কাজে ফিরিয়ে আনা হোক । মালিক পক্ষ যদি তাদের দাবি মেনে নেয় তবে তারা আন্দোলন তুলে নেবে । নইলে আন্দোলন চলবে । কারখানা খোলা থাকলেও তারা কাজে যোগ দেবে না ।

এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ অবশ্য মুখ খুলতে চায়নি ।

Intro:কারখানায় শ্রমিকদের সাসপেন্ড করা, পি এফ, ই এস আই, স্থানীয় বেকারদের চাকরি সহ বিভিন্ন দাবিতে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের।
দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার বেসরকারি জয় বালাজি কারখানার চার নম্বর ইউনিটের কারখানার গেটে শ্রমিক সহ স্থানীয় নামো সগড়ভাঙার বাসিন্দাদের বিক্ষোভ । শ্রমিকদের অভিযোগ, খুব ছোট ছোট কারনে শ্রমিকদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যে সব শ্রমিকদের সাসপেন্ড করা হয়েছে তাদের আর কাজে নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। এই নিয়ে গত এক বছর ধরে প্রায় চল্লিশ জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পি এফ, ই এস আই সহ কারখানার ভিতরে শ্রমিক নিরাপত্তা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে না শ্রমিকেরা। কারখানার পিছনেই নামো সগড়ভাঙা গ্রামের মানুষ কারখানার দূষণ এর জেরে জেরবার।কারখানা কর্তৃপক্ষ কারখানার ভেতরে ১৮-২০ টি সাবমার্সিবেল পাম্প বসানোর কারনে গোটা গ্রামের কুয়ো,পুকুরগুলিতে জল শুকিয়ে গেছে।তবে বিক্ষোভরতদের মুল দাবী যতক্ষণ না পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া শ্রমিকদের কাজে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে চায়নি।আন্দোলন চললেও পুলিশকে দেখা গেল নির্বাক দর্শকের ভুমিকাতে।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.